অতীত ভুলেও সেই শর্ট বলেই ভরসা স্ট্রসের
চিরাচরিত দুর্বলতা হিসেবে খ্যাত শর্ট পিচ বল দিয়ে আসন্ন সিরিজে ভারতকে বধ করা যাবে বলে আদৌ মনে করছেন না অ্যান্ড্রু স্ট্রস। বরং দাবি করছেন, পেসার দিয়ে উপমহাদশের দলগুলিকে সমস্যায় ফেলার প্রচলিত নীতি এখন অনেকটাই বদলে গিয়েছে। কারণ উপমহাদেশের ক্রিকেটাররা এখন নিয়মিত সফরের সুবাদে ইংল্যান্ডের উইকেট ও আবহাওয়ার সঙ্গে অনেক বেশি পরিচিত। যেমন উপমহাধেসে এসে বিদেশিরা স্পিন খেলতে পারে না, নীতিও এখন বিলুপ্ত। অগত্যা চর্বিত চর্বণের মতো বারবার ট্রেমলেটের নাম বলে চলেছেন স্ট্রস। গত তিন দিনে এই নিয়ে দু’বার বোলিং আক্রমণের অন্যতম মিসাইল হিসেবে বললেন দীর্ঘদেহী ক্রিস ট্রেমলেটের নাম।
স্ট্রস স্পষ্ট বলেছেন, “শর্ট পিচের বিরুদ্ধে ওদের কোনও নাটকীয় দুর্বলতা আমি আশা করছি না। ইদানীং দু’দেশের মধ্যে সফর বেশি হওয়ায় পেসারদের ওরা এখন অনেক ভাল খেলে। ভারতের শেষ ইংল্যান্ড সফরে ট্রেমলেট ওদের বিরুদ্ধে যথেষ্ট ভাল পারফর্ম করেছিল।” স্ট্রস যা-ই বলুন না কেন, ’৮৬-র সফরে ইংল্যান্ড থেকে ২-০ সিরিজ জিতে ফেরা বারত অধিনায়ক কপিল দেব আবার এ দিন লখনউয়ে বলেছেন, “ধোনিরা ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছে। ইংল্যান্ডেও না পারার কোনও কারণ দেখছি না।” সঙ্গে তাঁর টোটকা, “আত্মতুষ্ট হয়ে পড়লে চলবে না। লাগামটা কষে ধরে রাখতে হবে। আর ক্রিকেটের সমস্ত বিভাগে মনঃসংযোগ করতে হবে।”
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.