টুকরো খবর

পালিয়েও ধরা পড়ল বন্দি
হাসপাতালের শৌচাগার থেকে পালানোর কয়েক ঘণ্টার মধ্যে ফের পুলিশের হাতে ধরা পড়ল এক বিচারাধীন বন্দি। শুক্রবার দুপুর ২টা নাগাদ উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ওই বন্দির নাম বাবন রায়। তার বাড়ি কালিয়াগঞ্জ থানার চিড়াইল পাড়ায়। এদিন সকাল ৬টা নাগাদ হাসপাতালের তিনতলার শৌচাগারের জানলার চৌকাঠ থেকে লোহার রড খুলে জলের পাইপ বেয়ে নেমে পালায় বাবন। পরে দুপুরে হেমতাবাদ এলাকায় টহলদারি পুলিশের ভ্যান দেখে সে পালানোর চেষ্টা করে। তখনই তাকে সন্দেহবশত ধরা হয়। পুলিশ কর্মীরা পরে জিজ্ঞাসাবাদ করে বাবনের পালানোর বিষয়টি জানতে পারেন। ঘটনার পর হাসপাতালের পুলিশ লকআপের দায়িত্বে থাকা এক এনভিএফ কর্মী বীরেন্দ্রনাথ রায় এবং হোমগার্ড খতিরুদ্দিন মহম্মদকে জেলা পুলিশ সুপার মিলনকান্ত দাস সাসপেন্ড করেন। পুলিশ সুপার বলেন, “ধৃতের বিরুদ্ধে বিভিন্ন একাধিক মামলা রয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে লকআপের দায়িত্বে দু’জনকে সাসপেন্ড করা হয়েছে।” বৃহস্পতিবার সকালে সংবাদপত্র বিক্রেতার বন্ধু পরিচয় দিয়ে সে রায়গঞ্জের বোগ্রাম এলাকার এক বাসিন্দার বাড়ি থেকে দেড় হাজার টাকা এবং মোবাইল টেলিফোন চুরি করে পালায় বলে অভিযোগ। বিকালে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করলেও বাসিন্দারা তাকে ধরে পুলিশে দেন। রায়গঞ্জ থানায় আনা হলে হাতের দুটি আংটি খুলে গিলে খেয়ে সে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। পরে আংটিগুলি তাঁর মুখ থেকে বার হয়। এর পরে বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা বলায় বাবনকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

দম্পতি-সহ মৃত ৩ বাজে
বাজ পড়ে স্বামী-স্ত্রী’র মৃত্যু হয়েছে। শুক্রবার উঃ দিনাজপুরের হেমতাবাদ থানা টিটিহি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতদের নাম আবদুল সুহান (৫৫) এবং নুরজাহান বিবি (৫০)। প্রচন্ড গরমের জন্য বাড়ির বারান্দায় ওই দম্পতি ঘুমিয়ে ছিলেন। ভোররাতে ঝড় বৃষ্টি শুরু হয়। তার পরেই বাড়ির পাশের একটি গাছে বাজ পড়ে। তাতে স্বামী-স্ত্রী মারা যান। একই ভাবে আলিপুরদুয়ারের কালচিনির গদাধর বস্তিতে বাজ পড়ে সুরেশ রাভা (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন তাঁর মেয়ে সাইলি রাভা। তাঁকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাজ পড়ে স্বামী-স্ত্রী’র মৃত্যু হয়েছে। শুক্রবার উঃ দিনাজপুরের হেমতাবাদ থানা টিটিহি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতদের নাম আবদুল সুহান (৫৫) এবং নুরজাহান বিবি (৫০)। প্রচন্ড গরমের জন্য বাড়ির বারান্দায় ওই দম্পতি ঘুমিয়ে ছিলেন। ভোররাতে ঝড় বৃষ্টি শুরু হয়। তার পরেই বাড়ির পাশের একটি গাছে বাজ পড়ে। তাতে স্বামী-স্ত্রী মারা যান। একই ভাবে আলিপুরদুয়ারের কালচিনির গদাধর বস্তিতে বাজ পড়ে সুরেশ রাভা (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন তাঁর মেয়ে সাইলি রাভা। তাঁকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

৩০ কাঁচা বাড়ি ছাই
বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে ৩০টি কাঁচা বাড়ি পুরোপুরি গিয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিগলগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে। ইসলামপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘঠনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকার একটি বাড়ির রান্নার ঘর থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিক তদন্তের পরে দমকল কর্মীরা মনে করছেন। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল চন্দ্র সিংহ বলেন, “ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলিকে চাল, গম ,ত্রিপল এবং জামাকাপড়ের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে।”

কলেজে উত্তেজনা
কলেজে প্রথম বর্ষে ভর্তির ফর্ম ফিলআপকে কেন্দ্র করে ফের উত্তেজনা সৃষ্টি হল ইসলামপুরে। শুক্রবার কলেজে ফর্ম ফিলআপ শুরু হলে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিদের কলেজে ঢুকতে এসএফআই সদস্যরা বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল ছাত্র পরিষদের ইসলামপুর টাউন কমিটির আহ্বায়ক সুদীপ চন্দ বলেন, “মহকুমাশাসকের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে ঠিক ছিল ফর্ম ফিলআপের সময়ে আমাদের দু’জন ছাত্র প্রতিনিধি কলেজে উপস্থিত থাকতে পারবে। কিন্তু এসএফআই সমর্থকেরা আমাদের কলেজে ঢুকতে বাধা দেয়। মারধরও করে।” এসএফআই নেতা শান্তনু বাগচির পাল্টা অভিযোগ, “তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই কলেজে ঢুকে আমাদের ছেলেদের মারধর করে।” মহকুমাশাসক পার্থ ঘোষ জানান, কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের শান্তি ফেরাতে উদ্যোগী হওয়ারঅনুরোধ জানানো হয়েছে। তাতে কাজ না-হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কার্যালয় ভাঙচুর
সিপিএমের ওয়ার্ড কমিটির দফতর কার্যালয়ের একাংশ ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুরের শহরের ৪ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। বৃষ্টির রাতে দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ের সামনে থাকা শহীদ বেদি এবং ভবনের কার্নিশ দুষ্কৃতীরা ভাঙচুর করে বলে অভিযোগ। দলীয় পতাকা ছিঁড়ে ফেলাও হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছেন বলে সিপিএমের প্রাক্তন পুর চেয়ারম্যান বলরাম ঘোষের অভিযোগ। তৃণমূল নেতা অমল সরকার বলেন, “নেশাগ্রস্থ দুষ্কৃতীরা ওই কাজ করেছে বলে মনে হচ্ছে। তৃণমূলের কেউ জড়িত নয়।”

কলেজে টহল
মালদহ কলেজে ছাত্র সংঘর্ষের জেরে বড় মাপের গোলমালের আশঙ্কায় শুক্রবার শহরে কেন্দ্রীয় বাহিনীর টহলদারির শুরু হয়েছে। মালদহ কলেজের ভিতরে সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কাযর্কলাপ ২৮ জুন পযর্ন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বহিরাগতদের ঢোকার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে ‘ভিত্তিহীন অভিযোগে’ কলেজের ক্যাশিয়ার বুলবুল মন্ডলকে পুলিশ গ্রেফতার করেছে অভিযোগ তুলে বৃহস্পতিবার থেকে শিক্ষাকর্মীরা অনির্দিষ্ট কালের জন্য কাজ বন্ধ করে আন্দোলনে নেমেছেন। আন্দোলনে গৌড়বঙ্গ বিশ্ববিদালয়ের প্রথম বর্ষের ফর্ম ফিল আপ বন্ধ। তবে পরীক্ষা হয়। পুলিশ সুপার ভূবন মন্ডল বলেন, “মালদহ কলেজে ছাত্র সংঘর্ষের জেরে বড় গন্ডগোলের আশঙ্কায় শহরে সিআরপি নামানো হয়েছে। ২৯ জুন থেকে কেবলমাত্র নবাগত ছাত্রছাত্রীরা চাইলে ছাত্র সংগঠনগুলি সাহায্য করতে পারবে।” পশ্চিমবঙ্গ শিক্ষাকর্মী ইউনিয়ন জেলা সম্পাদক মৃন্ময় গোস্বামী বলেন, “বৃহস্পতিবার বহিরাগতরা যেভাবে কলেজে তান্ডব চালিয়েছে তাতে শিক্ষাকর্মীরা আতঙ্কিত। নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পযর্ন্ত একজন শিক্ষাকর্মীও কাজ করবেন না।” চরম দুর্ভোগে পড়েছেন ওই কলেজের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। অধ্যক্ষ অনিরূদ্ধ সেনগুপ্ত বলেন, “পরিস্থিতি শান্ত রাখতে আমরা পুলিশের সক্রিয় সহযোগিতা চেয়েছিলাম। তার পরেই প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে।”

চাপানউতোর
সাংগঠনিক কাজের জন্য সরকারি দফতরের ঘর ব্যবহারের অভিযোগ নিয়ে শাসক ও বিরোধী দল প্রভাবিত কর্মী সংগঠনের উতোর চাপান শুরু হয়েছে। কোচবিহার পূর্ত (সড়ক) দফতরের ঘর ব্যবহার নিয়ে ওই বিতর্কে জড়িয়েছেন ওয়েস্টবেঙ্গল স্টেট গভমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন এবং কো-অর্ডিনেশন কমিটির নেতৃত্ব। ওয়েস্টবেঙ্গল স্টেট গভমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের পূর্ত শাখার স্থানীয় নেতৃত্বের অভিযোগ, ওই সরকারি দফতরের ঝা-চকচকে একটি ঘর দীর্ঘদিন নিজেদের দখলে রেখেছেন কো-অর্ডিনেশন কমিটি নিয়ন্ত্রিত সংগঠন। সরকারি বিদ্যুৎ খরচ করে সন্ধ্যার পরে সেখান থেকে সাংগঠনিক কাজ পরিচালনা করা হচ্ছে। সরকারি দফতরের ঘর অপব্যবহার বন্ধ করতে এতদিন কেউ উদ্যোগ নেয়নি। সংগঠনের কোচবিহার শাখার পূর্ত ইউনিট সভাপতি মানিক দে বলেন, “ওই ঘরে যে কোনও সেকশন চালু করা সম্ভব। কিন্তু কো-অর্ডিনেশন কমিটির জন্য সেটা সম্ভব হয়নি। আমরা ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আন্দোলন শুরু হবে।” কো-অর্ডিনেশন কমিটির কোচবিহার জেলা সভাপতি পুলক বিশ্বাস বলেন, “ওই ঘরে সংগঠনের অফিস খোলার অভিযোগ ভিত্তিহীন। সেখানে কিছু কর্মী নিজেদের টাকায় কেনা চেয়ারে বসতেন। আর তা ছাড়া সমিতির অফিস থাকতে সেখানে কেন অফিস খোলা হবে!” পূর্ত (সড়ক) বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দীপক সিংহ বলেন, “অনুমতি ছাড়া ওই ঘর কেউ ব্যবহার করতে পারবে না জানিয়ে দিয়েছি।”

ইসলামপুর কলেজে উত্তেজনা
কলেজে প্রথম বর্ষে ভর্তির ফর্ম ফিলআপকে কেন্দ্র করে ফের উত্তেজনা সৃষ্টি হল ইসলামপুরে। শুক্রবার কলেজে ফর্ম ফিলআপ শুরু হলে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিদের কলেজে ঢুকতে এসএফআই সদস্যরা বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল ছাত্র পরিষদের ইসলামপুর টাউন কমিটির আহ্বায়ক সুদীপ চন্দ বলেন, “মহকুমাশাসকের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে ঠিক ছিল ফর্ম ফিলআপের সময়ে আমাদের দু’জন ছাত্র প্রতিনিধি কলেজে উপস্থিত থাকতে পারবে। কিন্তু এসএফআই সমর্থকেরা আমাদের কলেজে ঢুকতে বাধা দেয়। মারধরও করে।” এসএফআই নেতা শান্তনু বাগচির পাল্টা অভিযোগ, “তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই কলেজে ঢুকে আমাদের ছেলেদের মারধর করে।” মহকুমাশাসক পার্থ ঘোষ জানান, কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের শান্তি ফেরাতে উদ্যোগী হওয়ারঅনুরোধ জানানো হয়েছে। তাতে কাজ না-হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনায় মৃত্যু
মোটর সাইকেল ছিটকে পড়ে এক ব্যঙ্ককর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নাম বিনায়েশচন্দ্র সেন (৫১)। তাঁর বাড়ি রায়গঞ্জের অশোকপল্লি এলাকায়। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কালিয়াগঞ্জের সাহেবঘাটা শাখার কর্মী ছিলেন। রাতে মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। চাকা ফেটে ছিটকে রাস্তায় পড়েন।

তিস্তা নদীতে লাল সতর্কতা
ছবিটি তুলেছেন সন্দীপ পাল।
শহর লাগোয়া দোমহনি এলাকায় তিস্তা নদীতে লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ওই লাল সঙ্কেত জারি করা হয়। এ দিন সকাল থেকেই জল বাড়তে থাকায় দোমহনিতে হলুদ সঙ্কেত জারি করা হয়েছিল। বিকেলের পরে জলস্তর বাড়তে থাকায় দোমহনি থেকে বাংলাদেশে পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করা হয়। উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশন সুত্রে জানা গিয়েছে, মূলত ডুয়ার্সে এবং পাহাড়ে টানা বৃষ্টির কারণে তিস্তায় জল বেড়েছে। গত ২৪ ঘন্টায় মালবাজার এলাকায় ৮০ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে। পাহাড়ের তিস্তাবাজার এলাকাতে জলস্তর বিপদসীমার উপর দিয়ে জল বইছে বলে জানা গিয়েছে। সেচ দফতরের সহকারী বাস্তুকার কেশব চন্দ্র রায় বলেন, “শুক্রবার দোমহনীতে লাল সঙ্কেত জারি করা হয়েছে। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি জানানো হয়েছে।”
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.