টুকরো খবর

দেশে ফিরলেন রজনীকান্ত
চেন্নাই বিমানবন্দরে। বৃহস্পতিবার। পিটিআই
অবশেষে সুস্থ হয়ে দেশে ফিরে এলেন রজনীকান্ত। এপ্রিলের শেষের দিকে তাঁর ছবি ‘রানা’র শু্যটিংয়ের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অমিতাভ বচ্চনের পরামর্শে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখানে প্রায় ছ’সপ্তাহ চিকিৎসাধীন থাকার পরে বুধবার রাতে বাড়ি ফিরেছেন। ডাক্তাররা এখন তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি সম্ভবত অক্টোবর-নভেম্বর নাগাদ আবার ‘রানা’র শু্যটিং শুরু করবেন।

লখিমপুর কাণ্ডে নোটিস মায়াবতীর সরকারকে
লখিমপুরের ১৪ বছরের কিশোরীকে ‘ধর্ষণ’ ও খুনের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে নোটিস পাঠাল ইলাহাবাদ হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে মায়াবতী সরকারকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার এই রায় দেয় বিচারপতি রাজীব শর্মা ও বিচারপতি এস সি চৌরাসিয়ার ডিভিশন বেঞ্চ। এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে ৮ জুলাই হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কিশোরীর বাবা-মা ও অন্য দুই ব্যক্তি। তার পরিপ্রেক্ষিতেই এই রায়। গত মাসে লখিমপুর জেলার নিঘাসান থানা চত্বরে উদ্ধার হয় ওই কিশোরীর মৃতদেহ। অভিযোগ থানার পুলিশ কর্মীরাই তাকে ‘ধর্ষণ’ করে খুন করেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ প্রমাণিত হয়নি।

উপ-নির্বাচনের মুখে ফের ফল গণনার নির্দেশ
বিধায়কের মৃত্যুর পরে সেই আসনে উপ-নির্বাচনের দামামা বাজার মুখেই আগের ভোট পুনর্গণনার আদেশ দিল হাইকোর্ট। রাঁচির লাগোয়া হাটিয়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল শরণনাথ সহদেওয়ের মৃত্যুর এক বছর কেটে গিয়েছে। হাটিয়ায় উপনির্বাচনও আসন্ন। এই অবস্থায় ২০০৯ সালের বিধানসভা ভোটে হাটিয়ায় ভোটের ফলাফল খতিয়ে দেখতে সেই ভোট ফের গণনার এই নির্দেশটি দিয়েছেন রাঁচি হাইকোর্টের বিচারপতি ডি কে সিনহা। দু’বছর আগে হাটিয়ায় মাত্র ২৫ ভোটে বিজেপি-র প্রার্থী রামজী লাল শারদাকে হারিয়ে জিতেছিলেন গোপাল শরণনাথ সহদেও। বিজেপি প্রার্থী ভোটের পরে তাঁকে ‘অন্যায়’ ভাবে হারানো হয়েছে দাবি করে হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতেই হাইকোর্টের এ দিনের সিদ্ধান্ত। গত বছরের ২৮ জুন আচমকা প্রয়াত হয়েছেন হাটিয়ার ‘জয়ী’ বিধায়ক, ৪১ বছর বয়সী গোপাল শরণনাথ। এত দিন বাদে পরাজিত বিজেপি প্রার্থীর আবেদনে হাইকোর্ট সাড়া দেওয়ায় বিস্মিত বিভিন্ন মহল।

উঠে গেল ভাষার বাধা
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) পরীক্ষার্থীদের জন্য সুখবর। সম্প্রতি ইউপিএসসি বম্বে হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, সিভিল সার্ভিস পরীক্ষার্থীরা ইংরেজিতে লিখিত পরীক্ষা দিলেও যে কোনও ভারতীয় ভাষায় মৌখিক পরীক্ষা দিতে পারবেন।

সুব্রহ্মণ্যমের ইস্তফাপত্র গৃহীত
পাঁচ দিনের দোনামোনার পর অবশেষে সলিসিটর জেনারেল গোপাল সুব্রহ্মণ্যমের পদত্যাগপত্র গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। টু-জি স্পেকট্রাম মামলায় সুপ্রিম কোর্টে সরকারের হয়ে যথেষ্ট জোরালো সওয়াল না করতে পারার অভিযোগে তাঁকে সম্প্রতি মামলা থেকে সরানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর তাতেই ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করতে চান সুব্রহ্মণ্যম।

জাল পাসপোর্ট, গ্রেফতার ১
জাল পাসপোর্ট-সহ পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি। মহম্মদ তাভরেজ নামের ওই ব্যক্তি ধরা পড়েছে কিষাণগঞ্জ জেলার কোচাধামন থানার তুপামারি গ্রাম থেকে। পুলিশ সূত্রে খবর, পাসপোর্টটি অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ থেকে তৈরি হয়েছে। পাসপোর্টটি জনৈক মহম্মদ রহিমুদ্দিনের নামে ২০০৬ সালে দিয়েছিল পাসপোর্ট অফিস। জেলার পুলিশ সুপার আর কে মিশ্র জানিয়েছেন, কিন্তু তাভরেজ ওই পাসপোর্টে নিজের ছবি লাগিয়ে দিব্যি ব্যবহার করছিল। ওই পাসপোর্টের সাহায্যে তাভরেজ দুবাই-সহ বহু দেশে ঘুরে এসেছে বলে জেনেছে পুলিশ। মিশ্র জানিয়েছেন, তাভরেজের কাছ থেকে বেশ কয়েকটি এটিএম কার্ড-সহ অন্যান্য কিছু নথিও মিলেছে।

রোহতাসে অস্ত্র কারখানার হদিশ
বিহারের রোহতাস জেলায় একটি বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। রোহতাস জেলার বনডিহরি গ্রামে আজ অভিযান চালায় পুলিশ। রোহতাস জেলার পুলিশ সুপার মনু মহারাজ জানিয়েছেন, একটি বাড়িতে বেআইনি অস্ত্র কারখানা চালাচ্ছিল দুষ্কৃতীরা। ওই বাড়ি থেকে ছ’টি দেশি রাইফেল, চারটি নির্মীয়মাণ রাইফেল ও কিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। কারখানার সঙ্গে যুক্ত সন্দেহে এক জনকে গ্রেফতারও করা হয়েছে। মনু মহারাজের কথায়, “প্রাথমিক তদন্তে অনুমান, মাওবাদীদের অস্ত্র সরবরাহের জন্যই ওই কারখানা তৈরি করা হয়েছিল।”
Previous Story Desh First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.