|
|
|
|
বোলিং কোচের সার্টিফিকেট |
‘ভারতের ট্রেমলেট হল ইশান্ত’ |
সংবাদসংস্থা • রসো, ডমিনিকা |
আসন্ন ইংল্যান্ড সফরে ক্রিস ট্রেমলেটের যোগ্য জবাব হতে পারেন ভারতের ইশান্ত শর্মা। এমনটাই মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ এরিক সিমন্স।
চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইশান্ত। তৃতীয় টেস্টের চতুর্থ দিন পর্যন্ত সিরিজে ২২টি উইকেট তুলে নিয়েছেন এই পেসার। যা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় কোনও বোলারের রেকর্ড। আর ইশান্তের এই আগুনে ফর্ম দেখার পরই সিমন্স বলেছেন, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইশান্ত যেমন নিয়ন্ত্রণের সঙ্গে বোলিং করতে পারছে, ইংল্যান্ডেও সেটা করতে পারলে কিন্তু ওকে সামলানো কঠিন হবে।”
ইশান্তের প্লাস পয়েন্ট যে উচ্চতা, সেটা মনে করিয়ে দিয়ে ভারতের বোলিং কোচ বলেছেন, “উচ্চতাকে কাজে লাগিয়ে ফুল লেংথ থেকেও বল বাউন্স করাতে পারে ইশান্ত। নিয়ন্ত্রণটা ঠিকঠাক করতে পারছে বলে ইশান্তের আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছে। নো বল করা বন্ধ হয়ে গিয়েছে। এ বার দেখবেন ওর পুরনো গতিটাও খুব তাড়াতাড়ি ফিরে পাবে ইশান্ত।” |
|
ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগেই জিওফ বয়কট হুমকি দিয়ে রেখেছেন, ট্রেমলেট ভোগাবে ভারতীয় ব্যাটসম্যানদের। আর সিমন্স বলছেন, ট্রেমলেটের জবাব হবেন ইশান্ত। “ইশান্ত যখন এক বার আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে, তখন দেখবেন, ওর গতিটাও বাড়তে থাকবে। এর পর ১৪০, ১৪১, ১৪২...গতি বেড়ে যাবে।”
আর ওয়েস্ট ইন্ডিজে নিজের সাফল্য নিয়ে কী বলছেন ইশান্ত? “অবশ্যই প্রচুর পরিশ্রম করে নিজেকে তৈরি করেছি। শুধু এই সিরিজ নয়, প্রতিটা সিরিজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।”
ইশান্ত জানাচ্ছেন, নিজেকে তাতিয়ে তোলার মতো অনেক রসদ তাঁর কাছে মজুত আছে। “যেমন, কেন আমি বাদ পড়েছিলাম, কেন বিশ্বকাপে সুযোগ পাইনি, কেন ক্যারিবিয়ান সফরে এক দিনের সিরিজে বাড়িতে বসে থাকতে হয়েছিল? এই প্রশ্নগুলো আমাকে তাতিয়ে চলে,” সাফ বলেছেন ইশান্ত।
চলতি সিরিজে বার্বেডোজেই একশো টেস্ট উইকেট হয়ে গিয়েছে এই ভারতীয় পেসারের। ক্যারিবিয়ান সফর শেষ করার ঠিক আগে ইংল্যান্ডের উদ্দেশে হুঙ্কারও দিয়ে রেখেছেন ইশান্ত শর্মা: “আমরা কিন্তু তৈরি। সবাই খুব ভাল ফর্মে আছে। আর জাহির খান চলে আসায় আমাদের ফাস্ট বোলিং আরও শক্তিশালী হয়ে যাবে।” |
|
|
|
|
|