মাত্র ৩০ লক্ষ টাকা থেকে বেড়ে ৪.৪৬ লক্ষ কোটিতে পৌঁছেছে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ। এখানেই শেষ নয়। দীর্ঘ দেড়শো বছরের যাত্রাপথে সাফল্যের অজস্র মাইলফলক পেরিয়েছে আয়কর দফতর। শুক্রবার দফতরের ১৫০ বছর পূর্তির বর্ষব্যাপী অনুষ্ঠানের সমাপ্তিতে তারই স্মৃতিচারণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। পরিসংখ্যান আর গল্পগাছার বুনোটে তুলে আনলেন তার গৌরবময় ইতিহাসের বিভিন্ন অধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল।
|
কলকাতায় চালু হচ্ছে অর্থোডক্স চায়ের বৈদ্যুতিন নিলাম |
সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৮ জুলাই থেকে ১০০% অর্থোডক্স চায়েরই বৈদ্যুতিন নিলাম ব্যবস্থা চালু হবে কলকাতায়। খবর টি বোর্ড এবং ক্যালকাটা টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (সিটিটিএ) সূত্রের। নিলামে আরও দক্ষতা ও স্বচ্ছতা আনতেই লেনদেন পদ্ধতির বদলে বৈদ্যুতিন ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছিল টি বোর্ড। কিন্তু গত ২৬ এপ্রিল অর্থোডক্সের ক্ষেত্রে তা চালুর কথা থাকলেও ‘অসম্পূর্ণ’ পরিকাঠামো ও একাংশের আপত্তিতে তা স্থগিত হয়। সি টি টি এ-এর সচিব কল্যাণ সুন্দরম বলেন, “টি বোর্ডের নির্দেশ মেনেই এ বার এই ব্যবস্থা চালু হচ্ছে। ‘সেল-২৯’ থেকেই বৈদ্যুতিন ব্যবস্থার মাধ্যমে নিলাম হবে।” ব্যবস্থাটির দায়িত্বপ্রাপ্ত টি বোর্ডের কর্তা এইচ এন দ্বিবেদী বলেন, “সিটিটিএ-এর সহযোগিতাতেই ব্যবস্থাটি চালু হচ্ছে।”
|
পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কারণে রদ বেঙ্গালুরু সফর |
লগ্নি টানতে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেঙ্গালুরু সফরে বাদ সাধল অসুস্থতা। ইনফোসিস, এগিস, উইপ্রো-সহ বেশ কিছু সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। এ রাজ্যে ইনফোসিস-এর প্রস্তাবিত প্রকল্পে নতুন সরকারের সহযোগিতার বার্তা দিতে শনিবার নারায়ণমূর্তির সঙ্গে বৈঠকের সময়ও স্থির ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা আপাতত বাতিল হয়েছে বলে শিল্প দফতর সূত্রে খবর। এ ছাড়াও আজ মহাকরণে স্যাম পিত্রোদার সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও থাকতে হবে পার্থবাবুকে। সফটওয়্যার ও হার্ডওয়্যার, দু’টি কমিটির নেতৃত্বেই আছেন পিত্রোদা। সংশ্লিষ্ট সূত্রের খবর তথ্যপ্রযুক্তি ছাড়াও যান চলাচল-সহ শহরের উন্নয়ন প্রকল্পেও পিত্রোদার পরামর্শ চায় নতুন রাজ্য সরকার।
|
সহারার বিরুদ্ধে নির্দেশ নামঞ্জুর |
সহারা গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজার নিয়ন্ত্রক ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’-র (সেবি) নির্দেশ মঞ্জুর করল না সুপ্রিম কোর্ট।
সহারা গোষ্ঠী তাদের অধীনে থাকা দু’টি সংস্থার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে যে অর্থ সংগ্রহ করেছে, ১৫% সুদ-সহ তা অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সেবি। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়া সত্ত্বেও সেবি যে ভাবে সংবাদমাধ্যমে ওই নির্দেশ প্রকাশ করে দেয়, তাতে যথেষ্ট ক্ষুব্ধ ছিল সহারা গোষ্ঠী। আজ সুপ্রিম কোর্ট সেবি-র এই নির্দেশকে মঞ্জুরি তো দেয়নি, উপরন্তু মামলাটি পাঠানোর নির্দেশ দিয়েছে ‘সিকিউরিটিজ অ্যাপেলেট ট্রাইব্যুনাল’-এর (স্যাট) কাছে। পাশাপাশি সহারার দীর্ঘদিনের দাবি মেনে কর্পোরেট বিষয়ক মন্ত্রককেও সামিল করার নির্দেশ দিয়েছে।
|
বাড়ল বিমান জ্বালানির দাম
|
ফের বাড়ল বিমান জ্বালানির দাম। প্রতি কিলোলিটারে তা ৭৮ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। দিল্লিতে নতুন দাম ৫৬,৩২৪.৭৯ টাকা। মধ্যরাত্রি থেকেই নতুন দাম কার্যকর হবে। |