মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফর ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ-প্রশাসনের তৎপরতা এখন তুঙ্গে। ঢেলে সাজা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আজ, সোমবার রাতেই মেদিনীপুরে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। থাকবেন সার্কিট হাউসে। মঙ্গলবার ঝাড়গ্রাম ও নয়াগ্রামে যাওয়ার কথা তাঁর। জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত বলেন, “মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে।” দলনেত্রীর জঙ্গলমহল সফর ঘিরে তৃণমূলের মধ্যেও সাজ সাজ রব। বিধানসভা ভোটের প্রচারে জঙ্গলমহলে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, “দল ক্ষমতায় এলে ফের আসব। শিক্ষা-স্বাস্থ্য সব দিকেই সমান গুরুত্ব দেওয়া হবে।” নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটাই প্রথম মেদিনীপুর সফর মমতার। জেলাবাসীর আশা, ভোটের আগে দেওয়া সব প্রতিশ্রুতিই রক্ষা করবেন তৃণমূল নেত্রী। নয়াগ্রামে কোনও কলেজ নেই। দলীয় প্রার্থী জিতলে কলেজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। জঙ্গলমহলের এই আসন থেকে জিতে বিধায়ক হয়েছেন তৃণমূলের দুলাল মুর্মু। স্বভাবতই এলাকাবাসীর আশা, মুখ্যমন্ত্রী কথা রাখবেন। জঙ্গলমহল সফরে মমতা বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন বলে অনুমান। নতুন সরকার যে আদিবাসীদের পাশেই আছে, তা বোঝাতে কিছু কর্মসূচিও নেওয়া হতে পারে। বার্ধক্য ভাতা, পাট্টা বিলি, আদিবাসী ছাত্রীদের সাইকেল দেওয়া হতে পারে ধারণা। তবে জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, “সোমবার রাতে মেদিনীপুরে আসার কথা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার ঝাড়গ্রাম, নয়াগ্রাম যাওয়ার কথা। আমাদের এটুকু বলা হয়েছে।” মেদিনীপুর শহরেই রয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতাল। স্বাস্থ্যের হাল কলকাতায় একাধিক হাসপাতাল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুরে এসে তিনি মেডিক্যাল কলেজে যান কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বসে নেই মেডিক্যাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বর সাফসুতরো করার নির্দেশ দিয়েছেন। হাসপাতালের এক আধিকারিক বলেন, “মুখ্যমন্ত্রী সোমবার রাতে শহরেই থাকবেন। ফলে, মেডিক্যাল কলেজে আসতে পারেন। তবে আমাদের আগাম কিছু বলা হয়নি।”
|
বস্তিবাসীদের বাড়ি তৈরির প্রকল্পে প্রচুর টাকা নয়ছয় হয়েছে অভিযোগে হলদিয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর তথা পারিষদ সদস্য সৌমী দাসকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রবিবার সকাল ১১টা নাগাদ ওয়ার্ড কমিটির বৈঠক চলাকালীনই বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে হলদিয়া থানার আইসি মোয়াজ্জেম হোসেন বিরাট পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধার হওয়ার পরে সৌমীদেবী প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে থানায় লিখিত অভিযোগ করেন। এ দিন তৃণমূলের লোকেরাই কিছু বস্তিবাসীকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছিল বলে সৌমীদেবীর অভিযোগ। যদিও ওয়ার্ড কমিটির সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা সদানন্দ গিরি বলেন, “আমাদের দল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বৈঠকে আমি ছাড়াও আরও দু’জন তৃণমূল সদস্য উপস্থিত ছিলেন। বস্তিবাসীদের রাগ ছিল সিপিএম নেতা-নেত্রীদের উপরে। এ দিনের ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।
|
দলীয় কার্যালয় থেকে ‘তুলে নিয়ে গিয়ে’ সিপিএমের জোনাল কমিটির এক সদস্যকে মারধর করার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। নিরাপদ দাস নামে বীরবন্দর লোকাল কমিটির ওই সম্পাদককে শুক্রবার তৃণমূলের লোকেরাই তুলে নিয়ে যায় বলে সিপিএমের অভিযোগ। খবর পেয়ে পুলিশ প্রৌঢ় নিরাপদবাবুকে উদ্ধার করার পরে পুরনো একটি মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে। জখম নিরাপদবাবু কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি। তৃণমূল নেতৃত্ব ঘটনাটি ‘জনরোষের জেরে’ ঘটেছে বলে দাবি করেছেন। তৃণমূলের জেলা সম্পাদক মামুদ হোসেনের বক্তব্য, “২০০১ সালে বারাতলায় দলীয় কর্মী শক্তিপদ দাস, তাপস দাস, সুব্রত দাস ও অনিমেষ মণ্ডলকে গাছে বেঁধে বেধড়ক পিটিয়েছিল সিপিএমের লোকেরা। তারপর থেকেই ওই চার জনের খোঁজ মেলেনি। সে দিন ঠিক কী ঘটেছিল, তা জানতেই এ দিন গ্রামবাসীরা নিরাপদবাবুকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালান।” মামুদ হোসেনের দাবি, “ওই চার জনকে খুন করে রসুলপুর নদীর চরে পুঁতে দেওয়া হয়েছিল বলে লিখিত ভাবে স্বীকার করেছেন নিরাপদবাবু।” সিপিএমের খেজুরি জোনাল কমিটির সম্পাদক হিমাংশু দাসের পাল্টা অভিযোগ, “নিরাপদবাবুকে জোর করে অসত্য বিবৃতি লিখিয়ে নেওয়া হয়েছে।” এসডিপিও (কাঁথি) তরুণ হালদার জানান, দীর্ঘ দিন ধরেই অন্য একটি মামলার সূত্রে নিরাপদবাবুকে খুঁজছিল পুলিশ। শুক্রবার রাতে কামদেবনগর থেকে উদ্ধার করার পরে তাই তাঁকে গ্রেফতার করা হয়।
|
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএডে ভর্তির জন্য ফি বেঁধে দিয়েছে। তা সত্ত্বেও বেসরকারি বিএড কলেজগুলি অতিরিক্ত টাকা নিচ্ছে বলে ফের অভিযোগ উঠল। ছাত্র পিছু ৩৫ হাজার টাকা ‘ফি’ নির্দিষ্ট করেছে বিশ্ববিদ্যালয়। অথচ কলেজগুলি, ৪৫ থেকে ৫০ হাজার টাকা করে নিচ্ছে। কেউ রসিদ দিচ্ছে। অনেকে তা-ও দিচ্ছে না। বিএড সংগ্রাম কমিটির তরফে কমিটির নেতা সিদ্ধার্থ ঘাঁটার অভিযোগ, “বেশ কয়েকটি রসিদ-সহ বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ জানিয়েছি। তা সত্ত্বেও কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না বুঝতে পারছি না।” বেসরকারি বিএড কলেজগুলি নিজেদের খুশি মতো ফি নেয়, এমন অভিযোগ দীর্ঘ দিনের। এ বার ছাত্র ভর্তির সময় এ নিয়ে বেসরকারি কলেজগুলির কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য হয়। কলেজগুলির দাবি, ফি বেশি না নিলে তাদের পক্ষে পড়ানো সম্ভব নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে রাজি হননি। বিষয়টি আদালতেও যায়। আদালতের প্রাথমিক রায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষেই যায়। তবে বর্তমানে বিষয়টি ডিভিশন বেঞ্চের অধীনে রয়েছে। আজ, সোমবার তার শুনানি হওয়ার কথা।
|
নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কমিটির সম্মেলন হল মহিষাদল গার্লস কলেজে। রবিবারের এই অনুষ্ঠানে রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার, জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র, সেচমন্ত্রী মানস ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এন ডি পড়িয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরিবেশমন্ত্রী শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার সুযোগ বৃদ্ধির উপরে জোর দেন। মহিষাদলে আইটিআই খোলা হবে বলে এ দিন ঘোষণা করেন তিনি। সেচমন্ত্রী মানস ভুঁইয়া আবার কলেজে ছাত্র রাজনীতির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। জেলার কলেজের পরিকাঠামো উন্নয়ন-সহ বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার নানান দিক নিয়ে আলোচনা করেন অধ্যক্ষরা।
|
দিনের বেলায় বাড়ির দরজায় দু’জন সাধু এসে হাজির। নিজেদের ভূত-ভবিষ্যৎ জানার বাসনায় রীতিমতো খাতির-যত্ন করে তাদের ঘরের ভিতরে বসিয়েছিলেন ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকার গৃহবধূ কুমকুম পাত্র ও তাঁর মেয়ে পূজা। সাধুদের দেওয়া চরণামৃত পান করার পরই আছন্ন হয়ে পড়েন মা-মেয়ে। কুমকুমদেবীর স্বামী দিব্যেন্দু পাত্র শনিবার ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না। ফিরে তিনি দেখেন আলমারি থেকে ৮ ভরি সোনার গয়না ও নগদ ১১ হাজার টাকা উধাও। ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। মা-মেয়েকে মাদক মেশানো জল খাওয়ানো হয়েছিল বলে পুলিশের অনুমান। |