টুকরো খবর
|
নেত্রীর বাড়িতে হামলার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তৃণমূল কংগ্রেস মহিলা সেলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বাজার সংলগ্ন বড়িশা গ্রামে। সম্প্রতি এলাকার এক মদ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন অনিতা মুখোপাধ্যায় নামে বড়িশা গ্রামের পশ্চিম পাড়ার তৃণমূল নেত্রী। তার জেরেই ওই ব্যবসায়ীর ঘনিষ্ঠ ১০-১২ জন দুষ্কৃতী নেত্রীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে কোলাঘাট বিট হাউস থানায় অভিযোগ দায়ের করা হলেও কেউ গ্রেফতার হয়নি এখনও। অনিতাদেবীর অভিযোগ, “এলাকায় একটি পরিবার দীর্ঘ দিন ধরেই বেআইনি মদ ব্যবসা করে আসছে। ওই ব্যবসায়ীর পরিবারের লোকজনদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। দিন কয়েক আগে পাড়ার এক মহিলাকে ওই পরিবারের দুই ভাই তাতাই ও বাবাই ভৌমিক মারধর করলে আমি থানায় অভিযোগ জানাই। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ পুলিশ পাড়ায় এসে অভিযান চালিয়ে ওই দুই ভাই ও পরিবারের আরও এক জনকে গ্রেফতার করে নিয়ে গেলে রাতে আমার বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ভাঙচুর চালানোর পাশাপাশি আমাদের হুমকি দেয় ওরা।” পুলিশ সব জেনেও ইচ্ছাকৃত ভাবেই এতদিন ওই ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ অনিতাদেবীর। তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক পারিজাত বিশ্বাস অবশ্য অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
|
পাঁশকুড়ায় বাঁধ মেরামতি শুরু |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পাঁশকুড়ায় কাঁসাই নদীর ভগ্ন বাঁধ সংস্কারের কাজ শুরু করল সেচ দফতর ও পঞ্চায়েত সমিতি। পাঁশকুড়ার পূর্ব চিল্কা গ্রামে কাঁসাইয়ের জমিদারি ও মূল বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে প্রথম বর্ষণেই। এলাকাবাসী আগে জমিদারি বাঁধ সংস্কারের দাবি জানানোয় বৃহস্পতিবার মূল নদী বাঁধ সংস্কারের কাজ শুরু না করেই ফিরে আসেন সেচ দফতরের লোকজন। শুক্রবার পঞ্চায়েত সমিতির তরফে জমিদারি বাঁধ সংস্কারের কাজ শুরু হওয়ায় সেই গণ্ডগোল মিটেছে। পাশাপাশি মূল নদীবাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছে সেচ দফতরও। পূর্ব চিল্কা গ্রামের পঞ্চায়েত সদস্য তপন সামন্ত বলেন, “জমিদারি বাঁধ মেরামতের কাজ শুরু হয়ে যাওয়ায় এ দিন আর মূল নদী বাঁধ সংস্কারে বাধা দেয়নি কেউ। দু’জায়গাতেই কাজ হচ্ছে।” জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা জানিয়েছেন, জেলার যে সব জায়গায় জমিদারি বাঁধ ভেঙেছে, সেখানে দ্রুত কাজ করার চেষ্টা হচ্ছে। সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান সভাধিপতি। তবে, চণ্ডীয়া নদীর জলসীমা ক্রমেই বেড়ে চলায় আশঙ্কাও প্রকাশ করেন।
|
উন্নতি বন্যা পরিস্থিতির |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
শুক্রবার ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে জল কমতে শুরু করেছিল। পুরোপুরি জল না সরলেও এ দিন ঘাটাল-চন্দ্রকোনা রাস্তায় বাস চলাচল শুরু হয়েছে। তবে দাসপুরের প্লাবিত গ্রামগুলি থেকে এখনও জল সরেনি। সীতাপুরে বাঁধের উপরে বালির বস্তা রেখে উঁচু করায় জলের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। প্রশাসন শুক্রবারও বাঁধ থেকে বালির বস্তা পুরোপুরি সরাতে পারেনি। প্রতিবাদে দাসপুরের গয়লাখালি ও সোনামুই এলাকায় রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ মানুষ। পরে প্রশাসন সীতাপুর থেকে বালির বস্তা সরানোর কাজ শুরু করলে অবরোধ ওঠে। মহকুমা প্রশাসনের দাবি, ঘাটাল পুরশহর-সহ ঘাটাল ও দাসপুর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে জল নামতে শুরু করেছে। সীতাপুরের বাঁধ কাটিয়ে যাতে জমা জল রূপনারায়ণ নদীতে পড়ে, তার ব্যবস্থাও করা হচ্ছে।”
|
ছোট ইলিশে নিষেধ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ছোট ইলিশ মাছ ধরা বন্ধ করতে কড়া পদক্ষেপ করছে মৎস্য দফতর। মৎস্য দফতরের সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ জানান, ৯০ মিলিমিটারের ছোট ফাঁস-জাল ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫০০ গ্রাম ওজনের নীচে ইলিশ না ধরার জন্য মৎস্যজীবীদের বলা হয়েছে। বাজারে ৫০০ গ্রাম ওজনের নীচে ইলিশ বিক্রি করা হলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্য দিকে, মাছ শুষ্ককরণ প্রক্রিয়ায় ব্যাপক হারে ফর্মালিন ও অন্য রাসায়নিক ব্যবহার হওয়ায় উদ্বিগ্ন মৎস্য দফতর। এই নিয়ে সচেতনতা বাড়াতে সম্প্রতি জুনপুটে একটি শিবিরের আয়োজন করা হয়। মহকুমার ১২টি মৎস্যখটির মৎস্যজীবীরা ছাড়াও শুকনো মাছ ব্যবসায়ীরা যোগ দেন শিবিরে। ছিলেন তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, মৎস্য কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক, অবন্তী মণ্ডল, রবীন্দ্রনাথ দত্ত, উজ্জ্বল সর, লক্ষ্মীনারায়ণ জানা প্রমুখ।
|
হলদিয়ায় শিল্প-সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সিআইআই-এর (কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি) সম্মেলন হল হলদিয়ায়। শুক্রবারের এই সেমিনারে বন্দর, মিৎসুবিশি-সহ ৫০টিরও বেশি শিল্পসংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হলদিয়া উন্নয়ন পর্ষদ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফেও লোকজন ছিলেন। শিল্পনগরীতে শিল্পের পরিকাঠামো নিয়ে আলোচনা হয় সেমিনারে। হলদিয়া বন্দরের প্রশাসনিক ম্যানেজার অমল দত্ত জানান, আর এক বছরের মধ্যেই ‘ট্রান্সলোডিং’ ব্যবস্থা পাকাপাকি ভাবে চালু হয়ে যাবে হলদিয়া বন্দরে। যে সব বড় জাহাজ নাব্যতার কারণে বন্দরে ঢুকতে পারে না, সেই সব জাহাজ থেকে ছোট ছোট ভেসেলে করে পণ্য আসবে। হলদিয়া বন্দরের কাছে শালুকখালিতে নতুন বন্দর নিমার্ণের পরিকল্পনাও জোর গতিতে চলছে বলে জানান অমলবাবু। বন্দরের ডেপুটি চেয়ারম্যান মণীশ জৈন জানান, শীঘ্রই খুলে দেওয়া হবে ইডেন চ্যানেল। সেমিনারে মিৎসুবিশির প্রতিনিধিরা পাইপে ফুটে করে তেল চুরির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পুরসভায় জলের মান নিয়ে অভিযোগ জানান শিল্পসংস্থার প্রতিনিধিরা। অসম্পূর্ণ জাতীয় সড়ক, দূষণ প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা হয়।
|
ভর্তির দিন বদল |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পরিকাঠামোগত সমস্যার কারণে এগরা কলেজে প্রথম বর্ষে ভর্তির দিন পরিবর্তন করা হয়েছে। অধ্যক্ষ দীপক কুমার তামিলী জানান, বিএ পাশ কোর্সে ৫, ৬ ও ৭ জুলাই, সাম্মানিক সংস্কৃত বিভাগে ১ জুলাই ও প্রাণিবিদ্যা বিভাগে ২৯ জুন ভর্তি নেওয়া হবে। শনিবার মেধাতালিকা প্রকাশ হবে কলেজের নিজস্ব ওয়েবসাইটে (www.egrassbcollege.org)।
|
ট্রেকার উল্টে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ট্রেকার উল্টে মৃত্যু হল এক শিক্ষিকার। শুক্রবার সন্ধ্যায় পটাশপুরের টিকরাপাড়ার কাছে এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ৬ জন। মৃতা মোহিনী আচার্য (৫৪) পটাশপুরের খাড় গ্রামের বাসিন্দা। খাড় শিশু শিক্ষাকেন্দ্রে শিক্ষকতা করতেন তিনি। শুক্রবার স্কুলের কাজে পটাশপুর ২ ব্লক অফিসে এসেছিলেন মোহিনী। বিকেলবেলা এগরা-আড়গোয়াল রুটের ট্রেকারে চেপে বাড়ি ফিরছিলেন। একটি লরিকে পাশ কাটাতে গিয়ে ট্রেকারটি উল্টে যায়। ট্রেকারের তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মোহিনী। চালক পলাতক।
|
উচ্চমাধ্যমিকে উন্নীত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে ৯টি মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জঙ্গলমহলে সার্বিক উন্নতির জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা এবং স্থানীয় বিধায়ক দুলাল মুর্মু, শ্রীকান্ত মাহাতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুক্রবার দেখা করেন। শিক্ষা-সহ নানা বিষয় নিয়ে তাঁদের আলোচনা হয়। পরে মহাকরণে সুকুমারবাবু জানান, জঙ্গলমহলে ন’টি মাধ্যমিক স্কুল আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হবে। স্কুলগুলি গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড় এবং শালবনি এলাকার।
|
দুর্ঘটনায় মৃত দুই |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই আরোহীরই। শুক্রবার বিকেল সওয়া তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ঘাটাল-চন্দ্রকোনা রাস্তায় চন্দ্রকোনার ক্ষেত্রপালে। মৃত দু’জনের নাম শ্যামসুন্দর ঘোষ (৪৫) এবং অমিত ফাদিকার (৩০)। পুলিশকর্মী শ্যামসুন্দরবাবু ঘাটালে কর্মরত। সে দিকেই আসছিলেন। অমিত যাচ্ছিলেন চন্দ্রকোনার দিকে। |
|