পুরসভার ওয়ার্ড ফুটবলে সোমবারের খেলায় ১৫ নম্বর ওয়ার্ড জয়ী হয়। রবিবার জিতেছে ৮ নম্বর ওয়ার্ড। ওই দিন কাটোয়া কলেজ মাঠে তারা ৫-১ গোলে ৩ নম্বর ওয়ার্ডকে হারিয়ে দেয়। সে দিন অন্য খেলায় ১২ নম্বর ওয়ার্ড ৩-১ গোলে ১১ নম্বর ওয়ার্ডকে হারায়। শনিবার ৪ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়।
|
অনূর্ধ্ব ১৯ আন্তঃমহকুমা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কালনা। তারা সোমবার বর্ধমানের মোহনবাগান মাঠে ১-০ গোলে গত বারের রানার্স দুর্গাপুরকে হারায়। গোল করেন বিমল সরকার। গত বারের চ্যাম্পিয়ন বর্ধমান সেমিফাইনালে কালনার কাছে টাইব্রেকারে হেরে যায়।
|
নকআউট বাস্কেটবলে জয়ী হয়ে ত্রিমুকুট জিতল সাউথ বর্ধমান অ্যাথলেটিক ক্লাব। রবিবার অরবিন্দ স্টেডিয়ামে তারা কল্যাণ স্মৃতি সঙ্ঘকে ৮১-৪৯ পয়েন্টে হারায়।
|
প্রগতি ক্লাব আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবলে সোমবার জয়ী হল পূর্বরেলের ডিএসএ। আসানসোল স্টেডিয়ামের তারা জোহাল গ্রুপকে ৪-০ গোলে হারায়। খেলার সেরা জয়ী দলের সৌমেন সরকার।
|
আসানসোল স্টেডিয়ামে বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবলের খেলায় সোমবার জয়ী হল পূর্ব রেল। |
ইউনাইটেড কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হয় জিবিএফসি। তারা টাউন ক্লাবকে ৪-০ গোলের ব্যবধানে হারায়। বিশ্বজিৎ ভট্টাচার্য ২ টি এবং অমিত মাজি ও মহম্মদ নঈম একটি করে গোল করেন। |