|
|
|
|
নতুন বোর্ড হয়নি, বৈঠক-জট পর্ষদে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রায় দু’সপ্তাহ হল পালাবদল হয়েছে মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদে (এমকেডিএ)। চেয়ারম্যান পাল্টালেও নতুন বোর্ড তৈরি হয়নি। ফলে, বৈঠক ডাকা যাচ্ছে না। পর্ষদের এক আধিকারিকের কথায়, “এখন বৈঠক ডাকলে আগের বোর্ডের সদস্যদেরই ডাকতে হবে। কিন্তু তা অসম্ভব।” বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের নগরোন্নয়ন দফতরকে জানানো হয়েছে।
প্রায় সাত বছর আগে গড়ে ওঠে এমকেডিএ। লক্ষ্য ছিল, কাঁসাইয়ের দুই তীরের দুই শহর ও সংলগ্ন এলাকার সার্বিক উন্নয়ন। মেদিনীপুর-খড়গপুর শহর ও আশপাশের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫৯৭ বর্গফুট এলাকা রয়েছে পর্ষদের অধীনে। এতদিন এমকেডিএ’র চেয়ারম্যান ছিলেন সিপিএম সাংসদ পুলিনবিহারী বাস্কে। রাজ্যে পালাবদলে পরে তিনি ইস্তফা দেন। নতুন চেয়ারম্যান হন তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। গত ২৯ জুন দফতরে এসে কাজও বুঝে নেন তিনি। কিন্তু পর্ষদের বোর্ডে পুরনো ১৩ জন সদস্যই রয়ে গিয়েছেন। এর মধ্যে আছেন প্রবোধ পান্ডা, সন্তোষ রাণা, খগেন মাহাতো, নাজমুল হক, জ্ঞানসিংহ সোহন পাল। প্রবোধবাবু সাংসদ হিসেবে ও সন্তোষবাবু, খগেনবাবুরা বিধায়ক হিসেবে বোর্ডে ছিলেন। জেলাশাসক, খড়গপুর ও মেদিনীপুরের দুই পুরপ্রধানও ছিলেন। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) পর্ষদের এক্সিকিউটিভ অফিসার। এ ছাড়া, নগরোন্নয়ন দফতরের এক জন প্রতিনিধিও বোর্ডে ছিলেন। বৈঠক-জট এ নিয়ে মৃগেনবাবুর সঙ্গে কথা বলেছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রামকৃষ্ণ মাইতি। দু’দিন আগে মেদিনীপুরে এসেছিলেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকেও সমস্যার কথা জানানো হয়। যত দ্রুত সম্ভব নতুন বোর্ডের সদস্যদের নাম ঘোষণার আর্জি করা হয়েছে। তবে কারা সদস্য হবেন, তা নিয়ে আগের বামসরকারের স্পষ্ট নির্দেশিকা ছিল না। ফলে, কিছুটা সমস্যা হচ্ছে। যদিও পর্ষদের নতুন চেয়ারম্যানের বক্তব্য, “উন্নয়নের কাজ চলছে। এ ক্ষেত্রে সমস্যা নেই। পর্ষদের সদস্যদের নাম শীঘ্রই চূড়ান্ত করা হবে।” |
|
|
|
|
|