টুকরো খবর

ঝোপে মিলল নিখোঁজের দেহ
বাড়ি থেকে পালানো এক অসুস্থ ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে বাঁকুড়া শহরের পাঁচবাগায় রেল ফটকের কাছে কাঁটা গাছের ঝোপের ভিতরে দেহটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়দীপ বকসি (৪০)। ইঁদপুর থানার শরৎপুরে তাঁর বাড়ি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃহস্পতিবার রাতে কোনও কারণে তিনি কাঁটা গাছের ঝোপে পড়ে গিয়ে ক্ষতি বিক্ষত হন। সেখানেই তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা ঝোপের ফাঁকে শুধু একটি পা দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঝোপ পরিষ্কারের পর দেখা যায়, উপুড় হয়ে পড়ে থাকা দেহের পরনে শুধু ধূসর রঙের ফুল প্যান্ট রয়েছে। খালি গা। মুখ ক্ষত বিক্ষত। তখনও তাঁর পরিচয় জানা যায়নি। পরে, মৃতের পরিবার মর্গে গিয়ে দেহটি শনাক্ত করেন। তাঁর দাদা আশিস বকসি বলেন, “মঙ্গলবার সকালে খিঁচুনির উপসর্গ নিয়ে জয়দীপকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মধ্যে কিছুটা মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। অন্যান্য রোগীদের বিরক্ত করছিল বলে হাসপাতাল থেকে ওকে ছাড়িয়ে বৃহস্পতিবার বাঁকুড়া শহরের লোকপুরে আমার বাড়িতে নিয়ে যাই। দুপুরে সেখান থেকেও ও বেপাত্তা হয়ে যায়।” তিনি জানান, এ দিন সকালে বাঁকুড়া সদর থানায় জয়দীপের নামে নিখোঁজ ডায়েরি করেন। তার পরে অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধারের খবর পেয়ে মর্গে যান। তিনি বলেন, “বাড়ি থেকে পালিয়ে ভাই কোথায় গিয়েছিল জানি না। কী ভাবে তার মৃত্যু হল তাও পরিস্কার নয়।” তবে, পুলিশ জানিয়েছে, কোনও কারণে ঝোপে পড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

অবস্থান-বিক্ষোভ
দলীয় নেতা বিবেকানন্দ মাহাতো ওরফে বাজারি মাহাতোর খুনের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে শুক্রবার জেলাশাসকের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (অজিত)। গত ২১ মে রঘুনাথপুরের পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে শাঁকাবটতলা বাস স্টপেজের অদূরে ওই নেতার দেহ উদ্ধার হয়েছিল। দলের শীর্ষ নেতা অজিত মাহাতো বলেন, “পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। তবু এই খুনের পিছনে একটি চক্র রয়েছে।” জানা গিয়েছে মৃতের স্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন। পুলিশ জানায়, এক জনকে গ্রেফতার করা হয়েছে। সে খুনের কথা স্বীকার করেছে। যে গাড়িতে ওই নেতাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়ির চালকের খোঁজ চলছে।

বাজ পড়ে মত্যু তিন জনের
দুই জেলায় বাজ পড়ে বালিকা-সহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বাঁকুড়া সদর থানার কেঞ্জাকুড়া গ্রামে বাজ পড়ে সোমা পরামানিক (১০) ওই বালিকার মৃত্যু হয়। জখম অবস্থায় তার মাকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমা এবং তার মা মমতাদেবী বিকেলে পাড়ার নলকূপে জল ভরছিল। সেই সময় বাজ পড়লে দুজনে জখম হন। পড়শিরা তাঁদের উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে এ দিনই পেশায় দিনমজুর সারেঙ্গা থানার বামনিশোলের বাসিন্দা আকাশ মণ্ডল (৩৫) মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। সারুলিয়া গ্রামের কাছে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। আকাশ মণ্ডল (৩৫)। অন্য দিকে, পুঞ্চার পায়রাচালি সেতুর কাছে জমিতে বীজ ধান ফেলার সময় বাজ পড়ে পুঞ্চার দুলালপুরের বাসিন্দা শ্যামাপদ মুর্মু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। তাঁর মা ও ভাইকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

ধর্ষণের অভিযোগ
বধূকে ধর্ষণের অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের এক পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত উত্তম মাহাতো জয়পুর পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি জয়পুর থানার প্রতাপপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ওই গ্রামের বধূ থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরওয়ার্ড ব্লকের জয়পুর (দক্ষিণ) লোকাল কমিটির সম্পাদক জয়নাল আনসারি বলেন, “শুনেছি। দলীয়স্তরে তদন্ত শুরু হয়েছে। যতদূর জানি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।”

অস্ত্র উদ্ধার
বাঁকুড়ার ইন্দাস এলাকা থেকে শুক্রবার অস্ত্র উদ্ধার হয়েছে। এ দিন ইন্দাসের পাহাড়পুর গ্রামের একটি পুকুর থেকে ওয়ান শটার ও ৭টি গুলি এবং পাঁজকোন গ্রামের মাঠ থেকে হাতকামান ২৫টি বোমা উদ্ধার হয়েছে।

বীজ বাজেয়াপ্ত
কৃষকদের জন্য বরাদ্দ ধানের বীজ একটি দোকান থেকে পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ঝালদা ২ ব্লকের কোটশিলায়। ঝালদা ২ ব্লকের বিডিও অনুপ দত্ত বলেন, “শুক্রবার অভিযোগ পেয়ে ব্লক কৃষি আধিকারিককে পাঠাই। সাত বস্তা বীজ ধান একটি দোকানের সামনে রাখা ছিল। থানায় অভিযোগ করা হয়।” পুলিশ জানায়, দোকানের মালিককে আটক করা হয়েছে। ওই ধানের বীজ বাজেযাপ্ত করা হয়েছে।

সংস্কৃতি সংগঠন
পুরুলিয়ার লোক সংস্কৃতির প্রসারে এবং এই সম্পদ আরও বেশি সংস্কৃতি মনস্ক মানুষের কাছে পৌঁছে দিতে শিল্পী ও সংস্কৃতি জগতের মানুষজন গঠন করেছেন ‘মানভূম সাহিত্য ও সংস্কৃতি পরিষৎ’। সম্প্রতি পুরুলিয়া শহরে ওই সংগঠনের জন্ম হয়েছে। সংগঠনের মুখপাত্র ঋতুরাজ দে জানিয়েছেন, নব গঠিত এই সংগঠন মানভূমের সংস্কৃতিকে আরও বেশি মানুষ কাছে পৌঁছে দিতে কাজ করবে।
Previous Story Purulia Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.