টুকরো খবর

সুব্রত বাঁচালেন ভারতকে
আবার পরিত্রাতার ভুমিকায় এক জন বঙ্গসন্তান। সোদপুরের সুব্রত পাল। তাঁর জন্যই রবিবার মলদ্বীপের বিরুদ্ধে কোনও রকমে মুখ রক্ষা হল ভারত ও আর্মান্দো কোলাসোর। সুব্রতর সৌজন্যেই প্রাক-বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে মলদ্বীপের সঙ্গে ১-১ ড্র করল ভারত। পর্তুগালের প্রাক্তন কোচ কার্লোস কুইরোজ মলদ্বীপে আসেন ভারত-মলদ্বীপের খেলা দেখতে। কুইরোজ এখন ইরানের কোচ। প্রাক বিশ্বকাপে ইরানের খেলা মলদ্বীপের সঙ্গে। মলদ্বীপকেই মাপতে এসেছিলেন তিনি। রবিবার স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে রাত নটায় খেলা শুরু হয়। প্রথমার্ধে সুনীল-জেজে বোঝাপড়া থেকে ভাল সুযোগ তৈরি হয়। জেজের শট পোস্টে লাগে এক বার। অন্য বার সহজ সুযোগ নষ্ট করেন সুনীল, জেজে দু’জনেই। ১৮ মিনিটে সুনীল ছেত্রী গোল করে এগিয়ে দেন ভারতকে। স্টিভন ডায়াসের কর্নার থেকে গোল। বিরতির এক মিনিট আগে মুখতার গোল শোধ করেন। মলদ্বীপের সেরা ফুটবলার আসফাক নামেন বিরতির ঠিক পরে। তখন মলদ্বীপ ভয়ঙ্কর হয়ে ওঠে। আসফাকের শট প্রথমে সেভ করেন সুব্রত। তারপরেই বক্সের বাইরে এসে ফাউল করেন। প্রতি আক্রমণে জেজে আবার গোল করে ফেলেছিলেন। পারেননি। গোটা ম্যাচে অন্তত পাঁচটি সহজ সুযোগ তিনি নষ্ট করলেন। বিরতির পরে অবশ্য মলদ্বীপেরই প্রাধান্য ছিল। খেলা হল ভারতীয় রক্ষণ বনাম মলদ্বীপ ফরোয়ার্ড লাইন।

জেতালেন আলোন্সো
অবশেষে ফেরারিকে এ বারের ফর্মূলা ওয়ান মরসুমে প্রথম জয় এনে দিলেন ফার্নান্ডো আলোন্সো। ২৯ বছর বয়সি আলোন্সো জিতলেন ব্রিটিশ গ্রাঁ প্রি। গত বছরে কোরিয়ান গ্রাঁ প্রি-র পরে এই প্রথম কোনও গ্রাঁ প্রি জিতল ফেরারি। গতবারের চ্যাম্পিয়ন রেড বুল-এর সেবাস্তিয়ান ভেটেল রেসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জিততে পারলেন না। এটি আলোন্সোর কেরিয়ারে ২৭ তম জয়।

ভারতের দশটি পদক
পি টি উষার ছাত্রী টিন্টু লুকা এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন। ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেলেন। এশিয়ান গেমসের মতো। ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো পেলেন এশিয়ান গেমসে সোনা জয়ী সুধা সিংহ। ডোপিং বিতর্কের মধ্যে এশীয় মিটে ভারত ১ টি সোনা, ২টি রুপো, ৭ টি ব্রোঞ্জ পেল।

বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, জার্মানির
বড় অঘটন ঘটে গেল মেয়েদের ফুটবল বিশ্বকাপে। গত বারের চ্যাম্পিয়ন জার্মানিকে তাদের ঘরের মাঠে ১-০ হারিয়ে সেমিফাইনালে উঠে গেল জাপান। আর যুক্তরাষ্ট্রের কাছে টাই ব্রেকারে ৩-৫ হেরে ছিটকে গেল ব্রাজিল। যুক্তরাষ্ট্র অবশ্য মেয়েদের ফুটবলে বেশ শক্তিশালী দল। জার্মানিকে হারিয়ে চমকে দেওয়া জাপান শেষ চারে মুখোমুখি সুইডেনের। যারা ৩-১ হারাল অস্ট্রেলিয়াকে। শেষ চারে উঠেছে ফ্রান্সও। নির্ধারিত সময়ে ১-১ থাকার পর ইংল্যান্ডকে টাই-ব্রেকারে তারা হারাল ৪-৩। শেষ চারে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র।

অ্যাথলেটিক্স মিটে সোনা বর্ধমানের
রাজ্য অ্যাথলেটিক্স মিটে ১৭টি পদক পেয়েছে বর্ধমান। তার মধ্যে তিনটি সোনা ও ন’টি রুপো। সোনা জিতেছেন ৮০০ মিটার দৌড়ে দেবেন্দ্র সিংহ যাদব, অনুর্ধ্ব ১৬ বিভাগে ১০০ মিটার দৌড়ে আনিশা কুমারি ও অনূর্ধ্ব ১৬ রিলে দল। গত বার বর্ধমানের পদকের সংখ্যা ছিল ১৪টি। পদক বাড়লেও খুশি নন দলের প্রশিক্ষক পাথর্র্প্রতিম চট্টরাজ। তাঁর কথায়, “এ বার রাজ্য অ্যাথলিট মিটে নিয়মকানুন বেধে দেওয়া হয়েছিল। যেমন ১১.৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়াতে হবে প্রতিযোগীকে। কিন্তু জেলা মিটের সময় নিয়মের কথা জানলেও, মাঠের অবস্থা এত খারাপ ছিল যে ওই সময়ের মধ্যে দৌড় শেষ করতে গেলে প্রতিযোগীর হাত-পা ভেঙে যেতে পারত। প্রতিযোগিতায় আমাদের জেলা মিটে প্রথম স্থান পাওয়া ৬ জনকে আমরা নিয়মের কারণে নামাতে পারিনি। না হলে পদকের সংখ্যা বাড়ত।”

চ্যম্পিয়ন দক্ষিণ ২৪ পরগনা
রাজ্য বিদ্যালয় কবাডি প্রতিযোগিতার ছেলে ও মেয়ে বিভাগে চ্যাম্পিয়ন হল দক্ষিণ ২৪ পরগনা। পূর্বস্থলী-১ ব্লকের গয়ারামদাস বিদ্যাপীঠ মাঠের এই প্রতিযোগিতায় মোট ৮টি জেলা যোগ দেয়। ছেলেদের বিভাগের ফাইনালে দক্ষিণ ২৪ পরগনা নদিয়াকে হারায়। মেয়েদের বিভাগে হুগলিকে হারায় দক্ষিণ ২৪ পরগনা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, রাজ্যের যুব কল্যাণ দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, মহকুমাশাসক সুমিতা বাগচি, পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ-সহ বেশ কিছু প্রক্তন কবাডি খেলোয়ার। স্বপনবাবু বলেন, “এই মহকুমা থেকে অতীতে বেশ কিছু খেলোয়ার দেশের মুখ উজ্জ্বল করেছে। মহকুমায় বর্তমানে কবাডির চল অনেকটাই কম। তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে এই আয়োজন।”
Previous Story Khela First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.