|
|
|
|
গুরু গ্রেগ বিতর্কে জাহিরের পাশে |
লোকে এখন বুঝুক যে আমি ঠিক ছিলাম: সৌরভ |
নিজস্ব প্রতিবেদন |
গ্রেগ চ্যাপেল জমানা নিয়ে এই প্রথম মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়! কোনও রাখঢাক না করে বলে দিলেন, তিনি জাহির খানের সঙ্গে একমত গ্রেগ চ্যাপেল জমানা ভারতীয় ক্রিকেটের জঘন্যতম অধ্যায় ছিল।
“জাহির এবং অন্যান্য ক্রিকেটাররা যে ওই সময়টা নিয়ে এখন খোলাখুলি কথা বলছে, এটা দেখে আমার খুব ভাল লাগছে,” একটি স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সৌরভ। সঙ্গে যোগ করেছেন, “লোকে আজ সত্যি ঘটনাটা জানতে পারবে। ভারতীয় ক্রিকেটের পতনের জন্য আসলে কে দায়ী ছিল, সেটা জানতে পারবে। এবং অবশেষে আমার সমালোচনা করা বন্ধ করবে!”
বাইশ গজের বাইরে ক্রিকেট ইতিহাসের অন্যতম তীব্র হানাহানির দুই নায়ক প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ এবং গুরু গ্রেগ। তবে নিজের ক্রিকেটজীবনের সবথেকে কঠিন অধ্যায় নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খুলতে চাননি সৌরভ। অবশেষে এই টিভি সাক্ষাৎকারে সৌরভ সাফ বলে দিয়েছেন, গুরু গ্রেগ জমানা ঠিক কী রকম ছিল। “ভারতীয় দলের অনেক ক্রিকেটারই ওই সময় নিরাপত্তার অভাবে ভুগত। কোনও সময় ক্রিকেট খেলার জন্য সঠিক মনোভাবে থাকা যেত না,” স্বীকার করেছেন সৌরভ। কয়েক দিন আগে একই কথা বলেছিলেন দেশের এক নম্বর পেস বোলার জাহির খান। তিনি জানিয়েছিলেন, গ্রেগ কী ভাবে তাঁর কোচিং জমানায় ভারতীয় দলের বিশেষ বিশেষ কয়েক জন ক্রিকেটারকে বুঝিয়ে দিতেন তাদের দলে থাকাটা কেউ পছন্দ করছে না। আরও ব্যাখ্যা করে সৌরভ বলেছেন, “২০০৭ বিশ্বকাপে ভারতীয় দলটা খুব শক্তিশালী ছিল। কিন্তু দলের কারও মনোভাব ঠিকঠাক ছিল না। যার প্রভাব পড়ে আমাদের দলের পারফরম্যান্সে।” সঙ্গে যোগ করেছেন, “২০০৩ এবং ২০১১ বিশ্বকাপে মোটামুটি এই একই দলের পারফরম্যান্স দেখুন। এটা থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে, মাঝে ২০০৭ বিশ্বকাপে ভারতীয় ড্রেসিংরুমে ক্রিকেট ছাড়াও আরও অনেক কিছু হচ্ছিল!” |
|
এখানেই থেমে থাকেননি সৌরভ। আরও বলেছেন, “চ্যাপেলের নীতির জন্য ভারতের সব ক্রিকেটারকে ভুগতে হয়েছিল। সবচেয়ে বেশি ভুগতে হয় আমাকে। আমার পক্ষে কামব্যাক করাটা খুব কঠিন হয়ে গিয়েছিল। কারণ শুধু তো ক্রিকেটীয় কারণে আমি বাদ পড়িনি!” একের পর এক বোমা ফাটিয়েছেন সৌরভ। সটান জানিয়েছেন, তাঁর সব সময় মনে হত, ড্রেসিংরুমে তিনি অবাঞ্ছিত একজন সদস্য। বলেছেন, তাঁকে পুরোপুরি অন্যায় ভাবে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বলেছেন, সচিন তেন্ডুলকরকেও ওই সময় ভীষণ ভাবে ভুগতে হয়েছিল।
সব শেষে গ্রেগ চ্যাপেল নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন সৌরভ। বলেছেন, তিনি সাইমন কাটিচের সঙ্গে সম্পূর্ণ একমত। পন্টিংদের বোর্ডের প্রতি সৌরভের সতর্কবার্তা, “ভারতীয় ক্রিকেটকে যে সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, সেই নির্বুদ্ধিতার জন্য এ বার অস্ট্রেলীয় বোর্ডকেও তৈরি থাকতে হবে।” |
|
|
|
|
|