|
|
|
|
অনির্বাণের ৭ উইকেটে ইতিহাস বিএনআরের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্লাবের ৮২ বছরের ইতিহাসে কোনও দিন যা সম্ভব হয়নি, শুক্রবার সেটাই করে দেখাল বিএনআর। চেন্নাইয়ে রুদ্ধশ্বাস ফাইনালে ইস্টবেঙ্গলকে নয় রানে হারিয়ে প্রথম বারের জন্য সিএবি লিগ জিতে ইতিহাস গড়ল তারা। জিতল, অনির্বাণ গুপ্ত নামের এক বাঁ-হাতি স্পিনারের ভেল্কিতে। অবিশ্বাস্য বোলিং বললেও কম বলা হয়। লিগ ফাইনালে একাই সাত উইকেট তুলে ফেললেন অনির্বাণ!
অথচ এ দিন লাঞ্চ পর্যন্ত ভাবা যায়নি, এই ম্যাচ ইস্টবেঙ্গল হারতে পারে। বিএনআরের ২৮২-৯ তাড়া করতে গিয়ে লাঞ্চে ইস্টবেঙ্গলের স্কোর ছিল ১২৮-১। কিন্তু অরিন্দম দাস (৬০) ফিরতেই ধস নামে ইস্টবেঙ্গলে এবং ভেল্কি দেখাতে শুরু করেন অনির্বাণ। ৩২ ওভার হাত ঘুরিয়ে সাত উইকেট। রান খরচ করেছেন মাত্র ৬৬। একমাত্র অরিন্দম এবং অমিতাভ চক্রবর্তী (৯১) ছাড়া ইস্টবেঙ্গলের কেউ দাঁড়াতে পারেননি ওই বিষাক্ত স্পিনের সামনে। ৮৩.২ ওভারে ইস্টবেঙ্গল শেষ হয়ে গেল ২৭৩ রানে। এএনঘোষ, জে সি মুখোপাধ্যায় ট্রফি ঘরে আসেনি। এ বার লিগও হাতছাড়া হল। হাতে শুধু নকআউট ফাইনাল।
এর আগে মাত্র দু’বার লিগ ফাইনালে উঠেছিল বিএনআর। কিন্তু ট্রফি জেতা যায়নি। এবং দলকে প্রথমবার লিগ দিয়ে অসম্ভব খুশি অনির্বাণ। চেন্নাই থেকে ফোনে বলছিলেন, “যে ক’টা ফাইনাল আজ পর্যন্ত খেলেছি, তার মধ্যে এটাই সেরা। সাত উইকেট আমি আগেও পেয়েছি, কিন্তু লিগ ফাইনালে সাত উইকেটের মূল্যই আলাদা।” সঙ্গে আরও যোগ করলেন, “একটা সময় ইস্টবেঙ্গল খুব ভাল খেলছিল। কিন্তু লাঞ্চের পর সব উল্টে গেল। ওই সময় থেকে টানা বল করেছি। উইকেটও এসেছি নিয়মিত।” |
|
|
|
|
|