|
|
|
|
এ বার স্বশাসিত হবে নরেন্দ্রপুর, আশা পার্থর |
নিজস্ব সংবাদদাতা |
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ও মহাবিদ্যালয়কে শিক্ষা ক্ষেত্রে স্বশাসন দেওয়ার প্রস্তাব ঝুলে রয়েছে দীর্ঘদিন। ৩৪ বছরেও এই প্রস্তাব কার্যকর করা হয়নি। তৃণমূলের নেতৃত্বাধীন রাজ্য সরকার এই প্রস্তাব কার্যকর করতে উদ্যোগী হবে বলে রবিবার নরেন্দ্রপুরে এক সংবর্ধনা সভায় আশা প্রকাশ করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
জীবনের নানা ক্ষেত্রে সফল হয়েছেন নরেন্দ্রপুরের প্রাক্তনীরা। তবে রাজ্য মন্ত্রিসভায় বিদ্যালয়ের প্রথম প্রতিনিধি পার্থবাবু। রবিবার বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে তাঁকে সংবর্ধনা দিল নরেন্দ্রপুর। সংবর্ধনা দেওয়া হয় পর্বতারোহী বসন্ত সিংহরায়কে। মঞ্চে উপস্থিত নরেন্দ্রপুরের অন্য দুই প্রাক্তনী পুরসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন আমলা সুমন্ত্র চৌধুরী।
রবিবার প্রেক্ষাগৃহে ছিলেন নরেন্দ্রপুরের ছাত্র ও অভিভাবকরা। তাঁদের সামনে স্মৃতিচারণে ডুবে গেলেন পার্থবাবু। জানালেন নরেন্দ্রপুরের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে কতটা আগ্রহী রাজ্য। হস্তশিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে তাঁর পুরনো শিক্ষাকেন্দ্রের সঙ্গে এক যোগে এগোতে চান শিল্পমন্ত্রী। এই উদ্যোগে তিনি মুখ্যমন্ত্রীর সমর্থন পাবেন বলেও আশা করছেন পার্থবাবু। কারণ, মুখ্যমন্ত্রীও শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে দীক্ষিত। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী সুপর্ণানন্দ মহারাজ বলেন, জীবনের সব ক্ষেত্রে এক বিশেষ মূল্যবোধের প্রসারে বিশ্বাস করে নরেন্দ্রপুর। প্রাক্তনী পার্থবাবু রাজনীতির ক্ষেত্রে সেই মূল্যবোধের কাণ্ডারী হবেন বলেই তাঁদের আশা। |
|
|
|
|
|