|
|
|
|
ডিআরএস বাধ্যতামূলক করতে মরিয়া চেষ্টা আইসিসির |
সংবাদসংস্থা • দুবাই |
বিতর্কিত ‘ডিআরএস’ বা ‘ডিসিশন রেফারেল সিস্টেম’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে আইসিসি। টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি, সব ধরনের ক্রিকেটে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা ভাবা হচ্ছে। আইসিসি প্রেসিডেন্ট নিয়োগে রোটেশন প্রথা তুলে দেওয়া এবং ২০১৫ বিশ্বকাপও থাকছে ২৬ জুন থেকে হংকংয়ে শুরু হতে চলা আইসিসি-র পাঁচ দিনের বার্ষিক সভার শিরোনামে।
আইসিসি-র বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিকেট কমিটি সর্বসম্মত ভাবে সব পর্যায়ের ক্রিকেটে ডিআরএস প্রথা চালু করার ব্যাপারে অনুমোদন দিয়েছে। কমিটিতে ভারতের রবি শাস্ত্রী আছেন। প্রসঙ্গত ভারতীয় বোর্ড কিন্তু ডিআরএস চালু করার বিপক্ষে রায় দিয়ে আসছে।
রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রেসিডেন্ট শরদ পওয়ারের মেয়াদ শেষ হওয়ার পরে আইসসি প্রেসিডেন্ট হওয়ার কথা নিউজিল্যান্ডের অ্যালান আইজ্যাকের। তাঁর মেয়াদ শেষ হবে ২০১৫ সালে। তার পরে প্রেসিডেন্ট নিয়োগে রোটেশন প্রথা তুলে দেওয়া নিয়ে হংকংয়ের সভায় আলোচনা হবে। সদস্যদের মধ্যে এই বিষয়ে মতভেদ আছে। বিরোধিতা করতে পারে পাকিস্তান ও বাংলাদেশ।
আগামী ২০১৫ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আইসিসি-র পূর্ণ সদস্য ১০টি দেশকে নিয়ে পরের বিশ্বকাপ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সহযোগী সদস্য দেশগুলি এই প্রস্তাবের বিরোধিতা করবে সভায়, সেটা ধরেই নেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট শরদ পওয়ার এক্সিকউটিভ বোর্ডকে সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য অনুরোধ- করতে পারেন।
|
|
|
|
|
|