প্রশাসনিক সিদ্ধান্ত হওয়ার আগেই দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সিপিএম শাসিত জেমুয়া পঞ্চায়েত থেকে জমির পাট্টা বিলির আবেদন পত্র দেওয়া হয়। কিন্তু তৃণমূলের বিক্ষোভের জেরে পঞ্চায়েতের উপপ্রধান জানালেন, ভুল হয়েছে। মহকুমাশাসক জানান, এই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে নেওয়া হয়নি। এক সপ্তাহ আগে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণে পঞ্চায়েতে অনিয়মের অভিযোগ তোলা হয়। পঞ্চায়েত প্রধান বেবি রুইদাস ও উপপ্রধান শেখ আবদুল মান্নানকে ঘিরে বিক্ষোভ চলে। প্রধান ও উপপ্রধান জানিয়েছিলেন সাত দিন পরে এলে তাঁরা হিসাব দেখাতে পারবেন। সেইমতো শুক্রবার তৃণমূলের কর্মী সমর্থকেরা পঞ্চায়েতে গিয়েছিলেন। স্থানীয় তৃণমূল নেতা বাণী ঘোষ বলেন, “গিয়ে দেখি, পাট্টা বিলির ফর্ম দেওয়া হচ্ছে। অথচ আজ আমরা যাব তা প্রধান ও উপপ্রধান আগে থেকেই জানতেন।” তিনি জানান, পঞ্চায়েত থেকে যে পাট্টা বিলির ফর্ম দেওয়া হচ্ছিল তা দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁরা যোগাযোগ করেন বিডিও’র দফতরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। দিনভর বিক্ষোভের শেষে বিকেলের দিকে উপপ্রধান শেখ আবদুল মান্নান মুচলেকা লিখে জানান, পাট্টা দেওয়ার জন্য আবেদন পত্র বিলির পদ্ধতিতে ভুল রয়েছে। মহকুমাশাসক মৌমিতা বসু জানিয়েছেন, ওই এলাকার পাট্টা বিলি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে হয়নি। অবিলম্বে বিডিও দফতরের মাধ্যমে পুরো বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
|
সিটু প্রভাবিত ঠিকা শ্রমিক সংগঠনের নেতা নিমাই ঘোষকে শুক্রবার বিকালে এক দল দুষ্কৃতী মারধর করে বলে অভিযোগ। এ দিন দুর্গাপুর ইস্পাতের কারখানার সামনে রাস্তার ধারের অফিসে তিনি কাজ করছিলেন। সেই সময়ই তারা চড়াও হয়। সিটুর অভিযোগ, কারখানায় নিজেদের দলের লোক ঢোকানোর জন্য বাকি সংগঠনগুলিকে সন্ত্রস্ত করে রাখতে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। দলের জেলা সভাপতি দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শিল্পাঞ্চলের সমস্ত কারখানায় সিটু তো বটেই এমনকি আইএনটিইউসির উপরেও হামলা চালাচ্ছে তৃণমূল। অগণতান্ত্রিক উপায়ে সংগঠন বাড়ানোর খেলায় নেমেছে ওরা।” তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তৃণমূলের অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল সব সময় গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন করে।” শুক্রবারের সিটু নেতার উপরে হামলার ঘটনায় তাঁদের দলের কেউ জড়িত নয় বলে দাবি করেন তিনি। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ দিন সন্ধ্যায় থানা ঘেরাও করে সিটু। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকের কাছে ২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম স্বপন দেওয়াসি (৪৫)। তাঁর বাড়ি অন্ডালের মদনপুরে। এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময়ে আসানসোলগামী একটি বাস তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও খালাসি পলাতক।
|
জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বিজয়নগর শিল্পতালুকের একটি স্পঞ্জ আয়রন কারখানায়। এ দিন কারখানার কর্মী আশিস দত্ত সংস্থার জলাধারে স্নান করতে নেমে ডুবে যান। তাঁকে বাহাদুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
|
জাল নিয়োগপত্র নিয়ে দুর্গাপুরে সহকারি স্টেশন ম্যানেজারের পদে যোগ দিতে এসে স্টেশন ম্যানেজারের হাতে ধরা পড়ে গেলেন ছত্তিশগড়ের বাসিন্দা সুরজকুমার গুপ্ত। তাঁকে জিআরপি’র হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার দিলীপ বন্দ্যোপাধ্যায়। রেল সূত্রে খবর, এ দিন ওই যুবক জাল নিয়োগপত্র নিয়ে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করেন। দিলীপবাবুর কাগজপত্র দেখে সন্দেহ হয়। তিনি খতিয়ে দেখে বুঝতে পারেন সেগুলি জাল। তাঁকে তুলে দেওয়া হয় জিআরপির হাতে। জেরায় ধৃত জানিয়েছে, তাঁর এক আত্মীয় নিরঞ্জন কুমার তাঁর কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে নিয়োগপত্র দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
|
আলু বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সালানপুরের চিত্তরঞ্জন রোডে। মৃতের নাম মানিক লাহা (৬২)। ক্ষতিপূরণের দাবিতে প্রায় দু’ঘণ্টা অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ এসে আশ্বাস দিয়ে অবরোধ তোলে। লরিটিকে আটক করেছে। চালক ও খালাসি পলাতক। |