নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামে একটি গবেষণা কেন্দ্র হচ্ছে সল্টলেকের আই-বি ব্লকে। বৃহস্পতিবার ওই গবেষণা কেন্দ্রের শিলান্যাস হয়। মূলত প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গবৈষম্য নিয়ে গবেষণার কাজ হবে ‘অমর্ত্য সেন রিসার্চ সেন্টার’ নামে ওই গবেষণা কেন্দ্রে। এই কেন্দ্র প্রতীচী ইনস্টিটিউটেরই একটি শাখা বলে জানান অমর্ত্যবাবু। গবেষণা কেন্দ্রের পাশাপাশি ওই ভবনে প্রতীচী ইনস্টিটিউটের অফিসও হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এ দিনের অনুষ্ঠানে ওই অর্থনীতিবিদ জানান, নিজের নামে গবেষণা কেন্দ্রটিকে চিহ্নিত করার ব্যাপারে তাঁর আপত্তি ছিল। যদিও প্রতীচীর সঙ্গে যুক্ত কেউই সেই আপত্তি মানতে চাননি। রসিকতার ছলে অমর্ত্যবাবু বলেন, “গবেষণা কেন্দ্রের শিলা প্রতিষ্ঠিত হল। কিন্তু আমার মত প্রতিষ্ঠিত হল না।”
|
লরি ও ট্যাক্সির সংঘর্ষে জখম হলেন তিন জন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ওয়াটগঞ্জ থানা এলাকার সিজিআর রোডে। আহতদের নাম বেগম হাসিনা মোল্লা এবং উপেন চৌধুরী। বেগম হাসিনার বাড়ি নাদিয়ালের জেলেপাড়ায়। ট্যাক্সিচালক উপেন গার্ডেনরিচ এলাকার বাসিন্দা। দু’জনেই আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেল ৩টে নাগাদ বেগম হাসিনা এসএসকেএমে আসার সময়েই ওই দুর্ঘটনা ঘটে। ওই মহিলার এক সঙ্গীও সামান্য আঘাত পান। তবে তাঁর নাম জানাতে পারেনি পুলিশ। দিনেদুপুরে শহরের মধ্যে মালবোঝাই লরি কী ভাবে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
|
শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি অফিস থেকে চুরির অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ধৃতের নাম অমর মল্লিক (৩২)। তার বাড়ি বেনিয়াপুকুরের নর্থ রেঞ্জে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন বৃহস্পতিবার জানিয়েছেন, ৩ জুলাই রাতে ৪৭বি শেক্সপিয়র সরণির ওই অফিসের তালা ভেঙে নগদ দু’ লক্ষ টাকা, একটি মোবাইল এবং ক্লোজ্ড সার্কিট টিভির হার্ড ডিস্ক চুরি যায়। সেই চুরির সূত্র ধরে বুধবার রাতে নর্থ রেঞ্জ থেকে অমরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা এবং মোবাইলটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার অমরকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, অমর পুলিশের খাতায় দাগি অপরাধী হিসেবে চিহ্নিত। ৯ বছর জেলে বন্দি থাকার পরে মাস দুয়েক আগে সে ছাড়া পেয়েছিল।
|
মেটিয়াবুরুজ থেকে মঙ্গলবার অপহৃত হওয়া বস্ত্র ব্যবসায়ীকে বৃহস্পতিবার বাটানগর থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সুকান্ত পণ্ডিত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বসিরহাটের বাসিন্দা শেখ রাজু মেটিয়াবুরুজে কাপড়ের ব্যবসা করেন। সপ্তাহের বেশির ভাগ দিন সেখানেই থাকেন। মঙ্গলবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই দিন রাতে চার লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে রাজুর এক আত্মীয়ের কাছে ফোন আসে। সেই ফোনের সূত্রেই রাজুর খোঁজ মেলে।
|
যাদবপুর স্টেশনের লেভেল ক্রসিং দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম সমস্যায় পড়ছেন যাদবপুর-গরফা এলাকার সাধারণ মানুষ। সেই সমস্যার জট খুলতে ওই এলাকায় একটি সাবওয়ে তৈরির ব্যাপারে রেলের সঙ্গে আলোচনা করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার মহাকরণে রাজ্যের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী তথা যাদবপুরের বিধায়ক মণীশ গুপ্ত জানিয়েছেন, পুরো পরিস্থিতি খতিয়ে দেখে সমস্যা মেটানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বাসিন্দাদের অভিযোগ, এর আগে এ ব্যাপারে রেল ও রাজ্যের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। |