রাজ্যের সাব জুনিয়র বিভাগের সাঁতার প্রতিযোগিতায় সাফল্য পেল কালনার সায়নী দাস। সম্প্রতি কলকাতার বেলেঘাটায় আয়োজিত এই প্রতিযোগিতার তিনটি বিভাগে সফল হয় সে। ২০০ মিটার বাটারফ্লাই বিভাগ, ফ্রি-স্টাইলের ৪০০ এবং ৮০০ মিটার বিভাগেও তৃতীয় স্থান পেয়েছে সে। কালনা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা সায়নীর বাবা রাধেশ্যাম দাস জানান, বিভিন্ন কারণে সায়নীর অনুশীলন ভাল হয়নি। ভাল করে অনুশীলন করতে পারলে ফল আরও ভাল হত।
|
পুরসভার ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবার কাটোয়া কলেজ মাঠে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ৮ নম্বর ওয়ার্ড ৫-০ গোলে ১৪ নম্বর ওয়ার্ডকে হারিয়ে দেয়। সোহেল শেখ হ্যাটট্রিক করেন। অন্য খেলায় ৩ নম্বর ওয়ার্ড ৩-২ গোলে ৬ নম্বর ওয়ার্ডকে হারিয়ে দেয়। খেলাগুলি পরিচালনা করছে কলেজ মাঠ সংলগ্ন কাটোয়া পুরসভার চারটি ওয়ার্ডের সম্মিলনী কমিটি। ১০ জুলাই থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের মধ্যে উদ্বোধনী খেলাটি শেষ হয়েছিল অমীমাংসিত ভাবে।
|
দেশের বিভিন্ন অ্যাকাডেমিকে নিয়ে কালনার সুপার সকার কাপ সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে টিকিটের দাম পাঁচ টাকা ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উদ্যোক্তাদের পক্ষে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে সুপার সকার ক্লাবের মুখ্য উপদেষ্টা সুবীর ঘোষ এ কথা জানান। উল্লেখ্য, আগামী ১৯ জুলাই থেকে কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হবে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের শুক্রবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। এ দিন এমএএমসি মাঠে মুখোমুখি হয় অআকখ ক্লাব ও দুর্গাপুর টাউন ক্লাব। ম্যাচটি পরিচালনা করেন সন্দীপ মুখোপাধ্যায়, প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়।
|
সুবোধ কাপ ফুটবলে বৃহস্পতিবার জাতীয় সঙ্ঘ ৪-০ গোলে হারিয়েছে পারবীরহাটা নেতাজি সঙ্ঘকে। গোল করেছেন আমির আলি দফাদার, মিলন মণ্ডল, গোবিন্দ দাস ও সঞ্জীব ঘোষ। শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে জাগরণী সঙ্ঘ ও আরাধনা সঙ্ঘ।
|
অনূর্ধ্ব ১৯ আন্তঃমহকুমা ফুটবলে বর্ধমানের মোহনবাগান মাঠে দুর্গাপুর ৪-০ গোলে হারিয়েছে আসানসোলকে। দুর্গাপুরের হয়ে গোল করেন সুভাষ সিংহ, রীতেশ বাল্মিকী, রাজু কোঁড়া ও পুষ্পতনু পাঁজা। শুক্রবার কালনা বনাম বর্ধমানের ম্যাচ।
|
ইউনাইটেড কনট্রাক্টরস ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জয়ী হয় তানসেন এসি। তারা ১-০ গোলে এএসপিএসএকে হারায়। গোলটি করেছেন তাপস দত্ত।
|
ইউনাইটেড কনট্রাক্টরস ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জয়ী হয় তানসেন এসি তারা ১-০ গোলের ব্যবধানে এএসপিএসএকে হারায়। জয়সূচক গোলটি করেন তাপস দত্ত। |