ধর্মতলা থেকে উদয়নারায়ণপুর পর্যন্ত সিটিসি বাস চালানোর দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা। এক সময়ে সিটিসি এই রুটে নিয়মিত বাস চালাতো। কয়েকমাস ধরে বাস চলাচল বন্ধ। ফলে উদয়নারায়ণপুর ব্লকের হাজার হাজার মানুষ সমস্যায় পড়ছেন।
উদয়নারায়ণপুর থেকে ধর্মতলার দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার। এখান থেকে কলকাতায় প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকা থেকে হাওড়া পর্যন্ত কয়েকটি রুটে বেসরকারি বাস পরিষেবা চালু রয়েছে। কিন্তু সরাসরি ধর্মতলা পর্যন্ত যাতায়াতের কোনও বাসরুট নেই। ফলে বেসরকারি ওই সব বাসে করে হাওড়া হয়ে কলকাতায় যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের। দু’বার বাস পাল্টে যাতায়াতের জন্য সময় বেশি লাগে। বাড়তি খরচও করতে হয়।
উদয়নারায়ণপুর-লাগোয়া জেলা হুগলি। এই জেলার খানাকুল এবং পুড়শুড়ার বহু মানুষও উদয়নারায়ণপুর হয়ে কলকাতায় যাতায়াত করেন। এই সব এলাকার নিত্যযাত্রীদের দাবি, ধর্মতলা থেকে কলকাতা পর্যন্ত সিটিসি বাস ফের চালু করতে হবে। একই সঙ্গে, উদয়নারায়ণপুর থেকে ধর্মতলা পর্যন্ত কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (সিএসটিসি) এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)-কে দিয়ে বাস চালাতে হবে।
বন্ধ হয়ে যাওয়া রুটে ফের কবে বাস চালানো হবে সে বিষয়ে অবশ্য কোনও আশ্বাস দিতে পারলেন না সিটিসি কর্তৃপক্ষ। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রদীপকুমার চট্টোপাধ্যায় বলেন, “কতগুলি কারণে ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তা ছাড়া, নতুন সভাপতি এলেও সিটিসির পরিচালন সমিতি এখনও গঠন হয়নি। নতুন পরিচালন সমিতি গঠিত হলে তার বৈঠকে ওই রুটে ফের বাস চালানোর প্রস্তাবটি আমরা পেশ করব। সমিতিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”
উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা বলেন, “সিটিসি বাস রুটটি ফের চালু করা এবং ধর্মতলা পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বাস চালানোর ব্যাপারে উদ্যোগী হতে অনুরোধ জানিয়ে আমি পরিবহণ মন্ত্রীকে চিঠি লিখেছি। প্রয়োজনে তাঁর সঙ্গে সরাসরি আলোচনায় বসব।” |