দামোদরে উদ্ধার দু’টি দেহের পরিচয় মিলল |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দামোদরের ক্যানাল থেকে উদ্ধার হওয়া দু’টি অজ্ঞাতপরিচয় মৃতদেহের পরিচয় জানতে পেরেছে পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের কোকওভেন থানার আশিসনগরে দামোদরের ক্যানালে ওই দেহগুলি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কালীচরণ মাহাতো (২৫) ও সুনীল মান্ডি (২৭)। প্রথম জনের বাড়ি পশ্চিম মেদিনীপুরের বাঁকড়ায়। দ্বিতীয় জন ঝাড়গ্রামের চণ্ডীপুর এলাকার বাসিন্দা। তাঁরা একটি লরির চালক ও খালাসি। তাঁদের লরিটি পুলিশ উদ্ধার করেছে পুরসভার পার্কিং প্লাজা থেকে।
পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে গত ২ জুলাই ওই দু’জন একটি আকরিক বোঝাই লরি নিয়ে দুর্গাপুরের একটি কারখানায় আসছিলেন। পরের দিন তাঁরা লরিটি পার্কিং প্লাজায় রাখেন। তার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ ছিল না। গত বুধবার ও বৃহস্পতিবার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে। দেহ দু’টির হাত-পা পিছন দিকে পিছমোড়া করে বাঁধা ছিল। দেহে ক্ষতচিহ্নও ছিল। পায়ে ইট বাঁধা ছিল। দু’জনকে যে একই উদ্দেশ্যে খুন করা হয়েছে অনুমানের পরে তদন্ত শুরু করে পুলিশ। এ দিকে পার্কিং প্লাজায় গত চার দিন ধরে দাঁড়িয়ে থাকা লরিটির চালক ও খালাসির কোনও খোঁজ না মেলার খবর পেয়ে বিভিন্ন কারখানাতে খোঁজ খবর শুরু করে পুলিশ। এর পরে ক্যানালে ভেসে আসা দেহ দু’টি ওই লরির চালক ও খালাসির বলে জানায় পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, আকরিক লুঠ করার উদ্দেশ্যেই ওই লরির চালক ও খালাসিকে খুন করেছে দুষ্কৃতীরা। দিন কয়েক অপেক্ষা করার পর তারা পার্কিং প্লাজা থেকে হয়ত লরিটি সরিয়ে ফেলত। তবে পারিবারিক বা অন্য কোনও কারণে ওই দু’জনকে খুন করা হয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “খুনের প্রকৃত কারণ জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।” |