স্নাতকোত্তর পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন এখনও ভারতীয় ছাত্রদের পছন্দের গন্তব্য। তবে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের আকর্ষণ করার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচুর সুবিধা দিচ্ছে ইয়োরোপের অন্য কিছু দেশও। তার মধ্যে ইতালি ছাত্রদের জন্য বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে, জানালেন ‘এডুকেশন আনলিমিটেড’ সংস্থার শেখর নিয়োগী।
ইতালিতে পড়তে যাওয়ার সুবিধা কী? প্রথমত, এখানে প্রায় সব বিশ্ববিদ্যালয়েই স্নাতকস্তর থেকে পিএইচ ডি পর্যন্ত পড়ানো হয় ইংরেজি মাধ্যমে। দ্বিতীয়ত, কোনও ছাত্র ইতালিতে পৌঁছোনোর আট দিনের মধ্যেই সেখানকার রেসিডেন্টস পারমিট-এর জন্য আবেদন করতে পারে। এই পারমিট থাকলে সে শুধু ইতালি নয়, ইয়োরোপিয়ান ইউনিয়নের পঁচিশটি শেনগেন (Shengen) দেশের যে কোনও একটিতে পড়াশোনা, চাকরি এবং বসবাস করতে পারবে। |