টুকরো খবর

অস্ত্র-আইনে ধৃত নেতার জামিন হল
বাড়িতে অবৈধ ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ধৃত সিপিএম নেতা রঞ্জিত মন্ডল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেলেন। গত ১১ জুন ভক্তিনগর থানার টাকিমারি এলাকার বাসিন্দা সিপিএমের রাজগঞ্জ জোনাল কমিটির সদস্য রঞ্জিতবাবুর বাড়ির চৌবাচ্চা থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। অবৈধ অস্ত্র মজুত করার অভিযোগে রঞ্জিতবাবু-সহ তাঁর দুই সহকর্মীকে গ্রেফতার করে পুলিশ। জেলা আদালতের নির্দেশে তাঁদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে জামিনের ধৃতদের আবেদন করা হয়। তিনজনেরই জামিন আদালত এদিন মঞ্জুর করে। রঞ্জিতবাবুর আইনজীবী সুজিত সরকার বলেন, “আদালত ধৃতদের জামিন মঞ্জুর করেছে। ধৃতদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছিল। রঞ্জিত মন্ডলের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়নি। বাড়ির পেছনের চৌবাচ্চা থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। রঞ্জিতবাবুর বাড়ির পেছন দিকে কোনও প্রাচীর বা বেড়া নেই। কাজেই যে কেউ ষড়যন্ত্র করে চৌবাচ্চায় অস্ত্র ফেলে রঞ্জিতবাবুকে ফাঁসানোর চেষ্টা করেছেন। আদালতে বিস্তারিত জানানোর পরে তার জামিন মঞ্জুর হয়েছে।” এদিন আদালতে সরকারি আইনজীবী সুব্রত সাহা রঞ্জিতবাবুর জামিনের আবেদনের বিরোধিতা করেন। সুব্রতবাবু বলেন, “এখনও তদন্তের কাজ শেষ হয়নি। সে কারণেই জামিনের বিরোধিতা করা হয়।” আদালত সুত্রে জানা গিয়েছে, রঞ্জিতবাবুর বিরুদ্ধে অস্ত্র আইনের যে ধারায় অভিয়োগ করা হয়, সেই ধারাগুলিকে নিয়েই রঞ্জিতবাবুর আইনজীবী প্রশ্ন তোলেন।

শিক্ষাশিবির
পাহাড়পুর পঞ্চায়েতের তাঁতিপাড়ায় জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজের (পিডি কলেজ) জাতীয় সেবা প্রকল্পের শিক্ষা শিবিরের সমাপ্তি হয়েছে। গত ১৪ জুন থেকে শিবির শুরু হয়। সেবা প্রকল্পে কলেজের চারটি ইউনিটের ২৫০ জন ছাত্রী এই শিবিরে অংশ নিয়েছিলেন। তাঁতিপাড়া এলাকার বাসিন্দাদের আর্থসামাজিক অবস্থান, এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা-সহ শিক্ষার প্রসার নিয়ে ছাত্রীরা সমীক্ষা চালায়। সমীক্ষা রিপোর্ট জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

ধৃত চার গাড়ি চোর
আন্তঃরাজ্য গাড়ি চুরিচক্রের ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থানার বিধান রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা। নাম অজয় সিংহ, রাহুল সিংহ, রাজীব সিংহ এবং অনিল রায়। প্রথম তিন জনের বাড়ি বিহারের বৈশালীতে। অনিল গাড়ির চালক। তার বাড়ি বিহারের মজফ্ফরপুরে। তাদের সঙ্গে থাকা একটি স্করপিও গাড়ি আটক করেছে পুলিশ। গাড়ি থেকে নকল চাবি সহ চুরির কাজে ব্যবহার করা বিভিন্ন যন্ত্র উদ্ধার করেছে পুলিশ।

দলবদল
জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের তালমা চা বাগানের সাতখামার ডিভিশনের ১২৫ শ্রমিক বামপন্থী সংগঠন ছেড়ে কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার কংগ্রেসের শ্রমিক সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব প্লান্টেশন ওয়ার্কার্সের একটি কমিটিও তৈরি করা হয়। কংগ্রেসের বাহাদুর অঞ্চল কমিটির সভাপতি হাসান শামিম নওয়াজ প্রধান বলেন, “শ্রমিকদের প্রাপ্য অধিকার আদায়ে এনইউপিডব্লিউ লড়াই করবে।”
Previous Story Uttarbanga Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.