টুকরো খবর

বিদ্যুৎ চুরি রুখতে অভিযান
বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ রুখতে সোমবার দুপুরে পুলিশ ও রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কাটোয়া বিভাগ কেতুগ্রামের পান্দু গ্রাম, কাছরা, দধিয়া গ্রামে অভিযান চালায়। একটি ২৫ কিলোভোল্ট ট্রান্সফর্মার ও দু’টি ১০ কিলোভোল্ট ট্রান্সফর্মার আটক করেছে পুলিশ। বিদ্যুৎ দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খেত জমিতে বাঁশের মাচার ওপর ট্রান্সফর্মারগুলি হুকিং করে চালানো হচ্ছিল। বিদ্যুৎ বণ্টনের কাটোয়ার সহকারী বাস্তুকার আশিস মজুমদার বলেন, “পুলিশের কাছে এ ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে। আমাদের ধারণা সাব মার্সিবল পাম্পের সাহায্যে জমিতে জল দিতেই এমন করা হচ্ছিল।”

উপাচার্যকে ঘেরাও করলেন তৃণমূল সমর্থক কর্মচারীরা
দূরশিক্ষা বিভাগ এবং মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়ামের পাঁচ কর্মীর বেতন বৃদ্ধি বাতিলের দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘণ্টা তিনেক ঘেরাও করে রাখল তৃণমূল সমর্থিত কর্মচারী সমিতি। সোমবার কর্মসমিতির বৈঠক চলার সময়ে কর্মচারী সমিতির শ’পাঁচেক সদস্য ঘরে ঢুকে পড়েন। উপাচার্য ছাড়াও সহ-উপাচার্য এবং কর্মসমতির অপর সদস্যদের ঘেরাও করা হয়। তৃণমূল সমর্থক ওই কর্মচারীদের অভিযোগ, ২০০৫ সালে অবৈধ ভাবে পাঁচ জনের বেতনবৃদ্ধি করা হয়েছিল। ওই পাঁচ জনের আর নতুন করে বেতনবৃদ্ধি হবে না, এই আশ্বাস দিয়ে নিষ্কৃতি পান উপাচার্য সুব্রত পাল। তবে সমিতির স্বীকৃতি এবং বকেয়া বেতন দেওয়া-সহ আরও বেশ কিছু দাবি-দাওয়া তোলা হয়েছে। যেমন, বিধানসভা নির্বাচনের সময়ে ‘কোড অব কন্ডাক্ট’ উপেক্ষা করে বেশ কিছু কর্মীকে চাকরি দেওয়া হয়েছে এবং সেগুলি বাতিল করতে হবে বলে দাবি। বেসরকারি সংস্থা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব নিরাপত্তারক্ষী এবং সাফাইকর্মী নেওয়ার দাবিও জানানো হয়েছে। উপাচার্য বলেন, “সব দাবিই বিবেচনা করা হচ্ছে।”

প্রাথমিক সংসদে নতুন সভাপতি
জেলা প্রাথমিক সংসদের নতুন সভাপতি হিসাবে সোমবার দায়িত্বভার নিলেন স্বপনকুমার ঘোষ। তিনি প্রাক্তন সভাপতি সিরাজুল ইসলামের জায়গায় দায়িত্ব নিয়েছেন বলে প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে বলা হয়েছে। স্বপনবাবু বুদবুদের কসবা রাধারানি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। অনুষ্ঠানে ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস গ্রামীণের সভাপতি স্বপন দেবানাথ, শিক্ষক নেতা মনমোহন রায়, রথীন মল্লিক প্রমুখ। দায়িত্বভার নিয়েই স্বাপনবাবু কলকাতায় চলে যান উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর ডাকা বৈঠকে যোগ দিতে। দুই শিক্ষক নেতা মনমোহন ও রথীনবাবু বলেন, “স্বপনবাবু শিক্ষক আন্দোলনের সঙ্গে দীর্ঘ দিন ধরেই জড়িত। তিনি সমস্যাগুলি বুঝবেন বলেই আশা।”

টিএমসিপি-র দাবি
যে সব ছাত্রছাত্রীর ফর্ম কলেজ কর্তৃপক্ষ জমা নিয়েছেন, তাদের সকলকে ভর্তির সুযোগ, সংসদ সংলগ্ন মাঠের সংস্কার, বিএড চালু-সহ ২১ দফা দাবিতে সোমবার মন্তেশ্বর গৌড়মোহন কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের জেলা সভাপতি নুরুল হাসান বলেন, “কলেজের উন্নয়নের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের কথা হয়েছে। আশা করি সমস্যা মিটবে। অধ্যক্ষ মইনুদ্দিন মিদ্দা জানান, বিষয়গুলি খতিয়ে দেখা হবে।

স্কুলে জয়ী তৃণমূল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়নার দু’টি স্কুলে অভিভাবক সমিতির নির্বাচনে জিতে গিয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মেড়াল সতীশচন্দ্র ইন্সটিটিউশন ও বোঁয়াইচন্ডী উচ্চ বিদ্যালয়ে তৃণমূলের ছ’জন করে প্রার্থী জিতেছেন বলে জানান স্থানীয় তৃণমূল নেতা শৈলেন্দ্রনাথ সাঁই। সিপিএমের দাবি, ওই স্কুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত পরিবেশ ছিল না।
Previous Story Bardhaman Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.