টুকরো খবর |
|
মাফিয়া রাজু ফের পুলিশ হেফাজতে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কয়লা মাফিয়া রাজু ঝাকে ফের দু’দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল দুর্গাপুর আদালত। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। তাঁকে দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। প্রসঙ্গত, ওই কয়লা মাফিয়াকে ৩ জুলাই বিকালে রানিগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে চোরাচালান, অবৈধ কয়লা খাদান চালানো-সহ অপরাধমূলক ষড়যন্ত্র, ভয় দেখিয়ে কাজ করিয়ে নেওয়া অভিযোগ রয়েছে। পরের দিন দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সোমবার তাকে আদালতে তোলা হলে বুদবুদ থানায় তার বিরুদ্ধে জমে থাকা অভিযোগের তদন্ত করতে পুলিশ ফের তাকে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানায়। বিচারক তিন দিন রাজুকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। বৃহস্পতিবার ফের বিচারক তাঁকে দুই দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। দুর্গাপুর থানায় রাজুর বিরুদ্ধে জমে থাকা মামলার তদন্ত করতে পুলিশ তাঁকে সেখানে নিয়ে যায়।
|
ছাত্র নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দ্বাদশ শ্রেণির এক ছাত্র। বুধবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের মহাবীর কোলিয়ারির গড়াইপাড়ায়। কৃষ্ণ মণ্ডল জানান, তাঁর ছেলে বিবেক জামুড়িয়ার হিন্দি হাইস্কুলের ছাত্র। বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় সে। তার পর থেকে কোনও খোঁজ নেই। রানিগঞ্জ থানায় তিনি একটি নিখোঁজ ডায়েরিও করেছেন। স্কুলের প্রধান শিক্ষক জহর রাম জানান, বিবেক গত সাত দিন ধরে স্কুলেই আসেনি। পুলিশ জানায়, নিখোঁজ ছাত্রের তল্লাশি চলছে।
|
বাসের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাস্তা পার হতে গিয়ে লালগোলা-বর্ধমান রুটের একটি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে বর্ধমানের তিনকোনিয়া বাসস্ট্যান্ডের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আলু সাঁতরা (৪৬)। বাড়ি শহরের পাড়াপুকুরে। আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
|
প্রতিবন্ধীদের সাহায্য
নিজস্ব সংবাদদাতা • কালনা |
সর্বশিক্ষা মিশনের তরফে বৃহস্পতিবার কালনা-১ পঞ্চায়েত সমিতির অফিসে কয়েক জন প্রতিবন্ধীকে অর্থ সাহায্য করা হয়। অনুষ্ঠানে বৈদ্যপুর বিকাশভারতী মূক ও বধির বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করে। উপস্থিত ছিলেন পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, মহকুমাশাসক সুমিতা বাগচি, বিডিও অলিভিয়া রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল প্রমুখ। |
|