পরিকল্পনা নতুন ব্যবসা শুরুরও
২,৩৮১ কোটি ঢেলে চাঙ্গা হতে চায় আইটিআই
পুনরুজ্জীবনের পথে হেঁটে ফের উৎপাদন শুরু করতে চায় রাষ্ট্রায়ত্ত সংস্থা আইটিআই। তাই ২,৩৮১ কোটি টাকারও বেশি লগ্নির পরিকল্পনা করেছে টেলিকম যন্ত্রাংশ নির্মাতা এই সংস্থা। প্রকৃতপক্ষে টেলিকম শিল্পের বাড়তে থাকা বাজারের সুযোগ নিয়ে ব্যবসা চাঙ্গা করতে নিজেদের পাঁচটি কারখানাই পুরোদমে চালু করে দিতে উদ্যোগী হয়েছে তারা। সেই সঙ্গে পা রাখতে চাইছে ব্যবসার নতুন ক্ষেত্রেও।
প্রসঙ্গত, গত ২০১০-’১১ অর্থবর্ষে সংস্থা লোকসান গুনেছে ৩৮১.৮৭ কোটি টাকা। যদিও তা তার আগের বছরের ৪৫৮.৭৬ কোটি থেকে একটু কম। কিন্তু এ বার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আইটিআই-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এল ধিংড়া জানান, পুনরুজ্জীবন প্রকল্পের খসড়া (ড্রাফট রিহ্যাবিলিটেশন স্কিম) রূপায়ণের দায়িত্বপ্রাপ্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই আইটিআই-কে চাঙ্গা করতে ২,৩৮১ কোটি জোগানোর প্রস্তাব দিয়েছে। আপাতত প্রস্তাবটি শিল্প ও আর্থিক পুনর্গঠন পর্ষদ (বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন বা বিআইএফআর)-এর অনুমোদনের অপেক্ষায়। তবে বিআইএফআর আবার এই অর্থের জোগানে সবুজ সঙ্কেত দেওয়ার আগে কেন্দ্রীয় টেলিকম দফতরের মতামত নিতে চায়। যার জন্য তিন মাস সময়ও দেওয়া হয়েছে ওই দফতরকে। এই পরিপ্রেক্ষিতে ধিংড়া বলেন, “পুনরুজ্জীবন প্রক্রিয়া দ্রুত মেটানোর আশ্বাস দিয়েছে বিআইএফআর। দুই-আড়াই মাসের মধ্যেই টেলিকম দফতরের তরফে ইতিবাচক সাড়া আশা করছি।”
ভারতের টেলিকম সংস্থাগুলি যাতে দেশে তৈরি যন্ত্রাংশই বেশি ব্যবহার করে, সম্প্রতি সে বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই উদ্যোগকে পুঁজি করেই এ বার নিজেদের লাভজনক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে আইটিআই। ধিংড়া জানান, তহবিল মঞ্জুর হলে প্রথমেই সংস্থার কারাখানাগুলিকে চাঙ্গা করা হবে, যাতে সংস্থা আগামী দিনে ভাল ব্যবসা করতে পারে। প্রসঙ্গত, আইটিআই-এর পাঁচটি কারখানার মধ্যে একটি কর্নাটকের বেঙ্গালুরুতে, তিনটি উত্তরপ্রদেশের মানকাপুর, নইনি ও রায়বরেলিতে এবং অন্যটি কেরলের পালাক্কাদে অবস্থিত। উৎপাদন ব্যবস্থা আরও উন্নত করতে সি-ডট (সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স)-এর সঙ্গে চুক্তিও করেছে তারা।
অন্য দিকে, পরিকল্পনার অঙ্গ হিসেবে ব্যবসার নতুন ক্ষেত্রেও নিজেদের ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে আইটিআই। সে জন্য ইতিমধ্যে করেছে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও। যেমন, ইলাহাবাদের নইনি কারখানায় সৌর প্যানেল তৈরি করতে শুরু করেছে তারা। পরিকল্পনা রয়েছে দু’মাসের মধ্যে লাইট এমিটিং ডায়ডস (এলইডি) তৈরিরও, জানান ধিংড়া।
Previous Story Business Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.