টুকরো খবর
|
সংরক্ষণ তোলার প্রতিবাদে ঘেরাও |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
|
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
বিশ্বভারতীর অভ্যন্তরীণ ছাত্রছাত্রীদের স্নাতকস্তরে প্রাচীন ইতিহাস বিষয়ে আসন সংরক্ষণ তুলে দেওয়ার জন্য সরব হল ছাত্রপরিষদ। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বিদ্যাভবনের অধ্যক্ষকে ঘেরাও করে তারা। ছাত্রপরিষদ নেতা সুদীপ্ত গড়াইয়ের অভিযোগ, “অন্য বছর বিশ্বভারতীর উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য বিভিন্ন বিষয়ে বিশেষত প্রাচীন ইতিহাস বিষয়ে মোট আসনের অর্ধেক সংরক্ষিত থাকে। ২০১১-১২ শিক্ষাবর্ষে সংরক্ষণ তুলে দিয়েছেন কর্তৃপক্ষ। আমরা চাই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বিশ্বভারতীর সকল ছাত্রছাত্রীদের অবিলম্বে ভর্তির ব্যবস্থা করা হোক।” বিষয়টি আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিদ্যাভবনের অধ্যক্ষ দেবাশিস দাস।
|
আস্থা ভোটে হার উপপ্রধানের |
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
আস্থা ভোটে হেরে পদ সরে যেতে হল মহম্মদবাজারের উপপ্রধানকে। শুক্রবার অনাস্থা ভোট হয়। গত নির্বাচনে মহম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের ১০টি আসনের মধ্যে কংগ্রেস ৮ এবং সিপিএম ২টি আসন পায়। এই আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় প্রধান নির্বাচিত হন কাঁইজুলি সংসদ সদস্যা মুক্তারানি বাগদি। উপপ্রধান হন কংগ্রেসের মহম্মদবাজার সংসদের শেখ গফুর। গত শুক্রবার দুর্নীতির অভিযোগ এনেছিলেন প্রধান-সহ চার জন সদস্য। খাতায় কলমে তাঁরা কংগ্রেসে রয়েছেন। বাস্তবে তাঁরা তৃণমূল সদস্য হিসেবে পরিচিত। তৃণমূলের মহম্মদবাজার ব্লক চেয়ারম্যান রাজারাম ঘোষ বলেন, “তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ছিল। তাঁকে বহু বার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি শোনেননি। বাধ্য হয়ে শুক্রবার উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।” এ দিন তিনি অনাস্থা ভোটে ৯-১ ভোটে হেরে যান। ওই চার জনের সঙ্গে সিপিএমের দুই এবং কংগ্রেসের ৩ জন ভোট দেন। কংগ্রেসের ব্লক সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, “উপপ্রধান দুর্নীতিগ্রস্ত। তাই তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছি।” প্রধান বলেন, “এ ব্যাপারে যা বলার রাজারামবাবু বলবেন।” উপপ্রধান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের শিকার।” তৃণমূলের ব্লক সভাপতি তাপস সিংহ বলেন, “অন্যায় ভাবে উপপ্রধানকে সরানো হল।” বিডিও অসীম পাল বলেন, “এ দিন কাউকে উপপ্রধান করা হয়নি। পরে নিয়ম মেনে উপপ্রধান করা হবে।”
|
স্কুলে অসুস্থ খুদে পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
মিড-ডে মিল খেয়ে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠল ইলামবাজারের ভগবতীবাজার প্রাথমিক স্কুলের বিরুদ্ধে। বিএমওএইচ-এর নেতৃত্বে শুক্রবার স্কুলে চিকিৎসকেরা যান। এক জন পড়ুয়াকে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। বিএমওএইচ দীপা মণ্ডল বলেন, “খবর পেয়ে ওই স্কুলের পড়ুয়াদের চিকিৎসা করানো হয়েছে। খাদ্যে বিষক্রিয়া জনিত কোনও উপসর্গ দেখা দিয়ে তাদের ব্লক হাসপাতালে নিয়ে আসতে বলেছি।” স্কুলের প্রধান শিক্ষক হারাধন রায় বলেন, “এ দিন মিড-ডে মিল খাওয়ার পরে পেট ব্যথা হচ্ছে বলে অভিযোগ করে পড়ুয়ারা। হাসপাতালে জানিয়েছি।” স্কুল সূত্রে জানা গিয়েছে, এ দিন মিড-ডে মিল রান্না করেছিল জনকল্যাণ স্বনির্ভর গোষ্ঠী। অভিভাবকদের অভিযোগ, খাবারে টিকটিকি পড়ে যাওয়ার জন্য এমনটা হয়েছে। গোষ্ঠীর দলনেত্রী অন্নপূর্ণা আচার্য বলেন, “যত্ন নিয়ে রান্না করি। খাবার সব সময় ঢাকা দেওয়া থাকে।”
|
স্কুল উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • নানুর |
আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল নানুরের জলুন্দি জুনিয়র হাইস্কুলের। শুক্রবার উদ্বোধন করেন জেলা শিক্ষা দফতরের অতিরিক্ত স্কুল পরিদর্শক লক্ষ্মীধর দাস। চলতি শিক্ষাবর্ষে ওই স্কুল অনুমোদন পায়। বর্তমানে গ্রামের প্রাথমিক স্কুলে পঠনপাঠন চলছে। স্কুল ভবন নির্মাণের জন্য গ্রামবাসীরা জমি দান করেছেন। অর্থও বরাদ্দ হয়েছে। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অসীম মণ্ডল জানান, শীঘ্রই স্কুল তৈরির কাজ শুরু হবে।
|
সংঘর্ষ, গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
সিপিএম-তৃণমূল সংঘর্ষে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে দুবরাজপুরের সালুঞ্চি গ্রাম। পুলিশ জানিয়েছে, যথেচ্ছ বোমা ও গুলি চালান দু’দলের কর্মী-সমর্থকেরাই। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর জখম এক তৃণমূল সমর্থক শেখ ফিরোজকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কয়েক জনকে আটক করা হয়েছে। বস্তুত, এলাকা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরেই তেতে রয়েছে সালুঞ্চি গ্রাম। সিপিএম-তৃণমূল দু’দলেরই অনেক কর্মী-সমর্থক ঘরছাড়াও হয়েছেন। সংঘর্ষের ঘটনাও ঘটেছে একাধিকবার।
|
ময়ূরেশ্বরে রাস্তা বেহাল, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
রাস্তা সংস্কারের দাবিতে ব্লক অফিসে অবস্থান-বিক্ষোভ করল তৃণমূল। শুক্রবার ঘটনাটি ঘটে ময়ূরেশ্বর ২ ব্লকে। এ দিন তারা কোটাসুর-রামনগর, বহড়া-বেলিয়া রাস্তা সংস্কারের দাবিতে স্মারকলিপিও দেয়। কোটাসুর-রামনগর জেলা পূর্ত (সড়ক) দফতরের অধীন। ২০০৩-এ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় জেলা পরিষদের তত্বাবধানে তৈরি হয় বহড়া-বেলিয়া সড়ক। কিন্তু সংস্কারের অভাবে রাস্তা খানাখন্দ তৈরি হয়েছে। আবেদন নিবেদনে কাজ না হওয়ায় পথ অবরোধ করেছিলেন বাসিন্দারা। তৃণমূলের জেলা সম্পাদক জটিল মণ্ডলের অভিযোগ, “প্রশাসন জোড়াতালি দিয়ে রাস্তা সংস্কার করছে। এর ফলে ওই রাস্তা শুধু চলাফেরার অযোগ্য নয়, তা মরণ ফাঁদে পরিণত হয়েছে।” সংশ্লিষ্ট ব্লকের বিডিও বাবুলাল মাহাতো বলেন, “রাস্তা দু’টি যাতে দ্রুত সংস্কার করা হয়, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।”
|
সংঘর্ষ, গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
সিপিএম-তৃণমূল সংঘর্ষে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে দুবরাজপুরের সালুঞ্চি গ্রাম। পুলিশ জানিয়েছে, যথেচ্ছ বোমা ও গুলি চালান দু’দলের কর্মী-সমর্থকেরাই। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর জখম এক তৃণমূল সমর্থক শেখ ফিরোজকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কয়েক জনকে আটক করা হয়েছে। বস্তুত, এলাকা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরেই তেতে রয়েছে সালুঞ্চি গ্রাম। সিপিএম-তৃণমূল দু’দলেরই অনেক কর্মী-সমর্থক ঘরছাড়াও হয়েছেন। সংঘর্ষের ঘটনাও ঘটেছে একাধিকবার।
|
দুর্ঘটনায় জখম |
বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার পথে শুক্রবার বাস উল্টে জখম হন ৫০ জন যাত্রী। ১৫ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। |
|