জমি, জীবিকা ও গণতন্ত্রের লক্ষ্যে একই মনোভাবাপন্ন বাম দলগুলিকে নিয়ে কলকাতায় কনভেনশন করতে চলেছে সিপিআইএমএল লিবারেশন। বৃহস্পতিবার শিলিগুড়িতে দলীয় একটি সভায় যোগ দিতে এসে ওই কথা জানিয়েছেন লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। সেই সঙ্গে জমি ও পাহাড় নিয়ে রাজ্যের সমালোচনা করেন দীপঙ্করবাবু। তিনি অভিযোগ করেন, জমি নিয়ে রাজ্য একপেশে মনোভাব দেখাচ্ছে। সিঙ্গুরে অনিচ্ছুক চাষীদের জমি ফেরতের কথা বলা হলেও খেতমজুর, যারা জীবিকা হারিয়েছেন তাঁদের কথা কিছু বলা হচ্ছে না। জঙ্গলমহলে আদিবাসীদের জন্য বিপিএল কার্ডের কথা বলে হচ্ছে। অথচ গোটা রাজ্যের পিছিয়ে পড়াদের বিপিএল কার্ড নিয়ে কিছু বলা হচ্ছে না। পাহাড় সমস্যা তড়িঘড়ি করে মেটানোর চেষ্টা হচ্ছে। দার্জিলিং চুক্তি স্বচ্ছ নয় বলেও তাঁর অভিযোগ। সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে আলোচনাও করা হয়নি। সব নিয়েই কনভেনশন করা হবে। বৃহস্পতিবার থেকে দলের অল ইন্ডিয়া কিসান মহাসভার সভা শুরু হয়েছে। দু’দিন ধরে সভা চলবে।
|
উচ্চমাধ্যমিক পাশ সব ছাত্রছাত্রীকে ভর্তি করার দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় অবরোধ করে পুর-চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে ছাত্র পরিষদ। জলপাইগুড়ি শহরের কলেজগুলির মোট আসনের একটি নির্দিষ্ট সংখ্যক আসন স্থানীয়দের জন্য সংরক্ষিত করার দাবি তোলা হয়েছে সংগঠনের তরফে। ছাত্র পরিষদের অভিযোগ, ময়নাগুড়ি বা হলদিবাড়ি কলেজে স্থানীয় বাদে অন্য ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হচ্ছে না। ফলে জলপাইগুড়ি শহরের তুলনামুলক ভাবে কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা কোনও কলেজেই ভর্তি হতে পারছেন না বলে দাবি করা হয়েছে। পুরসভার চেয়ারম্যান মোহন বসু ছাত্র পরিষদের স্মারকলিপি নিয়ে জেলা সদরের কিছু কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন বলে জানা গিয়েছে।
|
বাসের ছাদে যাত্রী তোলা বন্ধের দাবিতে আন্দোলনে কংগ্রেস প্রভাবিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। বুধবার ওই দাবিতে রামসাই ও আমগুড়ি এলাকার পাঁচশো রিকশা ভ্যান চালক আমগুড়ি গ্রাম পঞ্চায়েত দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, ময়নাগুড়ি রামসাই রুটের বাসগুলি ভিতরে জায়গা না-হলে ছাদে যাত্রী তুলে নিয়ে যায়। এর ফলে দিনভর তাঁদের বসে থাকতে হচ্ছে। ভাড়া মিলছে না। শ্রমিক ইউনিয়নের ময়নাগুড়ি ব্লক কমিটির সভাপতি রবিন অধিকারী বলেন, “রামসাই থেকে রেলগেট পর্যন্ত এলাকায় ৫৩৫টি রিকশা ভ্যান চলাচল করে। তাঁদের নির্দিষ্ট কোনও স্ট্যান্ড নেই। তার উপরে বাসগুলি যে ভাবে ছাদে যাত্রী নিচ্ছে তার ফলে ভ্যান চালকেরা সমস্যায় পড়েছেন।”
|
পুলিস কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে হাসিমারার সাতালি চা-বাগানের পুলিশ ক্যাম্পে। অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল জানান, ওই কর্মীর নাম রাজেশ তামাং (২৭)। এদিন ভোরে ক্যাম্পের বাথরুমের পিছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই পুলিশ কর্মীর দেহ পাওয়া যায়। গত মাসে রাজেশ এই ক্যাম্পে যোগ দেন। তিনি কম কথা বলতেন। বাড়ি থেকে কয়েক দিনের ছুটি কাটিয়ে ৫ জুলাই তিনি ক্যাম্পে ফিরেছিলেন।
|
ডুয়ার্স রুটে হাতির মৃত্যু রুখতে রাতে ট্রেনের সূচি পরিবর্তন করছে রেল। এর আগে এই রুটে ধীরে চালাতে নির্দেশ দিয়েছিলেন কর্তৃপক্ষ। তাতে পুরনো তালিকা মেনে ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়। আলিপুরদুয়ারের রেল ডিভিশনের সহকারী ম্যানেজার ইন্দ্রজিৎ সিংহ বলেন, “ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু এড়াতে সেগুলির সময় কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে। লাইনের ধারে ধান, গম, ভুট্টার চাষ বন্ধ করতে বলা হয়েছে।”
|
রেল লাইনের ধার থেকে উদ্ধার হল কিশোরীর মৃতদেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে কালচিনি বিডিও অফিসের সামনে। কালচিনির ওসি মুরারি মোহন সাহা জানান, ডিমা চা বাগানের বাসিন্দা সুমিত্রা ওরাঁওয়ের (১৭) মৃতদেহ কালচিনি বিডিও অফিসের সামনে লাইনের ধারে পাওয়া যায়। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুর দুয়ার মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিক ভাবে মনে হয় ট্রেনের ধাক্কায় মৃত্যু হতে পারে।
|
রাস্তা মেরামতির দাবিতে জলপাইগুড়ি শহর লাগোয়া পাঙ্গা প্লেন ঘাঁটি এলাকায় প্রায় তিন ঘন্টা পথ অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার বেহাল হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে চলাচল করতে প্রতিদিনই কোনও-না-কোনও দুর্ঘটনা ঘটে চলেছে। তিন ঘন্টা অবরোধের পরে জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মার আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা।
|
শিলিগুড়ি পুরসভার বস্তি উন্নয়ন বিভাগে মেয়র পারিষদ হিসাবে শপথ নিলেন কংগ্রেস কাউন্সিলর সঞ্জয় পাঠক। বেলা ১ টা নাগাদ এ দিন পুরসভার সভাকক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করান মেয়র গঙ্গোত্রী দত্ত। কংগ্রেসের পুরবোর্ড থাকার সময়েও তিনি ওই দায়িত্বে ছিলেন। |