টুকরো খবর

উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি ফুটবলারদের জন্য অভিনব খবর। ওই অঞ্চলের আটটি সেরা ক্লাবকে নিয়ে পরের বছর থেকে হবে উত্তর পূর্বাঞ্চল ফুটবল লিগ। মণিপুর, অসম, মিজোরাম, মেঘালয়, সিকিম, অরুণাচল, নাগাল্যান্ড, ত্রিপুরায় এখনও ফুটবলের জনপ্রিয়তা রয়েছে। সেই ব্যাপারটা ধরে রাখতে এত দিন এ আই এফ এফ কিছুই করেনি। এ বার তারা নতুন লিগ করার জন্য এগোল। শুক্রবার এ ব্যাপারে সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট অঙ্কুর দত্ত চুক্তি সই করলেন। মারাদোনা ও মেসির আর্জেন্তিনাকে আনছে এই সি এম জি গ্রুপ-ই। পরের বছর শুরুতে পি এল এস-ও করার পরিকল্পনা তাদের। সি এম জি এই নতুন লিগের মার্কেটিংয়ের দায়িত্বে থাকছে। সি এম জি কর্তা ভাস্বর গোস্বামী বলেন, নতুন লিগ হতে পারে পরের বছর পি এল এসের পরে। আই লিগে খেলছে বলে লাজংকে নেওয়া হবে না। এই জাতীয় টুর্নামেন্ট করতে ভাইচুং ভুটিয়া নিজেও আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত দায়িত্ব পেল সি এম জি। “ফেডারেশনের কার্যকরী কমিটিতে এই প্রকল্প আগেই সবুজ সঙ্কেত পেয়েছিল। উত্তর পূর্বাঞ্চলের ফুটবলের উন্নতিতে এই লিগ কাজ করবে। এখানে চ্যাম্পিয়নরা আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলতে পারবে,” বললেন অঙ্কুর দত্ত।

সেপ্টেম্বরে সম্বরণ বনাম মনোজ
কল্যাণীর অ্যাকাডেমির উদ্বোধন উপলক্ষ্যে এক অভিনব ম্যাচ আয়োজন করতে চলেছে সিএবি। আগামী ৪ সেপ্টেম্বর অ্যাকাডেমির উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর সন্দীপ পাটিল। এবং ওই দিনই একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন বাংলার দুই চ্যাম্পিয়ন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় (বর্তমানে নির্বাচক প্রধান) ও মনোজ তিওয়ারি। যা খবর, তাতে ওই দিন ’৯০-এর রঞ্জি জয়ী বাংলা দলের সঙ্গে চলতি বছরে জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট জয়ী বাংলা দলের একটি ম্যাচ আয়োজন করা হচ্ছে। অতীতের তারকাদের মধ্যে সম্বরণ ছাড়াও থাকার কথা অরুণলাল, অশোক মলহোত্র, দত্তাত্রেয় মুখোপাধ্যায়দের। ম্যাচে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। কারণ, এঁরা প্রত্যেকেই রঞ্জি জয়ী টিমের সদস্য ছিলেন। তেমনই আবার মনোজের টিমে থাকবেন ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, অশোক দিন্দারা। পাশাপাশি কল্যাণীর অ্যাকাডেমিকে বোর্ডের আওতায় নিয়ে আসতে চাইছে সিএবি। বোর্ডের সিইও রত্নাকর শেট্টির কাছে এ ব্যাপারে চিঠিও পাঠানো হয়েছে। অনুমোদন মিললে রঞ্জি সহ বোর্ড ম্যাচ কল্যাণীতে খেলানো যাবে। এমনকী এ বছরে বাংলার দু’একটা রঞ্জি ম্যাচও কল্যাণীতে নিয়ে যাওয়ার ভাবনা চলছে।

মেসি ম্যাচের টিকিট বুকিং ২৬ থেকে
কলকাতায় আর্জেন্তিনা ম্যাচের টিকিটের চাহিদা এখন থেকেই তুঙ্গে। মেসিকে দেখার মহার্ঘ টিকিট ২৬ জুলাই নাগাদ থেকে বুক করা যেতে পারে। এ রকমই দাবি সি এম জি কর্তা ভাস্বর গোস্বামীর। ভারতীয় ফুটবলে এই প্রথম। কলকাতায় সিনেমা দেখার জন্য যে ভাবে ওয়েবসাইটে টিকিট বুক করা যায়, সে ভাবে এই ম্যাচের টিকিট বুক করা যাবে। আসল টিকিট হাতে পাওয়া যাবে ১৫ অগস্ট নাগাদ। সে সময় টিকিট বিক্রি হবে শহরের বিভিন্ন জায়গায়। বুকিংয়ের কাগজ জমা দিলে আসল টিকিট পাওয়া যাবে। একটি ব্যাঙ্কের সঙ্গেও কথা চলছে। ইন্টারনেটের পাশাপাশি সেখানেও বুক করা যাবে টিকিট। কেউ ইন্টারনেটে বুকিংয়ের বাড়তি টাকা দিলে, বাড়িতে বসে টিকিট পেয়ে যাবেন। যা পরিস্থিতি, আগে যা ভাবা হয়েছিল, তার তুলনায় সবচেয়ে কম দামী টিকিটের দাম কমবে। বাকি দাম অপরিবর্তিত থাকছে। এই প্রথম যুবভারতীতে তৈরি হবে ইডেনের ধাঁচে বিশেষ বক্স।

জুড়ি গাড়ির শোভাযাত্রা শিল্ড জয় ঘিরে
১৯১১ আই এফ এ শিল্ড জয়ের শতবর্ষ উপলক্ষ্যে এ বার বিশেষ কিছুই করতে পারছেন না বর্তমান মোহনবাগান কর্তারা। শুধু প্রতিবারের মতো প্রদর্শনী ম্যাচ থাকছে। বাড়তি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তর কলকাতার একটি সংস্থার উদ্যোগে ফিরিয়ে আনা হচ্ছে শতবর্ষের আবহ। সে বার যে ভাবে ১১টি জুড়ি গাড়িতে শিবদাস ভাদুড়িদের নিয়ে যাওয়া হয়েছিল, ওই ভাবেই যাবে ১১ জুড়ি গাড়ি। ইস্টবেঙ্গল মাঠ থেকে উত্তর কলকাতায় মোহনবাগানের জন্মভিটে বসু বাড়ি পর্যন্ত। বাজবে পুরনো বাজনা, রণপায় থাকবে জেলেপাড়ার সং। টিপু সুলতান মসজিদের সামনে সংবর্ধনা দেওয়া হবে একশো বছর আগের মতোই। ১৯১১ শিল্ড শতবর্ষ কমিটি গড়েছেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, মেয়র ইন কাউন্সিল অতীন ঘোষ। তাঁদের উদ্যোগেই অনুষ্ঠান হচ্ছে।

শ্রীলঙ্কার কোচ রত্নায়েকে
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রাক্তন পেসার রুমেশ রত্নায়েকে কোচ করল শ্রীলঙ্কা। অস্ট্রেলীয় স্টুয়ার্ট ল-এর কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ২৩টি টেস্ট এবং ৭০টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন রত্নায়েকে। টেস্টে তাঁর ৭৩টি এবং একদিনের ম্যাচে ৭৬টি উইকেট রয়েছে। তবে শ্রীলঙ্কা বোর্ডের প্রধান উপালি ধর্মদাসা জানিয়েছেন, শুধুমাত্র অস্ট্রেলিয়া সিরিজের জন্যই সাতচল্লিশ বছরের প্রাক্তন পেসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনটি টেস্ট এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা আসার কথা অস্ট্রেলিয়ার। সিরিজ শুরু হবে ৬ অগস্ট। স্পনসরের অভাবে ওই সিরিজে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন ধর্মদাসা।

ভেস্তে গেল হকি-বৈঠক
হকি ইন্ডিয়া (এইচআই) এবং ইন্ডিয়ান হকি ফেডারেশনকে (আইএইচএফ) মিলিয়ে দেওয়ার চেষ্টা আপাতত ভেস্তে গেল। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে ভারতীয় হকির দুই পক্ষকে আলোচনরা টেবিলে বসানো গিয়েছিল। গতকাল এবং আজ কথাবার্তা যথেষ্ট ইতিবাচক ভাবে এগোচ্ছিলও। কিন্তু আই এইচএফ শেষ মুহূর্তে নতুন কিছু দাবি তুলে ধরলে আলোচনার গোটা প্রক্রিয়া ভেস্তে যায়।
Previous Story Khela First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.