|
|
|
|
মেসিদের বার্তা, বাতিস্তাকে উপেক্ষা |
ফের মারাদোনার কোচ হওয়া নিয়ে জল্পনা |
নিজস্ব প্রতিবেদন |
কোপা আমেরিকায় বাতিস্তা ব্যর্থ হলে আবার আর্জেন্তিনা দলের কোচ হিসেবে ফিরতে পারেন মারাদোনা। গোটা আর্জেন্তিনা জুড়েই এমন খবর শোনা যাচ্ছে। আর্জেন্তিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট গ্রোন্দোনার সঙ্গে তাঁর এমনিতে তিক্ত-মধুর সম্পর্ক। তবে এখন নাকি সম্পর্ক মেরামতের পথে। মারাদোনা যদিও এখন দুবাইয়ের আল ওয়াসল কোচ। সবে দায়িত্ব নিয়েছেন। সেটা ছেড়ে কী করে জাতীয় দলে যাবেন, সেই প্রশ্নের জবাব মেলেনি।
মারাদোনাকে যিনি তেমন ভাবে মেনে নিতে পারেননি, সেই মেসির সঙ্গে কথা বলেছেন দিয়েগো। মেসির সমালোচকদের আক্রমণ করেও বর্তমান কোচ বাতিস্তাকে ব্যঙ্গ করেছেন। সব ফুটবলারদের বার্তা পাঠিয়ে বলেছেন, আমি তোমার সঙ্গে। কিন্তু কোচেদের কোনও বার্তা পাঠাননি।
মারাদোনার কথায়, “আমি মেসির পাশে থাকতে চাই। জাতীয় দল কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে আক্রমণই করতে পারেনি। মেসিকে দোষ দিয়ে লাভ কী? কিছু নির্বোধ ওর সমালোচনা করছে।” মারাদোনা বলেন, “আমি মেসিকে শান্ত থাকতে বলেছি। ১৯৮৬ সালের বিশ্বকাপের আগে আমায় আশি ভাগ সাংবাদিক গালাগাল করেছিল। তার পরে কেউ কথা বলার সাহস পায়নি। আমি বুঝতে পারছি, মেসির মনের অবস্থা কী।” বাতিস্তা অবশ্য নির্বিকার। তিনি নিশ্চিত, কোস্টা রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবেই আর্জেন্তিনা। তাঁর এক নম্বর ভরসা মেসিও এই আশা প্রকাশ করে বলেছেন, “তৃতীয় ম্যাচেই অন্য আর্জেন্তিনাকে দেখা যাবে।” বাতিস্তা যা প্র্যাক্টিসে দল করছেন, তাতে মনে হচ্ছে, সোমবারের ম্যাচে দলে ব্যাপক বদল হতে পারে। তেভেজ, লাভেজ্জি, কাম্বিয়াসোকে বসিয়ে হিগুয়াইন, আগুয়েরো, পাস্তেরো দলে ঢুকতে পারেন। গাগোও দলে ঢুকতে পারেন এ বার। |
|
এরই মধ্যে খবর বেরিয়েছে, হিগুয়াইন বা বেঞ্জিমার সঙ্গে আরও কিছু অর্থ দিয়ে তেভেজকে পেতে চায় রিয়াল মাদ্রিদ। এই খবর আরও টেনশন ছড়িয়েছে আর্জেন্তিনা দলে। এ দিকে কোনওমতে শেষ মিনিটের গোলে মান বাঁচিয়ে ব্রাজিল কোচ মেনেজেস ও তাঁর ছা্ত্ররা নির্বিকার। মানো মানতে নারাজ, প্যারাগুয়ে জয় থেকে বঞ্চিত হয়েছে। বলেছেন, “আমাদেরই জেতা উচিত ছিল।” কোপায় ব্যর্থ হলে মানোর আসন টলমল হবে। তাঁর পাশে দাঁড়িয়েছেন পাতো। বলেছেন, “আমাদের প্র্যাক্টিস ভালই হচ্ছে। দিন দিন আমরা উন্নতি করব।”
যাঁর উপর ব্রাজিলের সবচেয়ে বেশি ভরসা ছিল, যিনি কিছুই খেলতে পারেননি, সেই নেইমার আবার টুইটারে সমালোচকদের একহাত নিয়েছেন। বলেছেন, “আজ যারা আপনার সমালোচনা করছে, গতকাল তারা হাততালি দিত। আগামী কাল আবার হাততালি দেবে।” প্যারাগুয়ের বিরুদ্ধে জিততে না পারার ব্যাপারে নেইমারের মন্তব্য, “এই ফলটা আমরা চাইনি। এ বার মাথা উঁচু করে খেলতে হবে।”
এক মিনিট বাকি থাকতে যাঁর গোলে ব্রাজিল ২-২ করে মান বাঁচাল, সেই ফ্রেড বলেন, “পরিস্থিতির কথা বিচার করলে গোলটা ঠিক সময়ে হয়েছে। অবশ্যই আমরা এই ড্র আশা করিনি। তবে আমরা তো এখনও টিকে রয়েছি টুর্নামেন্টে।” এলানো বা লুকাসের কথাতেও এক প্রতিধ্বনি।
দেখার ব্যাপার, এই আত্মবিশ্বাস ম্যাচে কেমন দেখা যায়। |
কোপা আমেরিকায় |
আর্জেন্তিনা : কোস্টা রিকা
(মঙ্গলবার, সকাল ৬:১৫) |
|
|
|
|
|