টুকরো খবর

রাস্তায় পড়ে বিদ্যুতের তার, ক্ষোভ
বিদ্যুতের তার ছিঁড়ে প্রায় দু’ঘণ্টা রাস্তায় পড়ে থাকায় ক্ষোভ ছড়াল কাটোয়া শহরের মাস্টারপাড়ায়। রবিবার সকালের এই ঘটনায় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি গরুর। এলাকার বাসিন্দারা জানান, এ দিন সকাল ৮টা নাগাদ বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। বিষয়টি রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কাটোয়া শহরের কলসেন্টারে জানানো হয়। বেলা ১০টা নাগাদ বিদ্যুৎ দফতরের ঠিকাদার গোষ্ঠীর লোকজন এসে তার জোড়া দেন। এলাকার বাসিন্দাদের ক্ষোভ, ওই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত। সময় মতো তার জোড়া হলে গবাদি পশুর মৃত্যু হত না বলেও দাবি বাসিন্দাদের। তার ছিঁড়ে পড়ার পর থেকে স্থানীয় লোকজন রাস্তা পাহারা দেন। এলাকার বাসিন্দা প্রণব মুখোপাধ্যায়ের অভিযোগ, “মাস্টারপাড়া থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কলসেন্টার। তা সত্ত্বেও জরুরি ভিত্তিতে কাজ হয়নি।” দেরির কী কারণ, তার উত্তর অবশ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কাটোয়ার গ্রুপ ইলেকট্রিক দফতরের আধিকারিকদের কাছে মেলেনি। কাটোয়া শহরের বিদ্যুৎ বণ্টন নিগমের সহকারী বাস্তুকার লাল্টু মণ্ডল বলেন, “আমি এখন প্রশিক্ষণ নিতে বাইরে এসেছি। তাই এ ব্যাপারে কিছু বলতে পারব না।” দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

পায়ে গুলি করে ছিনতাই বাইক
পায়ে গুলি করে এক ব্যক্তির মোটরবাইক ছিনতাই করল এক দল দুষ্কৃতী। কালনার চাঁদপুর গ্রামের বাসিন্দা আসরফ শেখ নামে ওই ব্যক্তি জখম অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ কাটোয়ার কাছে নতুনগ্রামে ওই ঘটনা ঘটে। আসরফ শেখ মুর্শিদাবাদের সালার থেকে এসটিকেকে রোড ধরে বাড়ি ফিরছিলেন। পুলিশকে তিনি জানিয়েছেন, নতুনগ্রামের কাছে মোটরবাইকে চড়ে এসে ৬ দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তার পরে দু’পায়ে গুলি করে বাইকটি নিয়ে পালিয়ে যায়। এক ট্রাক্টর চালক রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায়, তদন্ত চলছে।

বিচারাধীন বন্দির মৃত্যু বর্ধমানে
এক বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম হাসিনা বিবি (৬০)। বাড়ি আউশগ্রামের দারিয়াপুর গ্রামে। বর্ধমান জেলা সংশোধানাগার সূত্রে জানানো হয়েছে, বধু নির্যাতন মামলায় গত ১৯ মে গ্রেফতার হন তিনি। পুত্রবধূ ফুলু খাতুনকে (২০) পুড়িয়ে মারার অভিযোগে ছেলে, স্বামী ও দেওর-সহ তাঁকে গ্রেফতার করে পুলিশ। ১ জুলাই তাঁকে বমি ও মাথা ঘোরার উপসর্গ নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে ওই হাসপাতালের পুলিশ সেলে মারা গিয়েছেন তিনি। রবিবার তাঁর দেহের বিশেষ ময়নাতদন্ত করানো হয়েছে বলে বর্ধমান থানা সূত্রে জানানো হয়েছে।

ব্যবসায়ীর অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার শ্রীখণ্ড গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লক্ষ্মণ কর্মকার (২১)। তিনি স্থানীয় শ্রীখণ্ড বাজারে একটি কামারশালার মালিক ছিলেন। তাঁর পারিবারিক সূত্রে জানানো হয়েছে, ব্যবসার উন্নতির জন্য তিনি মাস ছয়েক আগে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বেশ কয়েক হাজার টাকা ঋণ করেন। এই টাকা তিনি শোধ দিতে না পারে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শনিবার অসুস্থ অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

স্কুলভোটে হার তৃণমূল প্রার্থীদের
শ্রীখণ্ড উচ্চ বিদ্যালয় (বয়েজ)-এর পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সব ক’টি আসনেই জিতলেন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রবিবার ওই স্কুলে ভোট হয়। ৪৫৬ জন অভিভাবক ভোট দেন। উল্লেখ্য, এ বার পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিল কংগ্রেস ও তৃণমূল শিবির। দীর্ঘ দিন পরিচালন সমিতি দখলে রাখলেও সিপিএম এ বার প্রার্থী দাঁড় করিয়েও প্রত্যাহার করে নেয়।

রবীন্দ্র পরিষদের সভা স্থগিত
উপযুক্ত কোরামের অভাবে শেষ পর্যন্ত বর্ধমানের রবীন্দ্র পরিষদের বিশেষ সাধারণ সভা স্থগিত হয়ে গেল। রবিবার এই সভার শুরুতে দেখা যায়, ৩৫২ জন সদস্যের মধ্যে উপস্থিত মাত্র ৭০ জন। কয়েক জন সদস্য এত কম জনকে নিয়ে সভা পরিচালনার কাজ শুরু করতে আপত্তি করেন। তার জেরে সভাপতি, অতিরিক্ত জেলাশাসক পূর্ণচন্দ্র সীট সভার কাজ স্থগিত বলে ঘোষণা করেন। অনেকের কথায়, কয়েক বছর ধরে কম সদস্যের উপস্থিতিতেই কাজ চালাতে হচ্ছে। রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক বিমলাকান্ত চট্টোপাধ্যায় বলেন, “পরের দিন যত কম লোকই আসুন না কেন, সভা হবে।”
Previous Story Bardhaman Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.