ড্রেন থেকে তোলা নোংরা রাস্তার পাশে ডাই হয়ে পড়ে রয়েছে। বৃষ্টির জলে সেই নোংরা ফের গড়িয়ে ড্রেনে নামছে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় মালদহ শহরের বহু রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। রথবাড়ি মোড় যেন মরণফাঁদ। বড় বড় গর্তে পড়ে প্রতিদিনই শহরের মানুষকে দুঘর্টনায় মুখে পড়তে হচ্ছে। রাস্তা দখল করে যেখানে সেখানে গজিয়ে উঠেছে দোকানঘর, বিভিন্ন শ্রমিক সংগঠনের অফিস ঘর। রথবাড়ি লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়ক দখল করে বসছে বাজার। জীবন হাতে করে শহরের মানুষকে রাস্তা পারাপার করতে হচ্ছে। প্রতিদিন দুর্ভোগের মুখে পড়ে শহরের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। অথচ কংগ্রেস-তৃণমুল পরিচালিত ইংরেজবাজার পুর কর্তৃপক্ষের এই বিষয়েয কোনও হেলদোল নেই বলে অভিযোগ। |
শহর জুড়ে চরম অব্যবস্থার জন পুরসভা ও জেলা প্রশাসন একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। জেলাশাসক রাজেশ সিংহ বলেন, “শহরের রাস্তা দখল করে দোকান বসছে। সমস্ত ফুটপাত বেদখল হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। পুরসভা নিবির্কার। পুরসভা আমাদের সাহায্য না চাইলে আমরা কীভাবে এগোব? দখলদারদের উচ্ছেদ করতে পুরসভা আমাদের সাহাযে চাইলে আমরা ব্যবস্থা নেওয়া হবে।” ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি বলেন, “বর্ষার জন্য রাস্তা মেরামতের কাজ শুরু করা যায়নি। বর্ষা শেষ হলেই রাস্তা মেরামতের কাজ শুরু করা হবে। ৩৪ নম্বর জাতীয় সড়ক ও শহরের বেআইনি দখল মুক্ত করতে জেলাশাসকের সাহায্য চাওয়া হবে।” এদিকে শহরের নরক যন্ত্রণায় ক্ষুব্ধ মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, “গোটা শহর জঞ্জালে ভরে গিয়েছে। ১৫ দিন ধরে শহরের জঞ্জাল পরিস্কার হচ্ছে না। তার উপরে ড্রেন থেকে তোলা নোংরা ড্রেনের পাশেই ফেলে রাখা হয়েছে। রাস্তার যা অবস্থা বলার নয়। অথচ পুরসভা, জেলা প্রশাসন নির্বিকার। কারও কোনও হেলদোল নেই। মালদহ শহরকে জঞ্জাল মুক্ত করতে, শহরকে নরকমুক্ত করতে কী পুরসভা, কী জেলা প্রশাসন কারও সদিচ্ছা নেই। শহরের এই দুবির্ষহ পরিবেশে মালদহের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন মালদহ শহরের ব্যস্ততম রাস্তা রাজমহল রোড। রাস্তার দু’পাশের ফুটপাত বেদখল হয়ে গিয়েছে। ফুটপাত দখল করে চলছে চা, পান, বিড়ি, সাইকেল, মোটর সাইকেলের দোকান। একাধিক রেডিমেড জামাকাপড়ের দোকান। পাশাপাশি চিত্তরঞ্জন পুর বাজারের সামনে দুপুর থেকেই অধের্ক রাস্তা জুড়ে ৩০টির বেশি ভান রিক্সার উপর চপ, ঘুগনি, রুটি-তড়কা, মোমোর দোকান চুটিয়ে ব্যবসা করছে। সুকান্ত মোড় থেকে রথবাড়ি পযর্ন্ত চার লেনের ৩৪ নম্বর জাতীয় সড়কের দুটি লেন বেদখল হয়ে গিয়েছে। মালদহ কলেজ অডিটোরিয়াম লাগোয়া একটি লেন দখল করে গড়ে উঠেছে মাক্সিটাক্সি স্টান্ড। বসছে সবজির বাজার। |