|
|
|
|
সল্টলেকের রাস্তা মেরামতি শুরু আজ |
নিজস্ব সংবাদদাতা |
মুখ্যমন্ত্রীর নির্দেশে পাঁচ নম্বর সেক্টরের পর এ বার বিধাননগরে করুণাময়ী এলাকার ভাঙাচোরা রাস্তা মেরামতির কাজ শুরু হচ্ছে। কেএমডিএ-র পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের সঙ্গেও যৌথ ভাবে রাস্তা সারাইয়ের ওই কাজে নামছে কলকাতা পুরসভা। আজ, সোমবার থেকে শুরু হবে কাজ।
কলকাতার মেয়র তথা কেএমডিএ-র ভাইস চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় বলেন, “এই প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ কলকাতা পুরসভার সঙ্গে যৌথ ভাবে রাস্তা সারাইয়ের কাজে নামছেন। এর জন্য প্রয়োজনীয় হট মিক্স (পিচ স্টোনচিপের মিশ্রণ) সরবরাহ করবে কলকাতা পুরসভা। বিভিন্ন সরকারি দফতরকে এক ছাতার তলায় এনে সরকারি কাজে তৎপরতা আনায় উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতোই কেএমডিএ, কলকাতা পুরসভা যৌথ ভাবে রাস্তা সংস্কারের কাজ করছে।” |
|
চলছে রাস্তা সারাই। রবিবার, বাইপাসে। নিজস্ব চিত্র |
বাইপাস মেরামতির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারেরা রবিবার জানান, বাইপাসের বেশ কিছু অংশ নিচু হওয়ায় জল জমে রাস্তার পিচের ক্ষতি করেছে। পিচ উঠে অনেক জায়গায় ইটের ভিত পর্যন্ত বেরিয়ে পড়েছে। রাস্তার খানাখন্দ মেরামত করতে গিয়ে সেই সব নিচু জায়গা উঁচু করে দেওয়া হচ্ছে।
এ দিনও বাইপাসের রাস্তা মেরামতির কাজ ঘুরে দেখেন মেয়র। উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বাইপাস এবং বিধাননগরের বিভিন্ন ভাঙা রাস্তা পনেরো দিনের মধ্যে সারাইয়ের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ অনুযায়ী যৌথ ভাবে কাজ শুরু করে কেএমডিএ এবং কলকাতা পুরসভা। সায়েন্স সিটি থেকে কসবা সংযোগস্থল পর্যন্ত বাইপাসের খানাখন্দ ভরাট করে পিচের প্রলেপ দেওয়ার কাজ এ দিন শেষ হয়েছে। একইসঙ্গে এ দিন শুরু হয়েছে বাইপাসের উপরে মেট্রোর কাজের জেরে ভাঙা রাস্তা মেরামতির কাজও। এ ব্যাপারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ম্যানেজিং ডিরেক্টর সুব্রত গুপ্তের সঙ্গে এ দিন তাঁর সবিস্তার আলোচনা হয়েছে বলে শোভনবাবু জানিয়েছেন। |
|
|
|
|
|