ভোটার তালিকায় গোলমাল থাকার তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে রবিবার বন্ধ হয়ে গেল কাঁকসার বিরুডিহা হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচন। এই ঘটনায় ক্ষুব্ধ সিপিএম এলাকায় একটি মিছিল বের করে। দীর্ঘদিন ধরে ওই স্কুলের পরিচালন সমিতি সিপিএমের দখলে থাকলেও এবার রাজ্যে জোট সরকার ক্ষমতায় আসার পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্কুলের পরিচালন সমিতির ৬ টি আসনেই প্রার্থী দিয়েছিলেন। দলের ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায় বলেন, “সকালে নির্বাচন শুরুর সময়ে দেখা যায় ভোটার তালিকায় আমাদের সমর্থক একাধিক অভিভাবকের নামে ভুল রয়েছে। ফলে তাঁরা ভোট দিতে পারবেন না।” সিপিএম উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তাঁর। স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ গোস্বামী ভোটার তালিকায় ত্রুটির কথা স্বীকার করে ভোটগ্রহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। জেলা টিএমসিপি’র সহ সভাপতি তথা স্থানীয় বাসিন্দা জগবন্ধু দাসের দাবি, স্কুলের কিছু এবিটিএ’র সদস্য শিক্ষকদের কারসাজিতেই এই ঘটনা ঘটেছে। সিপিএম অবশ্য ঘটনার পিছনে তাদের হাত থাকার কথা মানতে চায়নি। দলের কাঁকসা জোনাল সদস্য পারশ তেওয়ারি বলেন, “আমাদের সমস্ত প্রস্তুতি মাঠে মারা গেল। ভোটার তালিকায় ত্রুটির কথা আগে থেকে জানতে পারলে আমরা কোনও আয়োজন করতাম না।”
|
দুই নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে যন্ত্রাংশ লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার নর্থ সিহারশোল কোলিয়ারি এজেন্ট কার্যালয়ে। কোলিয়ারির এজেন্ট ওমপ্রকাশ যাদব জানান, শনিবার রাত ১২টা নাগাদ প্রায় ২০ জন দুষ্কৃতী কার্যালয়ে হামলা চালায়। কোলিয়ারির দুই নিরাপত্তারক্ষী অমরজিৎ সিংহ এবং মন্টু ভকত তাদের বাধা দিতে যায়। দুষ্কৃতীরা ওই দুই রক্ষীকে মারধর করে বেঁধে রাখে। জানলা দিয়ে হাত ঢুকিয়ে তারা যন্ত্রাংশ চুরি করে পালায় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জামুড়িয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে।
|
এনটিপিএস থানা এলাকার জহরলাল নেহরু রোডে রবিবার বিকেলে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের কাছ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সাইকেল পাওয়া গিয়েছে। মৃতের পায়ে আঘাত ও ব্যাপক রক্ত ক্ষরণের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের জখম পায়ের মোজা ও চপ্পল খোলা। পুলিশের অনুমান, কোনও গাড়ি ওই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সম্ভবত মস্তিস্কের ভিতরে রক্তক্ষরণ হওয়ায় তিনি বমি করেছেন। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
|
ডিপিএল কতৃর্পক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়াতে কার্যকরী পদক্ষেপ না করার অভিযোগ তুলে রবিবার বিকালে দুর্গাপুরের গ্যামন ব্রিজ থেকে একটি মিছিল বের করে আইএনটিইউসি। সংগঠনের পক্ষে উমাপদ দাস জানান, দিনের পর দিন ডিপিএল কর্তৃপক্ষ কারখানায় বিভিন্ন অনিয়ম চলছে। কারখানার ভবিষ্যৎ অনিশ্চতার দিকে এগোচ্ছে। তার প্রতিবাদেই এই মিছিল।
|
শর্ট সার্কিটের ফলে একটি লরিতে আগুন লেগে যায়। দুর্গাপুরের ডিভিসি মোড়ে রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পুলিশ জানিয়েছে, রাস্তার পাশে লরিটিকে সরিয়ে রাখা হয়েছে।
|
১২ জন কৃতী পড়ুয়া ও ৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দিল মঞ্জরী সাংস্কৃতিক পরিষদ। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি অরুনাভ বড়ুয়া, আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত। এ দিনের অনুষ্ঠানে আবৃত্তি, গান, নাচ ও রবীন্দ্রনাথের গীতিআলেখ্য পরিবেশন করে কচিকাঁচা ও এলাকার শিল্পীরা। |