|
|
|
|
অ্যারোজ ফুটবলারদের ক্লাবকে ছাড়বে না এআইএফএফ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোনও ক্লাবের হয়ে নয়, জেজে-রাজু গাইকোয়াড়-জুয়েল রাজাদের এ বারও ইন্ডিয়ান অ্যারোজের জার্সি পরেই খেলতে হবে। কার্যত জানিয়েই দিলেন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল।
দিল্লিতে আগেই মউ স্বাক্ষর হয়েছিল। রবিবার পৈলান গ্রুপের সঙ্গে সরকারি ভাবে ইন্ডিয়ান অ্যারোজকে যুক্ত করার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ফেডারেশন প্রেসিডেন্ট। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল পটেল বলে দিলেন, “এটা আমাদের ভবিষ্যৎ টিম। আই লিগে পরীক্ষামূলক ভাবে খেলতে নেমেই গত বছর নয় নম্বর হয়েছে ছেলেরা। যাতে টিম এ বার আরও ভাল খেলতে পারে সে জন্য চেষ্টা চলছে। তাই ক্লাবগুলিকে আমরা অনুরোধ করব চুক্তিবদ্ধ ফুটবলারদের ছেড়ে দিতে। দেশের স্বার্থে নিশ্চয়ই ওরা সেই আবেদনে সাড়া দেবে।”
গত বছর ইন্ডিয়ান অ্যারোজ তৈরির সময় পটেল ঘোষণা করেছিলেন, যে-ফুটবলারদের সঙ্গে ক্লাবগুলির চুক্তি আছে তাদের এক বছর পর ছেড়ে দেওয়া হবে। সে জন্য এ বার জেজে-রাজু-জুয়েলদের পাওয়া যাবে ধরে নিয়ে টিম গড়েছিল ক্লাবগুলি। ফেডারেশন প্রেসিডেন্টের ‘আবেদনের’ (পড়ুন নির্দেশ) পর ক্লাবগুলির পক্ষে এই ফুটবলার পাওয়া কঠিন। |
|
সন্তোষজয়ী বাংলার ফুটবলারদের সঙ্গে পরিচিত হচ্ছেন এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। পৈলানে রবিবার। -নিজস্ব চিত্র |
সরকারি চুক্তির ফলে এখন থেকে ইন্ডিয়ান অ্যারোজের নামের আগে পৈলান বসছে। শুধু অসাধারণ সবুজ মাঠ, হোস্টেল-সহ পরিকাঠামো সাহায্যই নয়, ফুটবলারদের মাইনেও দেবে পৈলান গ্রুপ। এ দিনই পটেলের হাতে সে জন্য ৫০ লাখ টাকার চেক ও এক কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি তুলে দিলেন পৈলান গ্রুপের চেয়ারম্যান অপূর্ব সাহা।
ফেডারেশন প্রেসিডেন্ট এ দিন বুঝিয়ে দেন, জাতীয় দলের অস্থায়ী কোচ আর্মান্দো কোলাসোকে স্থায়ী করার কোনও পরিকল্পনা তাদের নেই। সুনীল ছেত্রীদের কোচিংয়ের দায়িত্বে আসবেন কোনও বিদেশি কোচই। পাশাপাশি প্রফুল্ল পটেল জানিয়ে দেন, শুধু বাংলা, গোয়া বা মহারাষ্ট্র নয়, সারা দেশে ফুটবলকে জনপ্রিয় করতে পরিকল্পনা তৈরি করছে ফেডারেশন। “আমরা এমন একটা পরিকল্পনা করতে চাইছি যাতে সব রাজ্যেই খেলাটা ছড়িয়ে পড়ে। পরিকাঠামোর উন্নতি করার চেষ্টা করছি। দু’বছরের মধ্যেই এর সুফল পাওয়া যাবে।”
পৈলান ওয়ার্ল্ড স্কুল মাঠের এ দিনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হল বেশ চমক দিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, কলকাতার মেয়র ছাড়াও এসেছিলেন বহু প্রাক্তন তারকা ফুটবলার। ফ্লাড লাইটে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সঙ্গে পৈলান ইন্ডিয়ান অ্যারোজের খেলার সময় মাঠের পাশে নাচতে দেখা গেল চিয়ার গার্লদেরও। সাব্বির আলির দল ১-০ হারাল ইন্ডিয়ান অ্যারোজকে। বিরতির আগেই গৌতম কুজুরের শট পায়ের তলা দিয়ে গলালেন বিপক্ষের গোলকিপার গুরপ্রীত সিংহ।
ম্যাচ চলার মাঝেই চলে যান ফেডারেশন প্রেসিডেন্ট। যাওয়ার আগে তিনি বলে যান, ২ সেপ্টেম্বর মেসিদের ম্যাচে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তাঁর কথায় পরিষ্কার, মেসিদের ম্যাচ নিয়ে আর কোনও জটিলতা নেই। এ আই এফ এফ সঙ্গেই রয়েছে। ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত এ দিন প্রফুল্ল পটেলকে অনুরোধ করেন, কলকাতা লিগে তিন বিদেশি খেলার অনুমতি দেওয়ার জন্য। |
|
|
|
|
|