|
|
|
|
ছোট আঙারিয়া মামলায় দিল মহম্মদকে চার্জশিট |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দশ বছর আগের ছোট আঙারিয়া-কাণ্ডের এক অভিযুক্তের বিচার শুরু হতে চলেছে এ বার। দীর্ঘ দিন ‘ফেরার’ থাকা গড়বেতার সিপিএম কর্মী দিল মহম্মদ রাজ্যে পালাবদলের পরে গত ১৫ মে অস্ত্র আইনের একটি মামলায় ধরা পড়েন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে। সেই খবর পেয়ে সিবিআই ছোট আঙারিয়া মামলার সূত্রে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন করে। আবেদন মঞ্জুর হওয়ার পরে দিলকে নিজেদের হেফাজতে নিয়ে জেরাও করেন সিবিআই অফিসারেরা। অভিযুক্ত আপাতত জেলবন্দি। শুক্রবার মেদিনীপুরের সিজেএম মনোজ রাইয়ের এজলাসে দিলকে হাজির করানো হয়। চার্জশিট পেশ করা হয় সিবিআইয়ের পক্ষ থেকে।
যে চার্জশিটের ভিত্তিতে তপন ঘোষ, সুকুর আলিদের মতো সিপিএম নেতাদের জেল হেফাজতে রেখে শুনানি চলেছিল, সহ-অভিযুক্ত দিলের ক্ষেত্রে সেই পুরনো চার্জশিটের প্রতিলিপিই এ দিন দেওয়া হয় সিবিআইয়ের পক্ষ থেকে। ২৯ জুলাই ফের অভিযুক্তকে হাজির করানোর নির্দেশ দেন বিচারক। চার্জশিট পেশ হওয়ার ফলে এ বার দিল মহম্মদের বিচারও শুরু হতে চলেছে। সিবিআই সূত্রে জানানো হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটও দেওয়া হতে পারে। সাক্ষ্য-প্রমাণের অভাবে তপন-সুকুরের মতো অভিযুক্তেরা এর আগে খালাস পেয়ে গেলেও ‘পরিবর্তিত পরিস্থিতি’তে সাক্ষ্য-প্রমাণের সমস্যা হবে না বলে আশাবাদী কেন্দ্রীয় তদন্ত সংস্থা। মামলার প্রধান অভিযোগকারী বক্তার মণ্ডল-সহ কয়েক জন ইতিমধ্যে নতুন করে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিও দিয়েছেন।
এ দিনই আবার জ্ঞানেশ্বরী-কাণ্ডে জেলবন্দি ১৯ জনকে সিজেএমের এজলাসে হাজির করানো হয়। তাঁদের মক্কেলদের ‘রাজনৈতিক বন্দি’র মর্যাদা দেওয়ার জন্য সওয়াল করেন অভিযুক্তদের আইনজীবীরা। তীব্র বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী পার্থ তপস্বী। তাঁর মন্তব্য, “যা ঘটেছে তা সন্ত্রাসবাদী কাজের ধরনের সঙ্গেই মেলে। এ ক্ষেত্রে অভিযুক্তদের ‘রাজনৈতিক বন্দি’র মর্যাদা দেওয়া যায় না।” এ ব্যাপারেও আগামী ২৯ জুলাই নির্দেশ দেবেন বলে জানান বিচারক। |
|
|
|
|
|