পূর্বাচলে ছিনতাইয়ের ঘটনায় রবিবার বিকেল পর্যন্ত কেউ ধরা পড়েনি। শনিবার সন্ধ্যায় সেখানকার তিন নম্বর ক্লাস্টারের সামনে দুই মহিলার উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। রমা বেঙ্কটাইয়া নামে এক বৃদ্ধার গলা থেকে সোনার হার ছিনতাই করে দুই দুষ্কৃতী। অবন্তিকা চট্টোপাধ্যায় নামে অন্য এক মহিলার হারটি দুষ্কৃতীরা ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। উল্লেখ্য, গত মঙ্গলবারও পূর্বাচলে ডাকাতি হয়। এ পর্যন্ত সেই ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। পরপর অপরাধের ঘটনায় আতঙ্কিত পূর্বাচলের সাধারণ বাসিন্দারা। |
মত্ত অবস্থায় মারামারির জেরে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে, দক্ষিণ বন্দর থানার ভূকৈলাস রোডে। মৃত রামপ্রিত রাজভর (৪৩) স্থানীয় বাসিন্দা। পুলিশ জানায়, বাড়ির কাছে গল্পগুজবের সময়ে বন্ধু নন্দলাল সাউয়ের সঙ্গে হাতাহাতি হয় রামপ্রিতের। আচমকাই রাস্তার পাশে পড়ে থাকা বাঁশ তুলে রামপ্রিতের মাথায় মারে নন্দলাল। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রামপ্রিত। এসএসকেএমে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেগতিক দেখে এলাকা ছেড়ে পালিয়েছিল নন্দলাল। রাতে পুলিশ তাকে খুনের অভিযোগে গ্রেফতার করে। |
নির্মীয়মাণ ফ্ল্যাটে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৪) ঝুলন্ত দেহ মিলল। রবিবার সন্ধ্যায়, রিজেন্ট পার্ক থানার নতুনপল্লিতে। স্থানীয়রা মৃতদেহটি দেখে পুলিশে খবর দেন। |