|
|
|
|
সংস্কৃতি যেখানে যেমন...
|
দর্পণ-এর সুর সন্ধ্যা |
গত ১৮ এবং ১৯ জুন দীনবন্ধু মঞ্চে আর্য সমিতির সাংস্কৃতিক শাখা দর্পণ নাটা সংস্থা দু’দিন ধরে নাটক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল। প্রথম দিন নাটক হর্ষবিষাদ-এর প্রযোজনা ছিল বেশ ভাল। রচনা, নির্দেশনা এবং আবহসঙ্গীতে ছিলেন সুবীর কুমার চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পরিচালক নিজে, এ ছাড়া অভিনব সেনগুপ্ত, রাহুল দেওয়ানজী, কমলেশ রায়, জ্যোতির্ময়ী হংসবিরাজ সরকার, সোমঋতা ঘোষ, প্রিয়াস চট্টোপাধ্যায় এবং শিশুশিল্পী অভিজিৎ সরকার। দ্বিতীয় দিনের সন্ধ্যায় ছিল কবিপ্রণাম। নৃত্যাঙ্গণের পরিবেশনায়, গৌতম সেনগুপ্তের পরিচালনায় রবীন্দ্র নৃত্যনাট্য কালমৃগয়া সকলের মন ছুঁয়ে যায়। এ ছাড়া এ দিনের সন্ধ্যায় রবীন্দ্রসঙ্গীতে ছিলেন রুমকি দত্ত, স্বাতী ভৌমিক, রুমকি দত্ত এবং শুভেচ্ছা সেন। কবিতায় কোয়েল ভট্টাচার্য, স্বপনকুমার সরকার। একক আবৃত্তি পরিবেশনে এবং সঞ্চালনায় ছিলেন পারমিতা দাশগুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন দেবপ্রসাদ ভৌমিক।
|
|
সম্প্রতি হায়দরপাড়ায় রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করেছিল ‘অমৃতা’। ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
|
হেমন্ত-স্মরণ |
১৬ জুন শিলিগুড়ি হাকিমপাড়ায় শকুন্তলা ভবনে বাসু সরকার এবং সত্যজিৎ মুখোপাধ্যায়ের উদ্যোগে গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে স্মরণ করে তাঁর ৯১ তম জন্মদিন পালন হল। প্রধান অতিথি ছিলেন পরিতোষ চক্রবর্তী। প্রতীক্ষা ঘোষের রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এ ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ঔরবাগ্নী দে, অভ্রাংশু সরকার, সেঁজুতি সেন, রাজীব ভট্টাচার্য, ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, তাপস চক্রবর্তী, নিখিলরঞ্জন সরকার, পাঞ্চালি চক্রবর্তী এবং সত্যজিৎ মুখোপাধ্যায়। আবৃত্তিতে পারমিতা বিশ্বাস ভট্টাচার্য এবং কর্ণ-কুন্তী সংবাদে ছিলেন কুন্তল ঘোষ ও চম্পা ভট্টাচার্য। যন্ত্রানুসঙ্গীতে ছিলেন দীপক কর্মকার ও সুমন্ত্র দে। |
|
|
|
|
|