বিদ্যুৎ দফতরের অফিসে ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা• রানিগঞ্জ |
এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রবিবার রাতে রানিগঞ্জের বিদ্যুৎ দফতরে ভাঙচুর চালালেন হাসিনা মোড়ের বাসিন্দারা। ওই দফতরের দুই কর্মীকে মারধর করা হলে তাঁদের জখম অবস্থায় রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
রাজ্য বিদ্যুৎ দফতরের আসানসোলের ডিভিশনাল ইঞ্জিনিয়ার মিতেশ দাশগুপ্ত জানান, হাসিনা মোড়ে রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনার ১৫ মিনিটের মধ্যেই কর্মীরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। |
|
ভাঙচুরের পরে। নিজস্ব চিত্র। |
এর পর রাত ১০ টা পর্যন্ত তিনবার ওই এলাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। কর্মীরা প্রতিবারই গিয়ে মেরামত কাজ করে আসেন। তবে শেষ বার সেখানে গিয়ে বাসিন্দাদের রোষের মুখে পড়েন কর্মীরা। সারাই করতে যাওয়া ছ’জন কর্মীকেই মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়। ওই কর্মীদের মধ্যে এক ঠিকা কর্মী মৃতুঞ্জয় বাউরিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মিতেশবাবুর আরও অভিযোগ, পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। এর পরে রাত ১১টা নাগাদ প্রায় আধঘণ্টা স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালান। অফিসের আসবাবপত্র, ভাঙচুর করা হয়। মারধর করা হয় এক কর্মীকেও। মিথেশবাবু বলেন, “দিন সাতেক আগে ওই এলাকার ৫০টি বাড়িতে বিদ্যুতের অবৈধ সংযোগ ছিন্ন করা হয়। সেই ঘটনার জেরেই এই ভাঙচুর করা হয়ে থাকতো পারে। রবিবারেও একটি বিশেষ অনুষ্ঠান উপলক্ষে অনেক বাড়িতেই অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। অতিরিক্ত হুকিংয়ের জেরে যান্ত্রিক গোলমাল আটকানো মুশকিল হচ্ছে।” রানিগঞ্জ বিদ্যুৎ দফতরের সহকারী ইঞ্জিনিয়ার অরূপ মোদি জানান, তাঁরা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। |
|