|
|
|
|
|
|
|
দাঁতের চিকিৎসক হতে চাইলে |
উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্স (ডাক্তারি) পরীক্ষার মাধ্যমে ডেন্টিস্ট্রি পড়া যায়। ব্যাচেলর ইন ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সটি চার বছরের। এর পর এক বছরের ইন্টার্নশিপ করতে হয়। তার পর রেজিস্ট্রেশন করা যায়। পশ্চিমবঙ্গে সরকারি স্তরে বিডিএস পড়ানো হয় আর আহ্মেদ ডেন্টাল কলেজ (শিয়ালদহ, ফোন: ২২৬৫৬৮৭৬), বর্ধমান ডেন্টাল কলেজ এবং উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ, শিলিগুড়িতে (ফোন: ৯৫৩৫৩-২৫৮৫২৪৮)। আর বেসরকারি কলেজে বিডিএস পড়ানো হয় পানিহাটিতে গুরু নানক ইনস্টিটিউট অব ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ এবং হলদিয়া ডেন্টাল কলেজে। বিডিএস-এর রেজিস্ট্রেশন পাওয়ার পর এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে মাস্টার ইন ডেন্টাল সার্জারি (এমডিএস) কোর্সে ভর্তি হওয়া যায়।
সর্বভারতীয় স্তরে অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যের ডেন্টাল কলেজে ভর্তি হওয়া যায়। সর্বভারতীয় স্তরের উল্লেখযোগ্য কলেজগুলির অন্যতম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, মণিপাল ইউনিভার্সিটি ইত্যাদি। ডেন্টিস্ট্রি মানে শুধু দাঁত তোলা আর দাঁত বাঁধানো নয়। বিডিএস পড়ার সময়ই একাধিক বিষয় পড়তে হয়। এর মধ্যে আছে ওরাল সার্জারি, অপারেটিভ ডেন্টিস্ট্রি (দাঁতের ফিলিং ইত্যাদি) পেরিওডনশিয়া (স্কেলিং ও মাড়ি সংক্রান্ত সমস্যা), প্রসফোডনসিয়া (দাঁত বাঁধানো ইত্যাদি), অর্থোডনশিয়া (উঁচু দাঁত সমান করা ইত্যাদি), পেডোডনশিয়া(শিশুদের দাঁতের সমস্যা) ইত্যাদি।
• চার বছরের বিডিএস কোর্সের সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ করতে হয়।
• রাজ্যের বাইরেও প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ডেন্টিস্ট্রি পড়া যায়।
• বিডিএস করার পর যেমন নিজস্ব চেম্বার খোলা যায় তেমনই সরকারি ও বেসরকারি চাকরি পাওয়া যায়। |
|
সংস্কৃত, বাংলা ও দর্শন নিয়ে স্নাতকস্তরে পাশ করেছি। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে শারীরশিক্ষা নিয়ে এক বছরের বি পি ই ডি করেছি। এর পর কী করা যাবে?
পারুল বোস, হলদিয়া
বি পি ই ডি করার পর দুই বছরের এম পি ই ডি অর্থাৎ মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন করা যায়। পশ্চিমবঙ্গে কল্যাণী বিশ্ববিদ্যালয় (http://www.klyuniv.ac.in/), কলকাতা বিশ্ববিদ্যালয় (http://www.caluniv.ac.in/index.html, শুধুমাত্র মেয়েদের জন্য এই কোর্সটি হয় হেস্টিংস হাউসে)। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বাণীপুর বি এড কলেজে (http://www.banipurbedcollege.org/) এম পি ই ডি করা যায়। এম পি ই ডি করে এম ফিল-ও করা যায়। বাণীপুর ও কল্যাণীতে এক বছরের এম ফিল করা যায়। বি পি ই ডি করা থাকলে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ‘এম পি ই ডি’-তে ভর্তি হওয়া যায়।
কেমিস্ট্রি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ দ্বিতীয় বর্ষে ভর্তি হতে গেলে কি কোনও প্রবেশিকা পরীক্ষা দিতে হয়? কোথায় পড়ানো হয়?
মিসবা উল হক, মালদা
প্রথমেই জানাই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি ই পড়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স-এর ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় বসা আবশ্যক। সেখানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিভিন্ন কলেজে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির সুযোগ পাওয়া যায়। স্নাতকস্তরে এক বছর বি এসসি অনার্স পড়ে তার পর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে তোমাকে কেমিস্ট্রি অনার্স ছেড়ে দিয়ে জয়েন্ট পরীক্ষার মাধ্যমে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। তবে তোমাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং-এর প্রথম বছর থেকেই পড়া শুরু করতে হবে। এ রাজ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (www.jadavpur.edu) এবং দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (http://recdgp.nic.in.) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।
জয়েন্ট এন্ট্রান্স না দিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বি টেক করা যেতে পারে। কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বি এসসি পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে (http://www.caluniv.ac.in/) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া, খড়্গপুর আই আই টি-তে (http://www.iitkgp.ernet.in/) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক এবং এম টেক করা যায়। আই আই টি-র জয়েন্ট (JET) পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই কোর্স করা যেতে পারে।
বাংলায় এম এ। আর্ট অ্যান্ড ক্র্যাফটস-এ দু’বছরের ডিপ্লোমা কোর্স করলে কি এসএসসি পরীক্ষায় কর্মশিক্ষার শিক্ষক হিসেবে বসা যায়?
সুতপা দাস, খড়দা
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান রঞ্জিত বসু জানালেন, যে কোনও শাখায় গ্র্যাজুয়েশন করা থাকলে এবং
১) ইউ জি সি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারে বি এসসি বা
২) কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ হোমসায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন বা
৩) বি এড-এ ওয়ার্ক এডুকেশন একটা বিষয় হিসেবে থাকলে অথবা
৪) ২ বছরের আর্ট অ্যান্ড ক্র্যাফটস-এ ডিপ্লোমা কোর্স করা থাকলে এসএসসি পরীক্ষায় কর্মশিক্ষার শিক্ষক হিসেবে আবেদন করা যায়।
|
|
|
ফোকাস
অশোক কুমার ভট্টাচার্য শিক্ষক, কলকাতা বিশ্ববিদ্যালয় |
|
দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের ছাত্র। মেরিন ওশানোগ্রাফি পড়তে চাই। জয়েন্ট পরীক্ষা দিতে হবে কি? কোথায় পড়ায়? গবেষণা, চাকরির সুযোগ কেমন?
উজান রায়, বনগাঁ
‘ওশানোগ্রাফি’ বিষয়টি এখনও পর্যন্ত কোথাও স্নাতকস্তরে পড়ানো হয় না। এই বিষয়ে পড়তে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় না। পদার্থবিদ্যা, রসায়ন, জিওলজি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, বটানি বা ভূগোল-এর যে কোনও একটি বিষয়ে অনার্স নিয়ে পাশ করলে ‘মেরিন ওশানোগ্রাফি’ পড়া যায়। তবে গ্র্যাজুয়েশনের বিষয়গুলির মধ্যে রসায়ন অবশ্যই থাকতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরে মেরিন সায়েন্স পড়া যায়। এ ছাড়া গোয়া বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়, আন্নামালাই বিশ্ববিদ্যালয়, আই আই টি (খড়গপুর, দিল্লি, মুম্বই) ইত্যাদি প্রতিষ্ঠানে বিষয়টি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ আছে। পড়াশুনোর পর অ্যাকোয়া কালচার ইঞ্জিনিয়ারিং, কোস্টাল ফিশারিস, পলিউশন কন্ট্রোল বোর্ডে কাজের সুযোগ থাকে। দেশে-বিদেশে গবেষণারও যথেষ্ট সুযোগ রয়েছে। |
|
দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:
হোম পেজ, প্রস্তুতি,
আনন্দবাজার পত্রিকা,
এ বি পি প্রাঃ লিঃ,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|