মার্ডককে কেন্দ্র করে দু’ভাগ ব্রিটিশ রাজনীতি |
নিজস্ব প্রতিবেদন |
অস্বস্তির চূড়ান্ত এক পক্ষের। পৌষ মাস তাঁর বিরোধীদের! ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’- (এনওডব্লিউ) যুগ শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা ব্রিটিশ সরকার আর বিরোধীপক্ষের এই চাপানউতোরেরই সাক্ষী হয়ে রইল ব্রিটেন-সহ গোটা দুনিয়া। যার কেন্দ্রে রুপার্ট মার্ডক এবং ব্রিটিশ স্কাই ব্রডকাস্টিং (বিস্কাইবি)-র স্বত্ব হস্তান্তর।
ব্রিটেনের রাজনৈতিক মহলে রুপার্ট মার্ডকের প্রভাব-প্রতিপত্তির কথা অজানা নয় কারও। কিন্তু এত দিন পর্যন্ত যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রুপার্ট-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, আজ তাঁদেরই দেখা গেল পিঠ বাঁচাতে তৎপর। যার জেরে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পর্যন্ত বিবৃতি দিয়ে বলতে হয়েছে, “রাজনৈতিক মহল এবং সংবাদমাধ্যমের সম্পর্কটা একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। এ বার এটা বন্ধ হবে।” অথচ, ক্যামেরন নিজেই এনওডব্লিউ-র প্রাক্তন সম্পাদক রেবেকা ব্রুকসের অত্যন্ত ঘনিষ্ঠ। ছিলেন। কেলেঙ্কারির পর ‘দূরত্ব বাড়াতে’ ব্রুকসের পদত্যাগের পক্ষে জোরালো সওয়াল করেছেন। আরও আছে। দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং গর্ডন ব্রাউন। মার্ডকের সঙ্গে দেখা করতে যাঁরা প্রায়শই অস্ট্রেলিয়া পর্যন্ত ছুটে যেতেন। তাঁরাও ঘনিষ্ঠতায় ইতি টেনে ‘বেআইনি ও অনৈতিক পদ্ধতিতে’ খবর সংগ্রহের তীব্র বিরোধিতা করেছেন। ব্রাউনের আরও অভিযোগ, ‘নিউজ ইন্টারন্যাশনাল’ খবর সংগ্রহের তাগিদে তাঁর পরিবারের সদস্যদের ফোনেও আড়ি পেতেছিল। রুপার্টের সংস্থারই অন্য একটি ট্যাবলয়েড ‘দ্য সান’ ‘অনৈতিক পদ্ধতিতে’ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হস্তগত করার চেষ্টা করেছিল বলে দাবি গর্ডনের।
একেবারে উল্টো ছবি অবশ্য ক্যামেরনের বিরোধী শিবিরে। যারা (বিস্কাইবি)-র স্বত্ব হস্তান্তরকে হাতিয়ার করে ক্যামেরনকে কোণঠাসা করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন। লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড তো গত কালই বিস্কাইবি হস্তান্তর আটকানোর দাবি করেছিলেন। আজ আরও এক ধাপ এগিয়ে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন, সরকার ‘কঠোর’ পদক্ষেপ না করলে তাঁরা পার্লামেন্টে ভোটাভুটির রাস্তায় যাবেন। আর যদি সেটা হয়, তা হলে ক্যামেরনের বিপদ বাড়বে বই কমবে না। কারণ সে ক্ষেত্রে ভেঙে যেতে পারে ক্যামেরনের কনজারভেটিভ পার্টির সঙ্গে লিবারাল ডেমোক্র্যাটদের জোট। গোদের উপর বিষফোঁড়া, লিবারাল ডেমোক্র্যাট পার্টির উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ বলে দিয়েছেন, এ ব্যাপারে তাঁর দল লেবার পার্টিকেই সমর্থন করবে। এই ভাবে গোটা বিষয়টা ভিত্তি করে বিরোধীরা দেশের জনগণের সমর্থন নিজেদের দিকে ঘোরানোর চেষ্টা করছেন বলে অভিমত। পরিস্থিতি সামলাতে সরকারের সংস্কৃতি সচিব জেরেমি হান্ট তড়িঘড়ি যোগাযোগ করেছেন ‘অফকম’-এর সঙ্গে, যারা বিস্কাইবি স্বত্ব হস্তান্তর দেখভাল করছে। কোনও ‘অজুহাতে’ যদি ‘রুখে দেওয়া’ যায় রুপার্টের নিউজ কর্পোরেশনকে। আটকানো যায় বিস্কাইবি-এর ৬১ শতাংশ শেয়ার দখল। তবে সে আশায় জল ঢেলে অফকম জানিয়েছে, এটা সম্ভব নয়। ফলে কী ভাবে এই স্বত্ব হস্তান্তর আটকানো যায় তা নিয়ে দুশ্চিন্তা জারি রইল ক্যামেরন সরকারের তরফে।
এই সবের মধ্যে কিন্তু অবিচল তিনি। রুপার্ট মার্ডক। নাগাড়ে সমর্থন করে চলেছেন রেবেকা ব্রুকসকে। সামান্য এক রিপোর্টার হিসেবে জীবন শুরু করেছিলেন রুপার্ট। তার পর ধীরে ধীরে হয়ে ওঠা ব্রিটিশ সংবাদজগতের অন্যতম মহীরুহ। বহু দূর পর্যন্ত বিস্তৃত তাঁর শাখাপ্রশাখা। যার একটি কাটা পড়েছে গত কাল। কিন্তু তাতে কী? নতুন উদ্যমে ‘বৃদ্ধ সম্রাট’ ফের ময়দানে! আবার শাখা বিস্তারের উদ্দেশ্যে। কী ভাবে তাঁকে ঠেকান ক্যামেরন, সেটাই এখন দেখার।
|
বাংলাদেশে ট্রাক উল্টে মৃত ৪৩ শিশু
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
স্কুলের খেলা দেখে ফিরছিল এক দল কচিকাঁচা। বয়স ৯ থেকে ১৪-র মধ্যে। সংখ্যায় প্রায় ৮০ জন। কিন্তু অনেকেরই আর ফেরা হল না। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪৩ জনের। নিখোঁজ ৩০ জনেরও বেশি। আজ ঘটনাটি ঘটেছে বাংলাদেশে চট্টগ্রামের মিরসরাইয়ের কাছে। |
|
ঘরে ফেরা হল না। খাল থেকে উদ্ধার দু’জনের দেহ। -নিজস্ব চিত্র্র |
কচিকাঁচারা সবাই আবু তোরাব প্রাইমারি স্কুলের ছাত্র। মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে নিজেদের স্কুলের খেলা দেখতে গিয়েছিল তারা। একটি খোলা ট্রাকে চড়ে হইচই করতে করতে ফিরছিল মাঠ থেকে। কিন্তু দুপুর ১টা ৪৫ নাগাদ আবু তোরাব রোডে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটির। সেটি সোজা গিয়ে একটি খালে পড়ে। তাতেই মৃত্যু হয় ওই শিশুদের। পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। |
|