|
|
|
|
জখম ১০০ |
জামাত-আওয়ামির সংঘর্ষে উত্তাল ঢাকা |
সংবাদসংস্থা • ঢাকা |
জামাত-ই-ইসলামির ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাংলাদেশের রাজধানী-সহ বিভিন্ন এলাকা। বিরোধী জামাতের সঙ্গে প্রথমে পুলিশ এবং পরে শাসক আওয়ামি লিগের সংঘর্ষে অন্তত ১০০ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন পুলিশ।
সম্প্রতি বাংলাদেশের সংবিধান সংশোধন করে তদারকি সরকার গঠনের প্রথা তুলে দিয়েছে হাসিনা সরকার। তার প্রতিবাদে ভারতের বিদেশমন্ত্রীর সফরের দিন, বুধ এবং বৃহস্পতিবার বন্ধ ডেকেছিল প্রধান বিরোধী দল বিএনপি। তার পরে দু’দিন কাটতে না কাটতেই আজ থেকে ফের ৪৮ ঘণ্টার বন্ধ ডাকে জামাত। ওই সংবিধান সংশোধনী বিলে ধর্মসংক্রান্ত একটি বিষয় যুক্ত করার দাবিতে
এই বন্ধ। |
|
গ্রেফতার করা হচ্ছে এক বিক্ষোভকারীকে। এএফপি |
এ দিন সকালে বাঁশ, পাথর নিয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করেন জামাত কর্মী-সমর্থকরা। জোর করে বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। ভাঙচুর চালিয়ে বিভিন্ন গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের ঘিরে ধরে। দুই পুলিশের অস্ত্র কেড়ে নেওয়া হয়। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ছোড়া হয় রবার বুলেট। এর পরে আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরানোর চেষ্টা করলে সংঘর্ষ ছড়ায়। সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে,ফাতুল্লাহা এলাকা ও ঢাকার মৌচাক এলাকা থেকে। দেশেরঅন্য বড় শহরগুলোতেও বন্ধের প্রভাব চোখে পড়েছে। ইসলামি দলগুলির দাবি, গত তিন দিন ধরে তাদের প্রায় ২৫০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঢাকার রাস্তায় টহল দিচ্ছে বিশেষ বাহিনী। |
|
|
|
|
|