|
|
|
|
কোলাসোকে বেশি সময় দেওয়ার দাবি মেহতাবদের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পাঁচ বছর আগে বব হাউটনের জাতীয় ক্যাম্প থেকে বেশি ফাউল করার অভিযোগে বাদ পড়েছিলেন এ বছরের ইস্টবেঙ্গল ক্লাবের সম্ভাব্য অধিনায়ক মেহতাব হুসেন। এবার সেই ভুলটা আর করতে চান না মেহতাব।
শুক্রবার অম্বেডকর স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সেই দুঃখের কথা জানালেন আনন্দবাজারকে। বললেন “প্রথম প্রথম ওঁকে (ববকে) বোঝাতে পারতাম না ভাষা সমস্যার জন্য। আর্মান্দো কোলাসোর কাছে সেই সমস্যা নেই বলে আমার বেশি সুবিধা হচ্ছে। এবার প্রচুর চেষ্টা করছি দলে থাকার জন্য। আমার প্রথম লক্ষ্য যে ভাবে হোক প্রথম ১৬ জনের দলে থাকা। তার পর প্রথম একাদশে ঢোকা। মাঝমাঠে জায়গা করে নিতে তাই আমার প্রধানত লড়াইটা হবে রোকাস লামেরে, রাকেশ মাসি ও লালকমলের সঙ্গে।”
পাশাপাশি নবি ও মেহতাবরা মনে করছেন কোলাসোকে যেন আরও বেশি সময় দেওয়া হয়। প্রায় এক সঙ্গেই দু’জনে বলে উঠলেন “যে কোনও কোচ বা ফুটবলার তার সেরাটা তখনই দিতে পারে যখন দলে তাকে যথেষ্ট সময় দেওয়া হয়। ডেম্পো ক্লাবই তার জলজ্যান্ত উদাহরণ। কোলাসোর আরও সুবিধা হল ও ভারতের প্রায় সব ফুটবলারকেই মোটামুটি চেনে। তাই আমাদের সকলেরই বক্তব্য পারলে ফেডারেশন যেন আর্মান্দো স্যারকেও হাউটনের মতোই সময় দেয়।”
অন্য দিকে আর্মান্দো কোলাসোর কোচিংয়ে বঙ্গ ব্রিগেড সহ মহেশ গাউলি, সমীর নায়েক সহ গৌরমাঙ্গি সিংহরা সকলেই খুব খুশি। সকলেরই বক্তব্য “যে কোচ ডেম্পোকে চার-চার বার জাতীয় লিগ জিতিয়েছে সে কেমন কোচ তার জন্য আশা করি আমাদের সার্টিফিকেট লাগবে না! যে আন্তরিকতায় কোলাসো আমাদের অনুশীলন করাচ্ছে সেটা এক কথায় দুর্দান্ত। আমাদের আরও সুবিধা হচ্ছে তার কারণ আমরা এই রকম ছোট ছোট পাস ও বল দখলে রেখে খেলেই অভ্যস্ত” বলে জানালেন লালকমল, নবি, রাকেশ মাসি, মেহতাবরা।
বৃহস্পতিবার কাতারের বিরুদ্ধে ভারতীয় অলিম্পিক দলের লড়াই দেখে দলের খেলার প্রশংসায় পঞ্চমুখ সন্দীপ, সুব্রত, নবি, মেহতাবরা। সকলেরই বক্তব্য প্রাপ্ত সুযোগ ও পেনাল্টি কাজে লাগালে ভারত জিতে যেত।
এ দিকে জাতীয় ক্যাম্পে থাকলেও সুব্রত পালের ডান হাতে চোট থাকার জন্য এক দিনও অনুশীলন করেননি। আগামী বুধবার থেকে অনুশীলনে নামবেন বলে জানালেন। |
|
|
|
|
|