সব পথ যদি যায় রোমে

স্নাতকোত্তর পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন এখনও ভারতীয় ছাত্রদের পছন্দের গন্তব্য। তবে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের আকর্ষণ করার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচুর সুবিধা দিচ্ছে ইয়োরোপের অন্য কিছু দেশও। তার মধ্যে ইতালি ছাত্রদের জন্য বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে, জানালেন ‘এডুকেশন আনলিমিটেড’ সংস্থার শেখর নিয়োগী।
ইতালিতে পড়তে যাওয়ার সুবিধা কী? প্রথমত, এখানে প্রায় সব বিশ্ববিদ্যালয়েই স্নাতকস্তর থেকে পিএইচ ডি পর্যন্ত পড়ানো হয় ইংরেজি মাধ্যমে। দ্বিতীয়ত, কোনও ছাত্র ইতালিতে পৌঁছোনোর আট দিনের মধ্যেই সেখানকার রেসিডেন্টস পারমিট-এর জন্য আবেদন করতে পারে। এই পারমিট থাকলে সে শুধু ইতালি নয়, ইয়োরোপিয়ান ইউনিয়নের পঁচিশটি শেনগেন (Shengen) দেশের যে কোনও একটিতে পড়াশোনা, চাকরি এবং বসবাস করতে পারবে।

কী কী বিষয় নিয়ে পড়া যাবে এ দেশে? ইঞ্জিনিয়ারিং, বিশেষত অটোমোবাইল, ট্রান্সপোর্টেশন, মেকানিক্যাল, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং পড়ার ভাল প্রতিষ্ঠান রয়েছে ইতালিতে। নামকরা টেকনিক্যাল ইনস্টিটিউটগুলির অন্যতম পলিটেকনিকো ডি মিলানো (http://www.english.polimi.it/), পলিটেকনিকো ডি তোরিনো (http://www. polito.it/index.en.php)। এসডিএ বোকোনি স্কুল অব ম্যানেজমেন্ট-এ যেমন এমবিএ কোর্সে (http://www.sdabocconi.it/en/) ভর্তি হতে জি ম্যাট পরীক্ষায় ৭০০-৭২০ স্কোর চাই। বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ার জন্য ইউনিভার্সিটা ডি রোমা (http://www.uniroma1.it/), ইউনিভার্সিটি অব ফ্লোরেন্স (http://www.unifi.it/) প্রভৃতি প্রতিষ্ঠানে আবেদন করা যেতে পারে। আর্ট, ফিল্ম মেকিং বা ডিজাইনের নানা আনুষঙ্গিক বিষয়ে কোর্স করার সুযোগ রয়েছে। আর পড়ার সঙ্গে পার্ট টাইম কাজও করা যায়।
ইতালিতে পড়ার জন্য সেখানকার বিশ্ববিদ্যালগুলি বৃত্তিও দেয় ছাত্রছাত্রীদের। এ ছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন ইরাসমাস মুন্ডুস (http://ec.europa.eu/education/external-relation-programmes/doc72_en.htm) স্কলারশিপ দিচ্ছে ইয়োরোপের যে কোনও দেশে পড়ার জন্য।
এখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রয়োজন টোয়েফল বা আইইএলটিএস-এ ৬.৫ স্কোর। সেই সঙ্গে দরকার গ্র্যাজুয়েশনে ভাল নম্বর।
শেখর নিয়োগী জানালেন, ইতালিতে থাকা-খাওয়া ব্যয়সাপেক্ষ, যদিও তা ব্রিটেনের তুলনায় কম। এখানে বার্ষিক খরচ পড়ে আনুমানিক সাত হাজার ইউরো থেকে ১৬ হাজার ইউরো। ভারতীয় অর্থে পরিণত করলে যা দাঁড়াবে সাড়ে চার লক্ষ থেকে দশ লক্ষ টাকার মধ্যে।
কলকাতায় ইতালির কনসুলেট থেকে সে দেশে যাওয়ার ভিসা সংগ্রহ করা যাবে। ঠিকানা: ৩, রাজা সন্তোষ রোড, আলিপুর, কলকাতা-২৭, ফোন: ২৪৭৯-২৪১৪/২৪২৬।
Previous Item Prostuti Next Item


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.