টুকরো খবর

স্থায়ী শিক্ষিকা নেই, আটকে গেল অনুমোদন
স্থায়ী পদে দর্শনের কোনও শিক্ষিকা নেই। স্কুল সার্ভিস কমিশন থেকেও মেলেনি দর্শনের শিক্ষিকা। ফলে চার বছর ধরে চলার পরে দর্শনের বিষয় ভিত্তিক পঠন-পাঠনের অনুমোদন আটকে গেল সাগরদিঘি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ২০০৭ সালে এই স্কুলটি উচ্চ মাধ্যমিক স্কুলের স্বীকৃতি পায়। তখন কলা বিভাগের অন্যতম বিষয় ছিল দর্শন। তারপর থেকে এতদিন ধরে ওই স্কুলে দর্শন পড়াচ্ছিলেন এক পার্শ্বশিক্ষিকা। কিন্তু এ বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ স্কুলকে জানিয়ে দিয়েছে, দর্শনের স্থায়ী শিক্ষিকা না থাকায় একাদশ-দ্বাদশে আর দর্শন পড়ানো যাবে না। তাতেই বিপাকে পড়েছে স্কুল। কারণ, ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া প্রায় দু’শো ছাত্রছাত্রী অন্যতম বিষয় হিসেবে বেছে নিয়েছে দর্শনকে। প্রধানশিক্ষিকা রাজলক্ষ্মী মণ্ডল বলেন, “গত চার বছরে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সংস্কৃত সহ দর্শনেও স্কুলের ছাত্রীরা ভাল ফল করেছে। স্কুলের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল দর্শন। গত দু’বছরে অনেক ছাত্রী ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছে দর্শনে।” কিন্তু কেন ওই বিষয়ের কোনও শিক্ষিকা পাওয়া যায়নি? রাজলক্ষ্মীদেবী বলেন, “ওই শিক্ষিকার পদটি আদিবাসী সংরক্ষিত। ফলে বারবার চেষ্টা করেও স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে ওই বিষয়ের শিক্ষিকা আসেনি।” তাঁর কথায়, “এক পার্শ্বশিক্ষিকার চেষ্টাতেই স্কুলের ফল ভাল হচ্ছিল। কিন্তু স্থায়ী শিক্ষিকা নেই বলে এ বার বিষয়টি আর পড়ানো যাবে না।” তবে জেলার বিদ্যালয় পরিদর্শক শুভেন্দুবিকাশ দত্ত বলেন, “ওই স্কুলের প্রধানশিক্ষিকা দ্রুত যোগাযোগ করুন। সমস্যাটা অবশ্যই কাটিয়ে ওঠা যাবে।”

প্রয়াত প্রবীণ নাট্য ব্যক্তিত্ব
বহরমপুরের নাট্য সংস্থা ‘ঋত্বিক’-এর কর্ণধার গৌতম রায়চৌধুরী আর নেই। স্নায়ু সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত গৌতমবাবু শুক্রবার ভোর পাঁচটা নাগাদ বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী, একমাত্র মেয়ে, ‘ঋত্বিক’-এর সহকর্মী ও গুণমুগ্ধদের। দেশ-বিদেশে নিজের নাট্যসংস্থার প্রযোজনা মঞ্চস্থ করার পাশাপাশি বহরমপুরের মতো মফস্সল শহরেও এগারো বছর ধরে নিয়মিত ‘দেশ বিদেশের নাট্যমেলা’ সফল ভাবে সংগঠিত করে গিয়েছেন তিনি। নাট্যআঙ্গিকে নতুনত্ব ও রবীন্দ্রনাথের উপন্যাসের নাট্য প্রযোজনার মাধ্যমে বাংলার মফসস্লে নাট্যচর্চার ঐতিহ্যকে আরও উজ্জ্বল করে তুলেছিলেন। ৩০ বছরের নাট্যজীবনে বহু মানুষকে নাট্যজগতের প্রতি আকৃষ্টও করেন। নিজেও নাটক লিখেছেন। তাঁর নির্দেশিত ‘চতুরঙ্গ’, ‘স্ত্রীর পত্র’, ‘ব্যাস’ ও ‘সীমা চৌহদ্দি’ উল্লেখের দাবি রাখে। গৌতমবাবুর অন্তত ৮টি নাটক বিভিন্ন পুরস্কারে ভূষিত। ১৯৫২-এর ৩১ অগস্ট নবগ্রামের নাগরা গ্রামে তাঁর জন্ম। বাবার বদলির চাকরি। স্কুল জীবনের অনেকটাই কাটে জলপাইগুড়িতে। বিজ্ঞানে স্নাতক গৌতম রায়চৌধুরীর রাজনীতিতে হাতেখড়ি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে।

অধ্যক্ষকে মারধরের হুমকি, নালিশ
হস্টেল সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি দিতে গিয়ে কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষকে মারধরের হুমকি দিয়েছে বলে তৃণমূল ছাত্রপরিষদের সমর্থকেরা। অভিযোগ তুলেছেন অধ্যক্ষ সোমেশ রায় নিজেই। তিনি বলেন, “শুক্রবার রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের প্রাকটিক্যাল পরীক্ষা চলছিল। ওই সময় স্মারকলিপি জমা দিতে এলে আমি এক জন প্রতিনিধিকে আসার অনুমতি দিই। কিন্তু ওরা জবরদস্তি সবাই কলেজের ভিতরে ঢুকে পড়ে। পুলিশ তাদের সরিয়ে দেয়। ওই ঘটনার প্রতিবাদ করতে আমার কাছে বহিরাগতের নিয়ে ঢোকেন তৃণমূল কংগ্রেসের বহরমপুরের নেতা প্রদীপ নন্দী। তাঁর সঙ্গীরা আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ও কলেজের বাইরে মেরে চামড়া তুলে নেবে বলে শাসিয়েছে।” জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ নন্দী বলেন, “হস্টেল থাকে ৮০ জন ছাত্র। অথচ ১০টি শৌচালয়ের মধ্যে ৭টিই ব্যবহারের অযোগ্য। তাই নিয়ে ছাত্ররা স্মারকলিপি দিতে গেলে অধ্যক্ষের নির্দেশে পুলিশ বেধড়ক লাঠিপেটা করেছে। অধ্যক্ষের সঙ্গে দেখা করে তার প্রতিবাদ জানিয়েছি। কেউ অধ্যক্ষকে হুমকি দেয়নি।”

‘অনুমতি’ নেই, মিঠুন যাচ্ছেন না
‘বিনা অনুমতিতে’ মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করায় তা বন্ধ করে দিল নদিয়া জেলা প্রশাসন। শনিবার সকালে চাকদহ স্টেডিয়ামে স্থানীয় ‘মিঠুন সিটিজেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ নামে একটি সংস্থা প্রতিবন্ধীদের বিভিন্ন সরঞ্জাম বিলি করার আয়োজন করে। সেখানে যাওয়ার কথা ছিল মিঠুনের। কিন্তু প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ব্যাপারে প্রশাসনিক অনুমতির তোয়াক্কা না করে কার্ড ছাপিয়ে মঞ্চ বেঁধে আয়োজন সম্পূর্ণ করে ফেলেছিল ওই সংস্থা। ওই সংগঠনের পক্ষে আশিস রায় অবশ্য দাবি করেছেন, “প্রয়োজনীয় অনুমোদন পুলিশের কাছ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার প্রশাসনের তরফে নিরাপত্তার খরচ বাবদ আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। আমরা সেই টাকা দিতে অক্ষম।” প্রশাসনের তরফে এই প্রসঙ্গে মন্তব্য করা হয়নি। তবে কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “ওই অনুষ্ঠানের ব্যাপারে আমার থেকে কোনও অনুমতিই নেওয়া হয়নি। পুলিশি নিরাপত্তাও দেওয়া সম্ভব হবে না বলে আমি জানিয়ে দিয়েছি।” ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে অনুষ্ঠানটি হবে, কিন্তু মিঠুন আসছেন না।

সংঘর্ষ, আহত ৬
নবগ্রাম থানার মোমিনাবাদ গ্রামে শুক্রবার দুপুরে সি পি এম-কংগ্রেস সংঘর্ষে ৬ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ওই গ্রামের পঞ্চায়েত সদস্য কংগ্রেসের মুসলেউদ্দিন-সহ দু’ জনকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জেলা কংগ্রেস সম্পাদক গুড্ডু যাদব বলেন, “১০০ দিনের কাজ না করেই সি পি এমের কিছু লোকজন মজুরি দাবি করে। মুসলউদ্দিন ওই দাবি না মানায় তাঁকে ও তাঁর সঙ্গীদের ব্যাপক মারধর করেছে সিপিএমের লোকজন।” নবগ্রামের বিধায়ক সিপিএমের কানাইচাঁদ মণ্ডল বলেন, “পুরনো বিবাদের জেরে গ্রামটি দীর্ঘদিন ধরে উত্তপ্ত। তার জেরে এ দিন দু’পক্ষে মারপিট হয়। কম বেশি দু’পক্ষের লোকই আহত হয়েছেন।”

স্কুলে বিক্ষোভ
একাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য কয়েক জন ছাত্রছাত্রীকে টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে। এমন অভিযোগ তুলে শুক্রবার সকালে শিক্ষকদের স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখাল এসএফআই। পুলিশ গিয়ে শিক্ষকদের উদ্ধার করে। সালার ই জেড হাইস্কুলের ঘটনা। এসএফআইয়ের হাসিরুল ইসলাম বলেন, “একাদশ শ্রেণির ৩৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করতে পারেনি। স্কুল কর্তৃপক্ষ তাদের মধ্যে ১৬ জনকে টাকার বিনিময়ে পাশ করিয়েছে।” প্রধান শিক্ষক আশিস শতপথি বলেন, “অভিযোগ ভিত্তিহীন। একাদশ শ্রেণির ২৪৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৯ জন ফেল করেছে। কোনও অকৃতকার্যকে পাশ করানো হয়নি। ফলের প্রতিলিপি বোর্ড পাঠানো হয়েছে।” এ ব্যাপারে শনিবার স্কুলে দু’পক্ষের বৈঠক হবে।

বিবাদে মৃত্যু যুবকের
দুই পড়শির বিবাদে মৃত্যু হয়েছে এক জনের। জলঙ্গি থানার সাগরপাড়ার সিংহপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কৃপাল সিংহের সঙ্গে প্রতিবেশী দুই ভাই গৌতম এবং ভূপেন মণ্ডলের বিবাদ হয়। অভিযোগ, কৃপাল নেশাগ্রস্ত অবস্থায় দুই ভাইকে কটূ কথা বলছিলেন। তা নিয়েই বচসার সূত্রপাত। বেধে যায় হাতাহাতি। ওই সময় কৃপালকে (৩৮) হাঁসুয়া দিয়ে কোপায় দুই ভাই। আহত কৃপালকে ভর্তি করানো হয় হাসপাতালে। শুক্রবার রাতে মৃত্যু হয় তার।

শ্বশুর পলাতক
শ্বশুরমশায় কুপ্রস্তাব দিতেন অভিযোগে নবদ্বীপ থানায় অভিযোগ করলেন এক মহিলা। তিনি দাবি করেছেন, কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর পাঁচ বছরের সন্তানকে আটকে রাখা হয়েছে। তাঁর অভিযোগ, তাঁর স্বামী ও শাশুড়ি সব জেনেও চুপ করে থাকতেন। তিনি আপত্তি করলে তাঁকে মারধর করা হত। পুলিশ ওই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে। শ্বশুর পলাতক।

ফর্ম বিলির দাবি
ফর্ম বিলির শেষ দিন অতিক্রান্ত হওয়ার পরেও পাশ কোর্সে ভর্তির ফর্ম বিলির দাবি করে মাজদিয়ার সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। তাঁরা অধ্যক্ষের ঘরে গিয়ে বিক্ষোভ দেখানোর সময় এক যুবকের হাত কেটে যায়।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
নদিয়ার গাংনাপুরে অস্বাভাবিক হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম রানু দেবনাথ (২৭)। শুক্রবার সন্ধ্যায় তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রানুদেবীর স্বামী, ভাসুর ও ননদকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন রানুদেবীর বাড়ির বাথরুম থেকে ধোয়া বেরোতে দেখা যায়। প্রতিবেশীরা গিয়ে রানুদেবীর দগ্ধ দেহ উদ্ধার করেন। রানুদেবীর বাপের বাড়ির লোকের অভিযোগ, মেয়েকে খুন করে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোক।

কীটনাশকে মৃত্যু
খড়গ্রামের ডাঙাপাড়ায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কিশোরের। নাম সমীর বাগদি (১৬)। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কীটনাশক খেয়েছিল সে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক ছাত্রীর। শান্তিপুর থানার চর জিজিয়া গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর নাম মামনি রায় (২৮)। রাধারানি নারি শিক্ষা মন্দির স্কুলের ওই ছাত্রী উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়। তারপর থেকেই সে মানসিক অবসাদে ভেঙে পড়েছিল। সম্ভবত সেই কারণেই সে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান।

আদর্শ গ্রাম
তেহট্ট থানার পাথরঘাটা গ্রামকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে বেছে নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার ওই এলাকায় এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Previous Story Murshidabad Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.