মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুপ দাস ও অজিত দলুই স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আমরা ক’জন বয়েজ ক্লাব। রবিবার গ্যামন ব্রিজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় ডিএসপিএসএকে ৪-০ গোলে হারায়। দু’টি গোল করেন সুদেব পাল। সুরজিৎ বাউরি ও সুমন পতি একটি করে গোল করেন। প্রতিযোগিতার সেরা হয়েছেন আমরা ক’জন বয়েজ ক্লাবের বাপি দাস। ফাইনাল খেলার সেরা হয়েছেন একই দলের সাবির আনসারি আলি। এ দিন জেলা ও মহকুমা স্তরে প্রতিনিধিত্ব করা তিন জন প্রাক্তন ফুটবলার সুভাষ গুহ, স্বপন সরকার ও প্রদীপ রায়কে সংবর্ধনা দেয় মহকুমা ক্রীড়া সংস্থা। ম্যাচটি পরিচালনা করেন মকুল মাজি, রতন মাইতি, ওমপ্রকাশ সিংহ ও অভীক চক্রবর্তী।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের শনিবারের খেলায় ফ্রেন্ডস রেজিমেন্ট ২-০ গোলে হারায় সুকুমার স্মৃতি সঙ্ঘকে। ওই দিন এমএএমসি মাঠের খেলায় গোল করেন রতন বাস্কে ও ফরিদ আলি। এ দিনই গ্যামন ব্রিজ মাঠের খেলায় অআকখ ক্লাব ও বীরভানপুর বিধান স্পোর্টিংয়ের ম্যাচটি শেষ হয় অমীমাংসিতভাবে। দু’টি দলই গোল করতে পারেনি।
|
পুরুষোত্তমপুর যজ্ঞেশ্বর ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হল নিয়ামতপুর কিশোর সঙ্ঘ। এ দিন যজ্ঞেশ্বর মাঠে আয়োজিত খেলায় তারা বার্নপুর পাঞ্জাবীডাঙাকে ৩-২ গোলে হারায়। সর্বোচ্চ দু’টি গোল করেন বিজয়ী দলের সুভাষ মান্ডি। একই মাঠে আয়োজিত শনিবারের খেলায় জয়ী হয়েছে হিরাপুর ধর্ম সঙ্ঘ। তারা ওই দিন রহনাডিহিকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়।
|
সুবোধ কাপ ফুটবলে রবিবার সাই প্রশিক্ষণ কেন্দ্র ৪-০ গোলে হারায় আমরা সবাই ক্লাবকে। ২টি গোল করেন বাপি বিশ্বাস, অন্য দু’টি বিকাশ বাউরি ও আনিফ টুডু। শনিবার আরাধনা সঙ্ঘ ৩-০ গোলে হারায় বিবেকানন্দ সঙ্ঘকে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত নার্সারি লিগে চ্যাম্পিয়ন হল হরিজন সমিতি। শনিবার কালনার অঘোরনাথ পার্কে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল খেলায় তারা ৪-১ গোলে হারায় দীপালি সঙ্ঘকে।
|
৩৮ নম্বর ওয়ার্ড কমিটি আয়োজিত লিগ কাম নক আউট ফুটবলের রবিবারের প্রথম খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়। স্পোর্টস-এ ও ইদগা ক্লাবের খেলাটি গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয় খেলায় নেতাজি স্পোর্টস ক্লাব জয়ী হয়। তারা নুর স্পোর্টসকে ২-০ গোলে হারায়। |