টুকরো খবর

অভ্যন্তরীণ বিবাদেই খুন মিল অফিসার
বেশ কিছু শ্রমিককে কর্তৃপক্ষ বসিয়ে দেওয়া নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরেই খুন হয়েছেন চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলের লেবার অফিসার। ঘটনার একদিন পরে তদন্তকারী অফিসারদের এটাই অভিমত। বৃহস্পতিবার বিকেলে মিলে ঢোকার মুখে খুন হন ফিরোজ আখতার নামের ওই অফিসার। শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। জেলা পুলিশ সূত্রের খবর, সম্প্রতি ওই জুটমিল কর্তৃপক্ষ সেখানকার ৮৭ জন শ্রমিককে বসিয়ে দেন। সেই নিয়ে মিলে শ্রমিক অসন্তোষ ছিল। বৃহস্পতিবার দুপুরে ফিরোজবাবুকে শাসিয়েও যান কয়েকজন। এর পরেই ওই দিন বিকেলে খুনের ঘটনা ঘটে। নিহত ওই অফিসার সম্প্রতি অবসর নিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষের অনুরোধে কাজ চালিয়ে যাওয়াতেই শেষ পর্যন্ত প্রাণের খেসারত দিতে হল তাঁকে। বৃহস্পতিবার মিল চত্ত্বরের সাধারণ লোকজন মুখে কুলুপ এঁটেছিলেন। এমনকী কোনও ঘটনার প্রত্যক্ষদর্শী নেই বলেও পুলিশকে জানিয়েছিলেন স্থানীয়েরা। কিন্তু শুক্রবার জেলা পুলিশের এক কর্তা বলেন, “প্রত্যক্ষদর্শী অনেকেই আছেন। খুনের ঘটনায় জড়িত দু’জনের নামও আমরা জেনেছি। প্রাথমিক ভাবে আতঙ্কের জন্যই স্থানীয় লোকজন কিছু জানাতে চাননি।” তদন্ত দ্রুত এগোচ্ছে বলে ওই পুলিশকর্তার দাবি। ওই লেবার অফিসার খুনের ঘটনায় হুগলি ছাড়াও অন্য কয়েকটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তবে গ্রেফতার করা যায়নি কাউকেই। পুলিশের সন্দেহ, মূল আততায়ীরা রাজ্যের বাইরে চলে গিয়ে থাকতে পারে। আপাতত কয়েকটি দলে ভাগ হয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ওই অফিসারের মৃত্যুতে মিল চত্ত্বরে আইন-শৃঙ্খলা এবং অফিসারদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। কয়েক বছর আগে রিষড়ার হেস্টিংস জুটমিলে শ্রমিকদের রোষের মুখে পড়ে সুব্রত চক্রবর্তী নামে এক লেবার অফিসারকে খুন হতে হয়।

বৈদ্যবাটির ঘাটে মহিলা প্রসাধনী ঘর
নিজস্ব চিত্র।
বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাটে মহিলাদের জন্য প্রসাধনী ঘরের উদ্বোধন হল। গত ৯ জুলাই এর উদ্বোধন করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর তারকেশ্বরের শ্রাবণী মেলায় যাওয়ার পথে ১৫-১৬ লক্ষ মানুষ পাঁচ শতাধিক বছরের পুরনো এই ঘাটে স্নান করেন। তাঁদের মধ্যে প্রচুর মহিলাও থাকেন। শ্রাবণ ছাড়াও চৈত্র, বৈশাখ মাসেও তারকেশ্বরে যাওয়ার পথে অসংখ্য মহিলা এই ঘাটে স্নান করেন। এত দিন প্রসাধনী ঘর এবং শৌচাগার না থাকায় মহিলারা সমস্যায় পড়তেন। এ বার সেই সমস্যার সমাধান হল। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বৈদ্যবাটির পুরপ্রধান অজয়প্রতাপ সিংহ, বিধায়ক মুজফ্ফর খান, অসিত মজুমদার প্রমুখ। পুরপ্রধান জানান, সাংসদ কোটার ৯ লক্ষ টাকায় দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়েছে।

জুটমিলে মৃত্যু শ্রমিকের
জুটমিলে কর্মরত অবস্থায় মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির চাঁপদানির নর্থব্রুক জুটমিলে। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম রামলক্ষ্মণ রায় (৩৫)। পুলিশ ও মিল সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ১০টা নাগাদ রামলক্ষ্মণবাবু মেশিনে আগুনের ফুলকি দেখতে পান। তাঁর গলায় গামছা ঝনানো ছিল। আগুন নেভাতে গেলে হঠাৎই তাঁর গামছা মেশিনে জড়িয়ে যায়। নিমেষে গামছা-সহ তাঁর শরীর মেশিনে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

উচ্ছেদ সফল
হাইকোর্টের নির্দেশে বালিতে জি টি রোডের ধারে অস্থায়ী দোকানপাট তুলে দিল হাওড়া জেলা প্রশাসন। শুক্রবার, বালি থানার শ্রমজীবী হাসপাতালের সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যায়। জেলা প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওখানে ভাতের হোটেল, চায়ের দোকান-সহ বহু গুমটি দোকান ছিল। ফলে প্রায়ই যানজট হত বলে অভিযোগ। পুলিশ জানায়, ৩ দিন আগে বালি থানা দোকানদারদের আদালতের নির্দেশ জানায়। কিন্তু অধিকাংশ দোকানই না সরায় সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়।

টেলি পরিষেবায় সমস্যা খানাকুলে
দুই স্থায়ী ও অস্থায়ী কর্মীর মারপিটের জেরে গত পাঁচ দিন ধরে তালা বন্ধ খানাকুলের বালিপুর টেলিফোন এক্সচেঞ্জ। পরিষেবায় সমস্যা হওয়ায় ক্ষোভ জমছে গ্রাহকদের মধ্যে। তারকেশ্বরের চাঁপাডাঙার অধীন বালিপুর এক্সচেঞ্জটি সচল করার ব্যাপারে সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্যোগের অভাব আছে বলেও মনে করছেন তাঁরা। যদিও সংশ্লিষ্ট এসডিই দিলীপকুমার দাস বলেন, “দু’পক্ষকে নিয়ে খুব শীঘ্রই বসা হবে। আপাতত অন্য কর্মী পাঠিয়ে এক্সচেঞ্জটি খোলার কথা ভাবা হয়েছে।”

মোবাইল ‘চোর’ ধৃত
বৃহস্পতিবার রাতে মোবাইল চোর সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। শুক্রবার ধৃতদের নিয়ে পুলিশ উলুবেড়িয়ারই কিছু এলাকায় হানা দিয়ে ৫টি মোবাইল ফোনের সেট উদ্ধার করে। আরও কয়েকটি জায়গায় হানা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
মিনি পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে খানাকুলের ষাটপুরে। পুলিশ জানায়, মৃতের নাম শেখ কুরবান আলি (৪৮)। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

মিলল মাসকেট
লাঙল চালাতে গিয়ে মিলল মাসকেট। শুক্রবার ঘটনাটি ঘটে গোঘাটের রতনপুরের দাসপাড়ায়। সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার গোঘাটের আমোদপুরে মাছ ধরার জালে পুকুর থেকে উঠেছিল একটি ওয়ানশটার। সেটিও পুলিশের হাতে দেয় জনতা।
Previous Story South Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.