টুকরো খবর

জামুড়িয়া থানায় বিক্ষোভ
এলাকাকে যানজট মক্ত করা-সহ একাধিক দাবির ভিত্তিতে সোমবার জামুড়িয়া থানায় বিক্ষোভ দেখালেন জামুড়িয়া-১ এবং ২ ব্লকের কংগ্রেস নেতা-কর্মীরা। ব্লক-১ সভাপতি আবদুল বারিক জানান, জামুড়িয়া শহরের রাস্তার দু’পাশে জবরদখল হয়েছে। ফলে রাস্তা সংকুচিত হয়েছে। যানজটে নাকাল হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কয়লা চোরদের ধরার অভিযানে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ। বিক্ষোভ শেষে ওসি-র হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। ওসি মাধব মণ্ডল জানান, সম্প্রতি কয়লা মাফিয়া বিকাশ গড়াই ও মহম্মদ মহসিনকে গ্রেফতার করা হয়। সেই সময়ে কোনও সাধারণ মানুষকে হয়রান করা হয়নি। বিক্ষোভকারীদের অন্য দাবিগুলি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

পঞ্চায়েতে বিক্ষোভ
একশো দিনের কাজে দুর্নীতি-সহ একাধিক অভিযোগে সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় তৃণমূল। দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান, প্রধানের কাছে তাঁরা একটি স্মারকলিপি জমা দেন। প্রধান চন্দন চক্রবর্তী অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য কয়েক দিন সময় নিয়েছেন।

ট্রান্সফর্মার বদলের দাবি
পুরনো ট্রান্সফর্মার বদল করার দাবিতে সোমবার রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম লিমিটেডের জামুড়িয়া অফিসে কংগ্রেসের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। জামুড়িয়া ব্লক-২ কংগ্রেস কমিটির সভাপতি ভক্তিপদ চক্রবর্তী জানান, পুরনো ট্রান্সফর্মারগুলি বিকল হয়ে যাচ্ছে। ট্রান্সফর্মারের সুইচ ঘিরে না রাখায় তা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। অনেক গ্রামীণ এলাকার মানুষই ইসিএলের বিদ্যুৎ ব্যবহার করেন। ওই এলাকায় রাজ্য বিদ্যুৎ দফতরের সংযোগ দেওয়ার দাবি জানান তাঁরা। বিক্ষোভ শেষে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়।

তৃণমূলের বিক্ষোভ
স্থানীয়দের নিয়োগের দাবিতে সোমবার তৃণমূলের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা জামুড়িয়ার যদুডাঙা শিল্পতালুকের ১০ জন কর্মীর কাজে বাধা দিলেন। জামুড়িয়ার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অঞ্জন সরকার জানান, কারখানা নির্মাণের আগে স্থানীয়দের নিয়োগের প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। এ দিন তাঁরা কারখানায় গিয়ে দেখেন বহিরাগত ১০ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে। তাঁরা ওই কর্মীদের কাজে বাধা দেন। পুলিশ গিয়ে বৈঠকের ব্যবস্থার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠে যায়। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

বিক্ষোভ ইসিএল অফিসে
ইসিএল’র সাঁকতোড়িয়া সদর কার্যালয়ে সোমবার বিক্ষোভ দেখায় আইএনটিইউসি, এআইটিইউসি, সিটু, বিএমএস-সহ একাধিক শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক কর্মী। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সমন্বয়ে গঠিত ইসিএলের জয়েন্ট অ্যাকশান কমিটির আহ্বায়ক তথা রাজ্য সভার সাংসদ রামচন্দ্র সিংহ জানিয়েছেন, কয়লা খনি বেসরকারিকরণের বিরুদ্ধে, নবম বেতন চুক্তি চালু করা ও খনি শ্রমিকদের নিরাপত্তা-সহ ১৫ দফা দাবিকে সামনে রেখে তাঁরা ৮ থেকে ১০ আগষ্ট তিন দিনের কয়লা খনি ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে তাঁরা সোমবার সদর কার্যালয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

তৃণমূলের সমাবেশ
জেলা শিল্পাঞ্চল যুব তৃণমূলের পক্ষ থেকে সোমবার এডিডিএ’র সামনে একটি সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, পুরসভায় বিরোধী দলনেতা বিশ্বনাথ পাড়িয়াল প্রমুখ। স্থানীয় তৃণমূল নেতা চন্দ্রশেখর মুখোপাধ্যায় জানান, সিপিএম শাসিত দুর্গাপুর পুরসভায় নানান অনিয়মের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তাঁদের সংগঠনের পক্ষ থেকে মেয়রের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। আগামী পুরসভা নির্বাচনে দুর্গাপুরবাসীকে সে বিষয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয় এ দিনের সভায়।
Previous Story Bardhaman Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.