টুকরো খবর
স্কুলে ছাদ থেকে পড়ে জখম ছাত্রী
সিউড়ি হাসপাতালে লক্ষ্মী। নিজস্ব চিত্র।
স্কুলের ছাদ থেকে পড়ে জখম হল এক ছাত্রী। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে সিউড়ি কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতনে। স্কুল সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজারের পাঁচামি এলাকার বাসিন্দা লক্ষ্মী টুডু দ্বাদশ শ্রেণিতে পড়ে। স্কুল পরিচালন সমিতির সম্পাদক দেবাশিস পাল বলেন, “প্রার্থনা শেষ হওয়ার পরে ক্লাস শুরু হতেই খবর পাই লক্ষ্মী দোতলার ছাদ থেকে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” তিনি জানান, দোতলার ছাদটি নতুন হয়েছে। ছাদের কিছুটা বাদ দিয়ে বাকি অংশ ঘেরা রয়েছে। সেই ফাঁকা জায়গায় একটি কাঠের আলমারি রাখা রয়েছে। তা সত্বেও ওই ছাত্রী কী ভাবে পড়ে গেল তিনি বুঝতে পারছেন না। সে যেখানে পড়েছিল পাশেই মিড-ডে মিলের রান্না চলছিল। রাঁধুনিরাই তাকে উদ্ধার করে শিক্ষিকাদের খবর দেন। প্রধান শিক্ষিকা কল্পনা রায় বলেন, “কলকাতা থেকে ফিরছিলাম। দুর্ঘটনার খবর পেয়ে সোজা স্কুলে যাই। লক্ষ্মীর বাড়িতেও খবর দেওয়া হয়েছে। লক্ষ্মী এখন ভাল আছে।”

জনসংযোগ বাড়াতে অনুষ্ঠান
শবর পরিবারদের সঙ্গে জনসংযোগ বাড়াতে উদ্যোগী হল পুলিশ। বৃহস্পতিবার পুরুলিয়ার পুঞ্চা থানার দামোদরপুর গ্রামে জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন পুঞ্চা, বোরো, মানবাজার, কেন্দা থানার ২৬২টি শবর পরিবার। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ খেড়িয়া-শবর কল্যাণ সমিতির প্রকল্প আধিকারিক প্রশান্ত রক্ষিত বলেন, “সাধারণত সব অপরাধের সঙ্গেই শবররা জড়িত-এই ধারণা করে নেওয়া হয়। তা ঠিক নয়। মুষ্টিমেয় কয়েকজনের জন্য সমস্ত শবর পরিবারের গায়ে অপরাধীর তকমা লাগানো উচিত নয়।” পুরুলিয়ার পুলিশ সুপার সুনীল কুমার চৌধুরী বলেন, “শবরদের সঙ্গে জনসংযোগ বাড়াতে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও হবে।” এ দিন জেলা পুলিশের পক্ষ থেকে শবর পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় চাল, আলু ও অন্যান্য সামগ্রী।

মজুরি নিয়ে সংঘর্ষে মৃত্যু
মজুরি বৃদ্ধির দাবিতে সিউড়ির নবগ্রামে জমির মালিকদের সঙ্গে স্থানীয় কৃষিমজুরদের সংঘর্ষ হয়েছিল বুধবার। ওই ঘটনায় এক জন কৃষিমজুরের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবিলাল বাউরি (৫০)। ওই সংঘর্ষে ১২ জন আহতকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিলালবাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় ‘রেফার’ করা হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য, তৃণমূলের সাধন বাগদি বলেন, “সিউড়ি থেকে অ্যাম্বুল্যান্সে কলকাতা নিয়ে যাওয়ার পথে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রবিলালবাবুর মৃত্যু হয়।” দেহের ময়নাতদন্তের পরে তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিলালবাবুর মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছতেই উত্তেজনা বাড়ে। পরে মৃতদেহ গ্রামে এসে পৌঁছনোর পরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি বন্দোবস্ত ছিল যথেষ্ট। ওই গ্রামে পুলিশি টহল চলছে। কৃষিমজুরেরা ১৮০২০ জন জমির মালিকেরা বিরুদ্ধে এবং মালিকপক্ষ বেশ কয়েক জন মজুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সাইকেলের সূত্রে ধৃত
দিন দশেক আগের ঘটনা। কাঁকরতলা থানার হিংলো জলাধার সংলগ্ন ইসলামকুঁড়ি, বড়বাদ মৌজায় পাম্পের সঙ্গে থাকা পাইপ কেটে সাইকেলে নিয়ে পালানোর চেষ্টা করেছিল চোরেরা। পালানোর সময় স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যাওয়ায় তারা সাইকেল ফেলে পালিয়েছিল। ফেলে যাওয়া সাইকেলের সূত্র ধরে খয়রাশোলের নওপাড়া থেকে বুধবার রাতে উত্তম বাউরিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিংলো জলাধার সংলগ্ন জমিগুলিতে সেচ দেওয়ার জন্য বহু দিন আগে একটি পাম্প বসেছিল। স্থানীয় বাসিন্দা নির্মল ঘোষ, লেবেন মণ্ডল, কার্তিক ঘোষরা বলেন, “বছর তিনেকের মধ্যে দু’দুবার পাম্পহাউসের ট্রান্সফর্মার চুরি গিয়েছিল। পুলিশ এখনও সেই চুরির ঘটনার কোনও কিনারা করতে পারেনি। এর পরেই আমরা নিজেরাই পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। ৪ জুলাই রাতে দু’টি ২০ ফুটের পাইপ কেটে নিয়ে পালাচ্ছিল চোরেরা। স্থানীয় মানুষের তাড়া খেয়ে তারা সব ফেলে পালায়।” পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে। তাদের খোঁজ চলছে।

সাসপেন্ড ডিস্ট্রিবিউটর
এক রেশন ডিস্ট্রিবিউটরের গুদাম থেকে ১২৯ বস্তা বাড়তি গম পেয়েছে খাদ্য দফতর। এই অভিযোগে মহাদেব দত্ত নামে আমোদপুরের ওই ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড করা হয়েছে বীরভূমের জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “বৃহস্পতিবার সকালে জেলা খাদ্য নিয়ামককে সঙ্গে নিয়ে ওই ডিস্ট্রিবিউটরের গুদামে হানা দিই। দেখা যায়, যে পরিমাণ গম থাকার কথা, তার চেয়ে ১২৯ বস্তা গম গুদামে বেশি মজুত আছে। তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। পরে তাঁকে শো-কজও করা হবে।” মহাদেববাবুর অবশ্য দাবি, “নানা কারণে রেশন ডিলারেরা দিনের পর দিন মাল তুলতে পারেন না। এ দিনও তিন জন ডিলারের গম হুদামে থেকে যাওয়ায় হিসাবের চেয়ে বাড়তি গম ছিল। জেলাশাসক শো-কজ করার কথা বলেছেন। চিঠি পেলে তার জবাব দেব।”

পাঁচিল চাপা পড়ে মৃত্যু বালিকার
পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল এক বালিকার। মৃতার নাম মামনি বাউরি (৫)। বাড়ি রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ওই বালিকা একটি বেসরকারি টেলিফোন টাওয়ারের পাঁচিলের পাশএ খেলা করছিল। হঠাৎ তাদের উপরে পাঁচিল ভেঙে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় মামনির। জখম হয় আরও এক বালিকা। বাসিন্দাদের ক্ষোভ, সংস্কারের অভাবে পাঁচিলটি বেহাল হয়ে পড়েছে। কোনও কারণে সেটি ভেঙে পড়ে।

অস্ত্র-সহ ধৃত দুই দুষ্কৃতী
অস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে সাঁইথিয়া থানার আমোদপুর ছোটলাইন পাড়া থেকে রাজু সা ও ডিকি সা নামে দুই দুষ্কৃতীকে ধরে। ধৃতেরা বিহারের কাটিহার জেলার বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, দু’রাউণ্ড গুলি, মোটরবাইক উদ্ধার হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন।

বোমাবাজিতে মৃত্যু
ধান চারা পোঁতাকে কেন্দ্র করে বৃহস্পতিবার মুরারই থানার মিত্রপুর মৌজায় বোমাবাজি হয়। এই ঘটনায় গণি শেখ (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মুরারই থানার নয়াগ্রামের বাসিন্দা গণি শেখকে গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জখম আরও এক ব্যক্তি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
Previous Story Purulia First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.