জাহিরের বিরুদ্ধে প্রস্তুতি রাউন্ডে জয় স্ট্রসের
তিথিশিল্পী হিসেবে মহড়ায় এসেই বাজিমাত! লর্ডসে আগামী ২১ জুলাই থেকে অনুষ্ঠেয় টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতির কাজটা যতটা ভাল ভাবে করা সম্ভব, সে ভাবেই করে রাখলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। ভারতের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে ৭২। চা বিরতিতে সমারসেট ছিল, ২৪১-১, তারপর আর খেলা হয়নি। মালয়েশীয় ওপেনার অরুল সুপ্পিয়া ৯৪ ও নিক কম্পটন ৫৮ রানে ক্রিজে। প্রথম দিন ৬০ ওভার বল করে ভারতের সংগ্রহ একটি উইকেট।
ইদানীং জাহির বনাম স্ট্রসের মুখোমুখি লড়াইয়ে বারবার জিতে এসেছেন জাহির। ২০০৭-এর ইংল্যান্ড সফরেই জাহির তাঁকে আউট করেন চারবার। সমারসেটের ক্রিকেটার না হয়েও এই ম্যাচ খেলতে রাজি হন স্ট্রস। টেস্টের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড অধিনায়ক এই ম্যাচকে বেছে নেওয়ায় উৎসাহ ছিলই। কারণ শ্রীলঙ্কা বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজে বাঁ হাতি পেসারদের সামনে বারবার সমস্যায় পড়া স্ট্রস করেন মাত্র ২৭ রান। স্ট্রসের ক্রিকেটজীবন গড়ে তোলার পিছনে বড় ভূমিকা থাকা ডানকান ফ্লেচার এখন ভারতের কোচ। ম্যাচের আগে প্রাক্তন ছাত্র সম্পর্কে বলেছিলেন, “স্ট্রসি যে ম্যাচটা খেলতে আসছে, তার জন্যই ওকে সম্মান করতে হবে। তবে টেস্টে ও কী করবে, তা দিয়ে চূড়ান্ত বিচার হবে।”
টনটনে মারমুখী স্ট্রস-এপি
কিন্তু মোদ্দা কথা হল, টেস্টের আগে প্রস্তুতি রাউন্ডে জাহির বনাম স্ট্রস লড়াইয়ে অ্যাডভান্টেজ স্ট্রস। ভারতের এক নম্বর পেসারকে খেললেন যথেষ্ট স্বচ্ছন্দে। উইকেটে ছিলেন ১১২ মিনিট, একদিনের ম্যাচের ঢঙে ৯৮ বলে ৭৮ রানের ইনিংস সাজানো ১৬টি বাউন্ডারি দিয়ে। দু’বার অবশ্য আউট হতে পারতেন। ২০ রানে জাহিরের বলেই জোরালো এল বি ডব্লিউয়ের আবেদন থেকে বেঁচে যান স্ট্রস, অন্যবার ৬৪ রানের মাথায় অমিত মিশ্রের বলে তাঁর ক্যাচ ফেলে দেন উইকেটকিপার ঋ দ্ধিমান সাহা। আজ ভাগ্য অবশ্য বাংলার উইকেটকিপারের দিকে ছিল। সচিন, দ্রাবিড় খেললেও ধোনি এই ম্যাচে খেলছেন না বলে সফরের প্রথম ম্যাচেই কিপিং গ্লাভস পান ঋদ্ধি। নেই লক্ষ্মণ, হরভজন, ইশান্ত বা প্রবীণ কুমারও। জাহিরের সঙ্গে পেসার হিসেবে খেলছেন শ্রীসন্থ ও মুনাফ। লাঞ্চের আগে শ্রীসন্থকে একেবারেই ছন্নছাড়া লেগেছে। ওভার প্রতি একটা বাউন্সার দিতে চাওয়া মুনাফ পটেলকেও দেখে মনে হয়নি বোলিংয়ে কোনও ভেদশক্তি আছে। প্রথম উইকেটের জুড়িতে ওঠে ১০১ রান, মাত্র ২৭.৩ ওভারে। লাঞ্চের আগে শেষ ওভারে ভারতের একমাত্র সাফল্য স্ট্রসের উইকেট। অমিত মিশ্রের বলে উইকেটের পিছনে ঋদ্ধিমানের হাতেই ধরা পড়েন তিনি।

সংক্ষিপ্ত স্কোর: সমারসেট প্রথম ইনিংস: ২৪১-১ (অ্যান্ড্রু স্ট্রস ৭২, অমিত মিশ্র ১-৬৯)।
Previous Story Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.