|
|
|
|
|
|
|
মনোরঞ্জন... |
|
শ্রেষ্ঠরা সবাই সানন্দা টিভিতে |
২৫ জুলাই শুরু। আনন্দবাজারের নতুন বিনোদন চ্যানেল। লিখছেন ইন্দ্রনীল রায় |
ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন ২৫ জুলাই দিনটি। মোবাইল ফোনের রিমাইন্ডারে সেট করেও রাখতে পারেন। ওই তারিখটার কথা মনে রেখে পিছিয়ে দিতে পারেন যাবতীয় মিটিং আর অ্যাপয়েন্টমেন্টও।
বিলেতে লর্ডসের মাঠে তখন ভারতের প্রথম টেস্টের শেষ দিনের খেলা চলবে। আর বাংলায় উত্তেজনার পারদ চড়বে। ক্রিকেটের পাশাপাশি এক নতুন ধরনের বিনোদনের শুরু হবে সে দিনই। বাঙালির জীবনে।
আগামী ২৫ জুলাই আনন্দবাজার সংস্থার উদ্যোগে বিনোদনের নতুন চ্যানেল ‘সানন্দা টিভি’র উদ্বোধনের মাধ্যমে অবিস্মরণীয় বদল ঘটতে চলেছে বাংলা টেলিভিশন দুনিয়ায়।
এই নতুন চ্যানেলে বাংলার সেরা তারকা থেকে শুরু করে প্রথম সারির প্রযোজক সংস্থা থেকে বাণিজ্যিক সিনেমার সেরা পরিচালক সকলের সমবেত ভাবনায় তৈরি হতে চলছে বিনোদনের নতুন সংজ্ঞা। যেমনটা আগে কখনও হয়নি।
ভরপুর বিনোদনই হোক বা মননশীল অনুষ্ঠান, যাই চান না কেন, পেয়ে যাবেন চোখের সামনে একই চ্যানেলে। |
|
স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে, সানন্দা টিভি চ্যানেলের অনুষ্ঠানগুলি ঠিক কী রকম? যেমন ধরা যাক, এই চ্যানেলে থাকছে এমনই এক নতুন নকশার রিয়্যালিটি শো, যার ভাবনা সুপারস্টার প্রসেনজিৎকেও অনুপ্রাণিত করেছে। এবং তিনিই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন।
“সানন্দা টিভির কাজের অংশীদার হতে পেরে গর্বিত বোধ করছি। ২৬ পর্বের এই রিয়্যালিটি শো-এর ভাবনাচিন্তা এতটাই নতুন ধরনের যে, আমার হ্যাঁ বলা ছাড়া উপায় ছিল না। অনুষ্ঠানের নাম ‘বেঁচে থাকার গান’,” বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শুধু প্রসেনজিৎ নন, সানন্দা টিভিতে থাকবে বাংলার বৃহত্তম প্রযোজক সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের তৈরি মেগা ধারাবাহিক। ‘মিসেস সিংহ রায়’ নামে এই ধারাবাহিকের কাহিনির আবেদনেও নতুনত্বের ছোঁয়া।
এবং এ সবেরও চেয়ে বড় বিস্ময় ‘চ্যালেঞ্জ’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘লে ছক্কা’, ‘শত্রু’র মতো ছবির পরিচালক রাজ চক্রবর্তীও শেষ পর্যন্ত সানন্দা টিভির জন্য লেগে পড়েছেন পরিচালনায়। আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকের নাম ‘প্রলয় আসছে’।
“অনেক বছর বাদে আবার টিভির জন্য কাজ করছি। এই মুহূর্তে ‘প্রলয় আসছে’র শু্যটিং করছি। সিনেমার শু্যটিংয়ের জন্য ব্যবহৃত রেড ক্যামেরা দিয়ে কাজ করছি। তাতে ছোট পর্দার সিরিয়ালে আসবে সিনেমার মেজাজ। আমার ধারণা এই ভাবে ছবি তুললে বাংলা টেলিভিশন জগতে একটা নতুন ধারার সূচনা হবে। নতুন ধরনের গল্প নিয়ে, নতুন স্টাইলে সানন্দা টিভির জন্য কাজ করতে পেরে আমি তো প্রচণ্ড খুশি,” বলছেন রাজ চক্রবর্তী।
মোট কথা, বড় বড় তারকাদের সমাবেশ ঘটিয়ে, নতুন ভাবনা যোগ করে সানন্দা টিভি বাংলার বসার ঘরে নিয়ে আসছে বর্ণময় বিনোদন।
ভেঙ্কটেশ ফিল্মসের অন্যতম কর্তা মহেন্দ্র সোনি বললেন, “সানন্দা টিভি বাংলা টিভি চ্যানেলের বাজারে নিয়ে আসছে পুরোপুরি নতুন চিন্তাভাবনার অনুষ্ঠান, যেমনটা আগে কখনও দেখা যায়নি। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। আশা করি, যুগ্ম উদ্যোগে আমরা নতুন থেকে নতুনতর অনুষ্ঠান তৈরি করে বাঙালি টিভি দর্শককে আনন্দ দিতে পারব।”
ভেঙ্কটেশ ফিল্মস আপাতত নতুন শিল্পীদের নিয়ে ‘মিসেস সিংহ রায়’ নামে একটি মাত্র সিরিয়াল নিয়ে কাজ শুরু করলেও খুব তাড়াতাড়িই তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরাণী’ অবলম্বনে ধারাবাহিক তৈরির কাজ শুরু করবেন।
সানন্দা টিভির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে, সারা শহর জুড়ে দর্শক মহলে কৌতূহল বাড়ছে। “সানন্দা টিভির অনুষ্ঠান উস্কে দেবে দর্শকের আশা- আকাঙ্ক্ষা। যেহেতু আনন্দবাজার সংস্থার নাম জড়িয়ে থাকছে সানন্দা টিভির সঙ্গে তাই এই সময়ের নানা গুরুত্বপূর্ণ সামাজিক প্রসঙ্গ হাল্কা ভাবে থাকার পাশাপাশি থাকবে জমজমাট বিনোদনেরও আয়োজন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের জীবনের নানা সঙ্কটের ওপর আলোকপাত করা হবে,” জানালেন সানন্দা টিভির সিইও।
আর মাত্র কয়েকটা দিন বাকি। কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ওই যে আগেই বললাম, ২৫ জুলাই বিকেলটা কোনও কাজ রাখবেন না। ফাঁকা থাকবেন। টিভির সামনে বসতে হবে তো। |
|
|
|
|
|