টুকরো খবর
‘আশা’-কর্মীদের কনভেনশন
‘আশা’-কর্মীদের এক কনভেনশন হল বৃহস্পতিবার। মেদিনীপুর শহরে অনুষ্ঠিত এই কনভেনশনে নয়াগ্রাম, নারায়ণগড়-সহ জেলার নানা প্রান্তের ‘আশা’-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীদের অভাব-অভিযোগ নিয়ে আলোচনা হয়। আগেও জেলার নানা প্রান্তের কর্মীরা এসে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র-র দফতরে বিক্ষোভ দেখান। কয়েক দফা দাবির প্রেক্ষিতে স্মারকলিপি দেন। বৃহস্পতিবারের কনভেনশন শেষে এ দিনও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, এত দিন উৎসাহ ভাতা দেওয়া হত। মাসে ৮০০ টাকা ভাতাতেই আমরা কাজ করতাম। এ বার নির্দিষ্ট ভাতাও থাকছে না। ফলে সকলকেই সমস্যায় পড়তে হবে। পাশাপাশি, তাঁরা নিরাপত্তার বিষয়টিও সামনে এনেছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “আশা-কর্মীরা তাঁদের বক্তব্য লিখিত ভাবে দিয়েছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।”

‘নিখোঁজ’ ব্লক অফিসের কর্মী
বাসে অফিসে আসার পথে ‘নিখোঁজ’ হয়ে গেলেন খড়্গপুর-১ ব্লকের কর্মী সাগর ভুঁইয়া। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ। কথা বলতে পারেন না। বাড়ি ডেবরায়। ডেবরা থেকে সোমবার স্ত্রী-র সঙ্গেই সতকুইয়ে ব্লক অফিসে আসছিলেন। বাসে উঠে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে বসেন। বাসে ভিড় থাকায় স্ত্রী কিছুটা পিছনে চলে যান। মোহনপুর ছাড়ার পরই দেখা যায়, সাগরবাবু বাসে নেই। স্ত্রী মোহনপুরে ফিরে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলেন। খোঁজ মেলে না। এর পর খড়্গপুর লোকাল থানায় অভিযোগ করেন সাগরবাবুর ছেলে মানস ভুঁইয়া। মানস বলেন, “বাবা কথা বলতে পারেন না। শরীরও অশক্ত। কেউ বাস থেকে না নামিয়ে দিলে নামতেও পারবেন না। তা-ও কী ভাবে এমন ঘটল বুঝছি না।” পুলিশ তদন্ত শুরু করেছে।

বামফ্রন্টের অবস্থান
দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানে বসল বামফ্রন্ট। বৃহস্পতিবার মেদিনীপুর কলেজ মোড়ে এই অবস্থানে ছিলেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিজয় পাল, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা, সিপিএমের শহর জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী। বাম নেতৃত্বের বক্তব্য, কেন্দ্রে শরিক তৃণমূল। তাই তারাও দায় এড়াতে পারে না। সন্তোষবাবু বলেন, “আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। পেট্রোপণ্যের দাম প্রায়ই বাড়ছে। অথচ, কেন্দ্রের ভ্রূক্ষেপ নেই।” তাঁর অভিযোগ, ভোটের পর থেকেই জেলা জুড়ে সন্ত্রাস চলছে। অথচ পুলিশ-প্রশাসন নীরব।”

আর্ট কলেজে ছাত্র বিক্ষোভ
নানা দাবিতে অধ্যক্ষ-সহ শিক্ষকদের ঘেরাও করে রাখলেন ছাত্ররা। বৃহস্পতিবার মেদিনীপুর আর্ট কলেজে। পুলিশি হস্তক্ষেপে ঘেরাও ওঠে। রাতে আলোচনা শুরু হয়। তা-ও এক সময়ে উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদের অভিযোগ, কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক অরুণাভ দত্ত ইচ্ছে মতো কলেজ চালান। পরিচালন সমিতির সম্পাদক পদে থাকার কথা অধ্যক্ষের। কিন্তু এত দিন অরুণাভবাবুই এই পদে ছিলেন। বুধবারই প্রথম লিখিত ভাবে জানান, এখন থেকে কলেজের যাবতীয় কাজে তিনি থাকবেন না। সব দায়িত্ব অধ্যক্ষের। বিক্ষোভকারীদের বক্তব্য, কলেজ উন্নয়নে বরাদ্দ অর্থ শিল্পীচক্র নামে এক সংস্থার উন্নয়নে ব্যয় হয়েছে। কলেজের স্থায়ী অনুমোদনের দাবিও ওঠে। এ দিন কলেজ শুরুর পরেই বিক্ষোভ শুরু হয়। দাবি ছিল, অরুণাভবাবুকে কলেজে এসে সব প্রশ্নের মুখোমুখি হতে হবে। যদিও বিকেল পর্যন্ত তিনি আসেননি। ছাত্রদের পক্ষে অর্ণব মুখোপাধ্যায় বলেন, “ছাত্রদের থেকে যে অর্থ নেওয়া হয়েছে, তার বিস্তারিত হিসেব দিতে হবে।” যোগাযোগের চেষ্টা হলেও অরুণাভবাবুর প্রতিক্রিয়া জানা যায়নি।

নিহতদের স্মরণ
মুম্বইয়ে সন্ত্রাসবাদী হানায় নিহতদের স্মরণে সভা হল স্কুলে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা হাইস্কুলের সভায় নিহতদের স্মৃতিতে নীরবতা পালন হয়। শহিদ বেদিতে মালা দেওয়া হয়।

ফের অস্ত্র উদ্ধার
বৃহস্পতিবার চন্দ্রকোনার বাঁকা থেকে দুটি পাইপগান ও দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ধান-জমিতে পড়ে ছিল অস্ত্রগুলি।
Previous Story Medinipur First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.